ETV Bharat / state

'গুন্ডাগিরি বরদাস্ত হবে না', ভূপতিনগর কাণ্ডে মন্তব্য উদ্বিগ্ন রাজ্যপালের - ATTACK ON NIA - ATTACK ON NIA

Guv CV Ananda Bose: রাজ্যে গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না ৷ ভূপতিনগরের ঘটনায় এই ভাষাতেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যপাল বোস ৷ শনিবারে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে সামলানোর কথা জানান রাজ্যের সাংবিধানিক প্রধান ৷

Guv CV Ananda Bose
রাজ্যপাল বোস
author img

By PTI

Published : Apr 6, 2024, 2:54 PM IST

Updated : Apr 6, 2024, 5:20 PM IST

কলকাতা, 6 এপ্রিল: এনফোর্সমেন্ট ডিরক্টরটের পর জাতীয় তদন্তকারী সংস্থা ৷ বাংলায় তদন্ত করতে এসে আবারও আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ভূপতিনগরে শনিবারে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া ব্য়ক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ঘটনাকে 'ভীষণই গুরুতর সমস্যা' বলে অভিহিত করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ শুধু তাই নয় ৷ ভূপতিনগরের ঘটনাকে 'গুন্ডাগিরি' আখ্যা দিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে বললেন রাজ্যপাল ৷ তিনি বললেন, ভূপতিনগরের ঘটনাকে ততটাই গুরুত্ব সহকারে দেখা উচিৎ যতটা প্রয়োজন ৷"

সংবাদসংস্থা পিটিআই'কে বাংলার রাজ্যপাল বলেন, "এটা ভীষণই গুরুতর পরিস্থিতি ৷ ততটা গুরুত্ব সহকারেই বিষয়টিকে সামলাতে হবে যতটা প্রাপ্য ৷ এই ধরনের গুন্ডাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না ৷ আইনি শক্তির ঊর্ধ্বে গিয়ে পেশিশক্তির আস্ফালন কাম্য নয় ৷ কড়া হাতে এই ঘটনা সামলাতে হবে ৷"

2022 বোমা বিস্ফোরণেপ তদন্ত করতে এদিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ ঘটনায় অভিযুক্ত দুই অভিযুক্ত তৃণমূল নেতা বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করেন তাঁরা ৷ বিপত্তি বাঁধে দুই অভিযুক্তকে নিয়ে ফেরার সময় ৷ সন্দেশখালির ঘটনা উসকে দিয়ে সে সময় এনআইএ আধিকারিকদের উপর হামলা চালানো হয় ৷ ঘটনায় নেতৃত্ব দেন গ্রামের মহিলারাই ৷ ভাঙা হয় আধিকারিকদের গাড়ির কাঁচ ৷ আহত হন এক এনআইএ আধিকারিকও ৷

রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করলেও রায়গঞ্জে ঘটনায় উলটো সুর গেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচনের আগে তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন কেন্দ্রের সমালোচনায় সরব হন ৷ তিনি বলেন, "গদ্দারেরা জানে ওরা হারবে ৷ তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল, তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে ।"

আরও পড়ুন:

  1. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার
  2. ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক

কলকাতা, 6 এপ্রিল: এনফোর্সমেন্ট ডিরক্টরটের পর জাতীয় তদন্তকারী সংস্থা ৷ বাংলায় তদন্ত করতে এসে আবারও আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ভূপতিনগরে শনিবারে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া ব্য়ক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ঘটনাকে 'ভীষণই গুরুতর সমস্যা' বলে অভিহিত করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ শুধু তাই নয় ৷ ভূপতিনগরের ঘটনাকে 'গুন্ডাগিরি' আখ্যা দিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে বললেন রাজ্যপাল ৷ তিনি বললেন, ভূপতিনগরের ঘটনাকে ততটাই গুরুত্ব সহকারে দেখা উচিৎ যতটা প্রয়োজন ৷"

সংবাদসংস্থা পিটিআই'কে বাংলার রাজ্যপাল বলেন, "এটা ভীষণই গুরুতর পরিস্থিতি ৷ ততটা গুরুত্ব সহকারেই বিষয়টিকে সামলাতে হবে যতটা প্রাপ্য ৷ এই ধরনের গুন্ডাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না ৷ আইনি শক্তির ঊর্ধ্বে গিয়ে পেশিশক্তির আস্ফালন কাম্য নয় ৷ কড়া হাতে এই ঘটনা সামলাতে হবে ৷"

2022 বোমা বিস্ফোরণেপ তদন্ত করতে এদিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ ঘটনায় অভিযুক্ত দুই অভিযুক্ত তৃণমূল নেতা বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করেন তাঁরা ৷ বিপত্তি বাঁধে দুই অভিযুক্তকে নিয়ে ফেরার সময় ৷ সন্দেশখালির ঘটনা উসকে দিয়ে সে সময় এনআইএ আধিকারিকদের উপর হামলা চালানো হয় ৷ ঘটনায় নেতৃত্ব দেন গ্রামের মহিলারাই ৷ ভাঙা হয় আধিকারিকদের গাড়ির কাঁচ ৷ আহত হন এক এনআইএ আধিকারিকও ৷

রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করলেও রায়গঞ্জে ঘটনায় উলটো সুর গেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচনের আগে তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন কেন্দ্রের সমালোচনায় সরব হন ৷ তিনি বলেন, "গদ্দারেরা জানে ওরা হারবে ৷ তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল, তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে ।"

আরও পড়ুন:

  1. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার
  2. ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক
Last Updated : Apr 6, 2024, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.