ETV Bharat / state

100 দিনের প্রকল্পের কায়দায় রাজ্য আনছে কর্মশ্রী, মৎস্যজীবীদের জন্য আসছে সমুদ্রসাথী - সমুদ্রসাথী

Bengal Budget 2024: 100 দিনের প্রকল্পের কায়দায় সম্পূর্ণ নিজস্ব প্রকল্প কর্মশ্রী আনতে চলেছে রাজ্য সরকার ৷ এ ছাড়াও মৎস্যজীবীদের জন্য আসছে সমুদ্রসাথী প্রকল্প ৷ রাজ্য বাজেট পেশের সময় এ কথা জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷

ETV BAHRAT
ETV BAHRAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 5:46 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: 100 দিনের কাজের কায়দায় এ বার রাজ্যে 50 দিনের কাজের প্রকল্প ৷ কর্মসংস্থান সুনিশ্চিত করতে এই নতুন প্রকল্প আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তার নাম রাখা হয়েছে কর্মশ্রী । বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় এ কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি জানান, এটা সম্পূর্ণ রাজ্যের প্রকল্প । এই প্রকল্পের আওতায় জবকার্ড হোল্ডারদের 50 দিনের কাজ সুনিশ্চিত করবে রাজ্য সরকার । সেই প্রকল্প শুরু হবে 2024 সালের মে মাস থেকে । এছাড়াও মৎস্যজীবীদের জন্য আনা হচ্ছে সমুদ্রসাথী প্রকল্প ৷

এ দিন বাজেট বক্তৃতার সময় কর্মসংস্থান বৃদ্ধিতে বেশ কয়েকটি প্রস্তাব রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি টেনে আনেন 100 দিনের কাজে কেন্দ্রের বকেয়া টাকার প্রসঙ্গ ৷

চন্দ্রিমা বলেন, "এমজিনারেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে, আমাদের জব-কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে । তাঁদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রী 21 লাখ জবকার্ড হোল্ডারদের এ বছর 21 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন । এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে 3,700 কোটি টাকা খরচ করা হবে ।"

এ প্রসঙ্গে এ দিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে এমজিনারেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে । গত দুবছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দফতরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে । এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার নিজস্ব সঙ্গতিতে 'কর্মশ্রী' নামে একটি সুসংহত প্রকল্প চালু করছে । এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জবকার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে ।"

কর্মশ্রীর পাশাপাশি এ দিন মৎস্যজীবীদের জন্য আরও একটি প্রকল্পের প্রস্তাব করেন অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "উপকূলবর্তী জেলাগুলির, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাঁদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান । যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে । এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য 'সমুদ্রসাথী' নামে একটি নতুন প্রকল্প চালু করা হল । এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতিবছর এই দুই মাস, মাসিক 5,000 টাকা করে পাবেন । এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন । এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি ।"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
  2. বাজেটের আগেই প্রকাশ্যে 'মিনি বাজেট', কয়েকশো কোটির প্রকল্পের ঘোষণা মমতার
  3. কেন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু বাজেট অধিবেশন, ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান

কলকাতা, 8 ফেব্রুয়ারি: 100 দিনের কাজের কায়দায় এ বার রাজ্যে 50 দিনের কাজের প্রকল্প ৷ কর্মসংস্থান সুনিশ্চিত করতে এই নতুন প্রকল্প আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তার নাম রাখা হয়েছে কর্মশ্রী । বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় এ কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি জানান, এটা সম্পূর্ণ রাজ্যের প্রকল্প । এই প্রকল্পের আওতায় জবকার্ড হোল্ডারদের 50 দিনের কাজ সুনিশ্চিত করবে রাজ্য সরকার । সেই প্রকল্প শুরু হবে 2024 সালের মে মাস থেকে । এছাড়াও মৎস্যজীবীদের জন্য আনা হচ্ছে সমুদ্রসাথী প্রকল্প ৷

এ দিন বাজেট বক্তৃতার সময় কর্মসংস্থান বৃদ্ধিতে বেশ কয়েকটি প্রস্তাব রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি টেনে আনেন 100 দিনের কাজে কেন্দ্রের বকেয়া টাকার প্রসঙ্গ ৷

চন্দ্রিমা বলেন, "এমজিনারেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ বন্ধ করে দিয়ে, আমাদের জব-কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য বৈধ মজুরি অস্বীকার করেছে । তাঁদের কঠোর পরিশ্রমের ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রী 21 লাখ জবকার্ড হোল্ডারদের এ বছর 21 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরি প্রদানের কথা ঘোষণা করেছেন । এই অর্থবর্ষে এই খাতে বাজেট বরাদ্দ থেকে 3,700 কোটি টাকা খরচ করা হবে ।"

এ প্রসঙ্গে এ দিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে এমজিনারেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে । গত দুবছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দফতরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে 8,297 কোটি টাকা ব্যয়ে 39 কোটি কর্মদিবসের ব্যবস্থা করেছে । এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার নিজস্ব সঙ্গতিতে 'কর্মশ্রী' নামে একটি সুসংহত প্রকল্প চালু করছে । এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জবকার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে ।"

কর্মশ্রীর পাশাপাশি এ দিন মৎস্যজীবীদের জন্য আরও একটি প্রকল্পের প্রস্তাব করেন অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "উপকূলবর্তী জেলাগুলির, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাঁদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান । যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে । এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য 'সমুদ্রসাথী' নামে একটি নতুন প্রকল্প চালু করা হল । এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতিবছর এই দুই মাস, মাসিক 5,000 টাকা করে পাবেন । এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন । এই খাতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি ।"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার-ডিএ, তীব্র বিক্ষোভে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
  2. বাজেটের আগেই প্রকাশ্যে 'মিনি বাজেট', কয়েকশো কোটির প্রকল্পের ঘোষণা মমতার
  3. কেন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু বাজেট অধিবেশন, ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.