ব্যারাকপুর, 21 অগস্ট: আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা তিনি চলে আসেন সোদপুরে নির্যাতিতার বাড়িতে। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা হয়েছে পরিবারের।
পরে নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "সরাসরি দিল্লি থেকে ফিরে আমি এখানে এসেছি। নির্যাতিতার বাবা-মার সঙ্গে এদিন কথা বলেছি। আমি তাঁদের মনের অবস্থা বুঝতে পারছি। তাঁরা দুঃখজনক ঘটনার কথা তুলে ধরেছে আমার সামনে। মেয়েকে হারিয়ে তাঁর বাবা-মা ভেঙে পড়েছে। আমি তাঁদের আস্থা জুগিয়েছি। এখন আমি একটা চিঠি লিখব এবং সেটিকে সিল বন্ধ খামে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব।"
সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাজ্যপালের কনভয় নাটাগড়ে নির্যাতিতার বাড়ির সামনে এসে পৌঁছায়। এরপর, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সোজা তিনি ঢুকে যান নিহত চিকিৎসকের বাড়িতে। সেখানে নির্যাতিতার বাবা-মার সঙ্গে মিনিট পনেরো একান্তে কথা বলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও, সেই চিঠিতে কী লেখা থাকবে সে নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি রাজ্যপাল।
প্রসঙ্গত, দিল্লি সফরে থাকাকালীন মঙ্গলবারই নির্যাতিতার বাড়িতে ফোন করে তাঁর বাবা-মা'র সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।সে সময় পরিবারকে আশ্বস্ত করে তিনি নির্যাতিতার বাবা-মাকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ-ও জানিয়েছিলেন যে, কোনও সময় পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এনিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোদ নির্যাতিতার বাবা-মা রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপরই দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে নেমে বুধবার সোজা নির্যাতিতার সোদপুরের বাড়িতে গেলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এদিকে, রাজ্যপালের নির্যাতিতার বাড়িতে যাওয়া ঘিরে এদিন রাতে সোদপুরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফে।