ETV Bharat / state

ফের সংঘাত, রাজভবনে আটকে মন্ত্রিসভার রদবদলের ফাইল - Governor vs Mamata Government

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 11:00 AM IST

Governor vs Mamata Government: রাজ্যের সঙ্গে ফের সংঘাত রাজ্যপালের ৷ রাজভবনে 15 দিনেরও বেশি সময় ধরে আটকে রয়েছে রাজ্য মন্ত্রিসভার রদবদলের ফাইল ৷ এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পরিষদীয় দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

ETV BHARAT
রাজভবনে আটকে মন্ত্রিসভার রদবদলের ফাইল (ফাইল চিত্র)

কলকাতা, 4 অগস্ট: রাজ্য ও রাজ্যপাল সংঘাতে রাজভবনে আটকে মন্ত্রিসভার রদবদলের প্রস্তাব । মুখ্যমন্ত্রী চাইলেও তাঁর সরকারের রদবদল করতে পারছেন না । আর সে কারণেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজকর্ম আটকে যাচ্ছে বলে সরকারের তরফে জানানো হচ্ছে ।

সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে । আর এই অবস্থায় গত 18 জুলাই রদবদলের জন্য প্রয়োজনীয় চিঠি রাজভবনে পাঠিয়েছিল রাজ্য সরকার । মাস শেষ হয়ে আজ আগস্টের 3 তারিখ । যখন প্রতিবেদনটি লেখা হচ্ছে তখনও পর্যন্ত রাজ্য প্রশাসন সূত্রে খবর, রাজভবনের থেকে রদবদল নিয়ে কোনও জবাব পাওয়া যায়নি । আর সেখানেই উঠছে প্রশ্ন ৷ যেভাবে রাজভবনে মন্ত্রিসভার রদবদলের মতো গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখা হচ্ছে তা কতটা যুক্তিযুক্ত । যদিও এই নিয়ে রাজভবনের কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

রাজ্যের কৃষি তথা পরিষদীয় দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, "রাজ্যপালের কাজ হল সরকারকে সবরকম ভাবে সাহায্য করা । কিন্তু বিজেপি আমলে দেখা যাচ্ছে, রাজ্যপালরা অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য সরকারকে সহযোগিতা করার পরিবর্তে একটা সংঘাতের আবহ তৈরি করে রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করছে । বিশেষ করে মন্ত্রিসভার রদবদলের মতো গুরুত্বপূর্ণ ফাইল রাজভবনে আটকে থাকার অর্থ প্রশাসনের কাজকর্মে একটা অচলাবস্থা তৈরি হওয়া । এটা কখনওই কাম্য হওয়া উচিত নয় ৷"

সাম্প্রতিক সময়ে বিধায়কদের শপথ থেকে শুরু করে বিল, দিনের পর দিন রাজভবনে আটকে রাখার অভিযোগ উঠেছে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে । ইতিমধ্যেই বিল আটকে রাখা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছে । এমনকি এই রাজ্যপালের সময় উপাচার্য নিয়োগ নিয়েও সংঘাত চরমে উঠেছে রাজ্যের সঙ্গে ৷ এই অবস্থায় সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগের বিষয়টিতে হস্তক্ষেপ করেছে । কিন্তু মন্ত্রিসভার রদবদলের বিষয়টি রাজভবনে আটকে থাকার অভিযোগ এক্ষেত্রে অভিনব । রাজনৈতিক মহল প্রশ্ন তুলছেন, এভাবে রদবদলের ফাইল কি আদৌ আটকে রাখা যায় !

কলকাতা, 4 অগস্ট: রাজ্য ও রাজ্যপাল সংঘাতে রাজভবনে আটকে মন্ত্রিসভার রদবদলের প্রস্তাব । মুখ্যমন্ত্রী চাইলেও তাঁর সরকারের রদবদল করতে পারছেন না । আর সে কারণেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজকর্ম আটকে যাচ্ছে বলে সরকারের তরফে জানানো হচ্ছে ।

সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে । আর এই অবস্থায় গত 18 জুলাই রদবদলের জন্য প্রয়োজনীয় চিঠি রাজভবনে পাঠিয়েছিল রাজ্য সরকার । মাস শেষ হয়ে আজ আগস্টের 3 তারিখ । যখন প্রতিবেদনটি লেখা হচ্ছে তখনও পর্যন্ত রাজ্য প্রশাসন সূত্রে খবর, রাজভবনের থেকে রদবদল নিয়ে কোনও জবাব পাওয়া যায়নি । আর সেখানেই উঠছে প্রশ্ন ৷ যেভাবে রাজভবনে মন্ত্রিসভার রদবদলের মতো গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখা হচ্ছে তা কতটা যুক্তিযুক্ত । যদিও এই নিয়ে রাজভবনের কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

রাজ্যের কৃষি তথা পরিষদীয় দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, "রাজ্যপালের কাজ হল সরকারকে সবরকম ভাবে সাহায্য করা । কিন্তু বিজেপি আমলে দেখা যাচ্ছে, রাজ্যপালরা অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য সরকারকে সহযোগিতা করার পরিবর্তে একটা সংঘাতের আবহ তৈরি করে রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করছে । বিশেষ করে মন্ত্রিসভার রদবদলের মতো গুরুত্বপূর্ণ ফাইল রাজভবনে আটকে থাকার অর্থ প্রশাসনের কাজকর্মে একটা অচলাবস্থা তৈরি হওয়া । এটা কখনওই কাম্য হওয়া উচিত নয় ৷"

সাম্প্রতিক সময়ে বিধায়কদের শপথ থেকে শুরু করে বিল, দিনের পর দিন রাজভবনে আটকে রাখার অভিযোগ উঠেছে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে । ইতিমধ্যেই বিল আটকে রাখা নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছে । এমনকি এই রাজ্যপালের সময় উপাচার্য নিয়োগ নিয়েও সংঘাত চরমে উঠেছে রাজ্যের সঙ্গে ৷ এই অবস্থায় সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগের বিষয়টিতে হস্তক্ষেপ করেছে । কিন্তু মন্ত্রিসভার রদবদলের বিষয়টি রাজভবনে আটকে থাকার অভিযোগ এক্ষেত্রে অভিনব । রাজনৈতিক মহল প্রশ্ন তুলছেন, এভাবে রদবদলের ফাইল কি আদৌ আটকে রাখা যায় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.