ETV Bharat / state

বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ-মিছিলে নিরুত্তর পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি - BJP Protest Rally Against CESC

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 3:12 PM IST

BJP Appeals for Rally Against CESC in front of Victoria House: সম্প্রতি বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে বেসরকারি বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা সিইএসসি ৷ এর ফলে সমস্যায় পড়েছে কলকাতাবাসী ৷ এর প্রতিবাদে মিছিল করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানাল বিজেপি ৷

BJP on CESC electricity tariff hike
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি (নিজস্ব ছবি)

কলকাতা, 18 জুলাই: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি ৷ আগামী 22 জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চাইলেও তারা এখনও কিছু জানায়নি বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই মামলার অনুমতি দিয়েছেন ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা ৷

উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ আদালতে জানিয়েছেন, সিইএসসি অত্যন্ত চড়া হারে বিদ্যুতের মাশুল নিচ্ছে ৷ অবিলম্বে বিদ্যুতের দাম কমাতে হবে ৷ তার জন্য তারা প্রতিবাদ মিছিল ও ধরনা কর্মসূচি পালন করতে চায় সিইএসসি-র দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে ৷ এদিকে পুলিশ তাতে অনুমতি দিচ্ছে না ৷ কারণ, এর একিদন আগে অর্থাৎ 21 জুলাই ধর্মতলার ওই জায়গাতেই রাজ্যের শাসকদলের সভা রয়েছে ৷

উল্লেখ্য, এর আগে গত বছর নভেম্বর মাসে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির জনসভাতেও আপত্তি করেছিল পুলিশ ৷ কিন্তু সেবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে ভারতীয় জনতা পার্টিকে ওই স্থানে সভা করায় অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সেই জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

প্রসঙ্গত সিইএসসি কিছুদিন আগে তাদের বিদ্যুতের মাশুল সামন্য বৃদ্ধি করেছে ৷ যা একেবারেই নিয়ম মেনে করা হয়েছে বলে দাবি করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদ সংস্থা ৷ এর ফলে সমস্যায় পড়েছে কলকাতাবাসীরা ৷ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছেন ৷ সিইএসসি মাশুল বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন ৷ এদিকে রাজ্যের বিরোধী দল এর বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে ৷

কলকাতা, 18 জুলাই: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি ৷ আগামী 22 জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চাইলেও তারা এখনও কিছু জানায়নি বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই মামলার অনুমতি দিয়েছেন ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা ৷

উত্তর কলকাতার বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ আদালতে জানিয়েছেন, সিইএসসি অত্যন্ত চড়া হারে বিদ্যুতের মাশুল নিচ্ছে ৷ অবিলম্বে বিদ্যুতের দাম কমাতে হবে ৷ তার জন্য তারা প্রতিবাদ মিছিল ও ধরনা কর্মসূচি পালন করতে চায় সিইএসসি-র দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে ৷ এদিকে পুলিশ তাতে অনুমতি দিচ্ছে না ৷ কারণ, এর একিদন আগে অর্থাৎ 21 জুলাই ধর্মতলার ওই জায়গাতেই রাজ্যের শাসকদলের সভা রয়েছে ৷

উল্লেখ্য, এর আগে গত বছর নভেম্বর মাসে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির জনসভাতেও আপত্তি করেছিল পুলিশ ৷ কিন্তু সেবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে ভারতীয় জনতা পার্টিকে ওই স্থানে সভা করায় অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সেই জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

প্রসঙ্গত সিইএসসি কিছুদিন আগে তাদের বিদ্যুতের মাশুল সামন্য বৃদ্ধি করেছে ৷ যা একেবারেই নিয়ম মেনে করা হয়েছে বলে দাবি করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদ সংস্থা ৷ এর ফলে সমস্যায় পড়েছে কলকাতাবাসীরা ৷ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছেন ৷ সিইএসসি মাশুল বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন ৷ এদিকে রাজ্যের বিরোধী দল এর বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.