ভূপতিনগর, 4 মার্চ: সোমবার তমলুকে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এই জেলা সফরের আগেই বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরে ৷ লোকসভা নির্বাচনের মুখে জেলার ভূপতিনগর থানার ইটাবেড়িয়া এলাকার মানিকজোড় গ্রামে ফাঁকা মাঠে থাকা একটি স্যালো ঘরের ভিতর থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ সেগুলি উদ্ধার করে । বোমাগুলি হাত বোমা হলেও অত্যাধুনিক এবং খুব বিপজ্জনক বলে পুলিশ জানিয়েছে । শুধু বোমা নয়, এর পাশাপাশি প্রচুর পরিমাণে কাঠ-কয়লা, পেরেক, সুতলি ও স্টোনচিপ-সহ বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, গোপন ডেরায় তিন ভাই মিলে বোমা তৈরির কারবার চালাচ্ছিল । ফাঁকা ধান জমির মাঠে একটি স্যালোর ঘরের পাশাপাশি কারবার চলছিল নিজেদের বাড়ির গোপন চিলেকোঠাতেও । গতকাল গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ডেরায় হানা দেয় ৷ তবে তিন ভাই পালিয়ে গা ঢাকা দিয়েছে । তাজা বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধারের পাশাপাশি পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । দুষ্কৃতীরা ভোটের মুখে রাজনৈতিক দলগুলিকে বোমা সরবরাহ করার জন্য সেগুলি তৈরি করছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান ।
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী । তার আগে বিপুল সংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ উদ্ধার হওয়া সরঞ্জাম থেকে বেশ কয়েকশো বোমা তৈরি হতে পারে বলে পুলিশের আশঙ্কা।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসার আগেই 2022 সালে 2 ডিসেম্বর রাতে এই ভূপতিনগর থানার নাড়ুয়াবিলায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিন তৃণমূল কর্মীর । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক আগে সেই ভূপতিনগর থেকে বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার উদ্বেগ বাড়িয়েছে ।
আরও পড়ুন: