ETV Bharat / state

ট্যাব কেলেঙ্কারিতে লালবাজার পুলিশের হাতে একাধিক স্কুলের প্রধান শিক্ষকের নাম - TAB MONEY SCAM

ট্যাব কেলেঙ্কারি মামলায় নতুন তথ্য হাতে পেল লালবাজার ৷ জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক স্কুলের প্রধান শিক্ষকের নাম উঠে এসেছে ৷

TAB MONEY SCAM
পুলিশের হাতে একাধিক স্কুলের প্রধান শিক্ষকের নাম (প্রতীকী ছবি, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 11:32 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: ট্যাব কেলেঙ্কারি মামলায় নয়া তথ্য হাতে এল লালবাজার পুলিশের ৷ জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠল কলকাতা-সহ বিভিন্ন জেলার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ গত শনিবার দিরাজ আলি নামে এক ব্যক্তিকে মালদার চোপড়া এলাকা থেকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক এই তথ্য হাতে পেল কলকাতা পুলিশ ৷

নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "সঠিক কোন কোন স্কুলের প্রধান শিক্ষক এই ঘটনায় যুক্ত রয়েছেন, এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা বলতে পারব না । এই ঘটনার নেপথ্যে বড় কোনও চক্র যুক্ত থাকলেও থাকতে পারে । অভিযুক্ত প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলা হবে ।"

গত শনিবার মালদা জেলা পুলিশের সাহায্যে চোপড়া থানা এলাকার দিরাজ আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ রাজ্যের ট্যাব দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয় । পরে তাঁকে কলকাতায় এনে নিজেদের হেফাজতে নেয় লালবাজারের গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে যে সমস্ত সামগ্রী এবং নথিপত্র উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একটি ডায়েরি রয়েছে । সেখানে লেখা রয়েছে একাধিক ব্যক্তির নাম । খোঁজ খবর নেওয়ায় জানা গিয়েছে, ওই সকল ব্যক্তি শহর তথা শহরতলীর বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক । দিরাজ আলির কাছে প্রধান শিক্ষকদের নাম, পরিচয় ও ফোম নম্বর কীভাবে এল ? তা খতিয়ে দেখছে পুলিশ ৷

প্রায় 2 হাজারের বেশি পড়ুয়া তাদের ট্যাব কেনার টাকা পায়নি বলে অভিযোগ । ঘটনায়, বাংলার শিক্ষা পোর্টালের ফাঁকফোকড় জানার পরে যাবতীয় তথ্যপাচার করা হয় সাইবার প্রতারকদের বলে অভিযোগ । রাজ্য পুলিশের আইজি'র পাশাপাশি ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । রাজ্যজুড়ে এখনও পর্যন্ত 40 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, কমিশনের ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পড়ুয়াদের টাকা সেখানে সুকৌশলে ট্রান্সফার করা হত।

পড়ুন: ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে লালবাজারের জালে 2

কলকাতা, 10 ডিসেম্বর: ট্যাব কেলেঙ্কারি মামলায় নয়া তথ্য হাতে এল লালবাজার পুলিশের ৷ জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠল কলকাতা-সহ বিভিন্ন জেলার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ গত শনিবার দিরাজ আলি নামে এক ব্যক্তিকে মালদার চোপড়া এলাকা থেকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক এই তথ্য হাতে পেল কলকাতা পুলিশ ৷

নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "সঠিক কোন কোন স্কুলের প্রধান শিক্ষক এই ঘটনায় যুক্ত রয়েছেন, এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা বলতে পারব না । এই ঘটনার নেপথ্যে বড় কোনও চক্র যুক্ত থাকলেও থাকতে পারে । অভিযুক্ত প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলা হবে ।"

গত শনিবার মালদা জেলা পুলিশের সাহায্যে চোপড়া থানা এলাকার দিরাজ আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ রাজ্যের ট্যাব দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয় । পরে তাঁকে কলকাতায় এনে নিজেদের হেফাজতে নেয় লালবাজারের গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে যে সমস্ত সামগ্রী এবং নথিপত্র উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একটি ডায়েরি রয়েছে । সেখানে লেখা রয়েছে একাধিক ব্যক্তির নাম । খোঁজ খবর নেওয়ায় জানা গিয়েছে, ওই সকল ব্যক্তি শহর তথা শহরতলীর বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক । দিরাজ আলির কাছে প্রধান শিক্ষকদের নাম, পরিচয় ও ফোম নম্বর কীভাবে এল ? তা খতিয়ে দেখছে পুলিশ ৷

প্রায় 2 হাজারের বেশি পড়ুয়া তাদের ট্যাব কেনার টাকা পায়নি বলে অভিযোগ । ঘটনায়, বাংলার শিক্ষা পোর্টালের ফাঁকফোকড় জানার পরে যাবতীয় তথ্যপাচার করা হয় সাইবার প্রতারকদের বলে অভিযোগ । রাজ্য পুলিশের আইজি'র পাশাপাশি ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । রাজ্যজুড়ে এখনও পর্যন্ত 40 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, কমিশনের ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পড়ুয়াদের টাকা সেখানে সুকৌশলে ট্রান্সফার করা হত।

পড়ুন: ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে লালবাজারের জালে 2
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.