ETV Bharat / state

শান্তিপূর্ণভাবে ভোট দিন, জলপথে সচেতনতার বার্তা বাউল শিল্পীর; রইল বিশেষ প্রতিবেদন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: সুন্দরবনের গোসাবায় বিদ্যাধরী নদীতে নৌকায় করে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা দিলেন বাউল শিল্পী স্বপন দত্ত ৷ গানে গানে তাঁর বার্তা মন কাড়ল মানুষের ৷ অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নিত্যযাত্রীরা ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 8:38 PM IST

নৌকায় করে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা

সুন্দরবন, 7 এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটারদের সতর্ক করতে জলপথকে হাতিয়ার করলেন বাউল শিল্পী স্বপন দত্ত ৷ তাঁর বক্তব্য, প্রতিটি ভোটও অমূল্য ৷ নিজের ভোট নিজে দিন ৷ ভোট নষ্ট করবেন না ৷ নৌকায় করে এমনই সতর্কবার্তা দিচ্ছেন এই শিল্পী ৷ পূর্ব বর্ধমানে বাড়ি তাঁর ৷ বাউল শিল্পী সেখান থেকে পৌঁছে গিয়েছেন সূদূর সুন্দরবনে ৷ গোসাবা নদীর উপর গান গেয়ে চলছেন। নিত্যযাত্রীদের ভোটের গুরুত্ব বোঝানোর কাজ করছেন ৷ নিজের উদ্যোগেই জয়নগর লোকসভা কেন্দ্রে এই কাজ করছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পী ৷

আগামী 1 জুন সপ্তম দফায় জয়নগর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে । আর যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেই দিতে পারে তারই সচেতন বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালি এবং শম্ভুনগর জেটিঘাট-সহ বিভিন্ন নদী পথে বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন বাউল শিল্পী স্বপন দত্ত । জয়নগর লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত । আর এই সাতটি বিধানসভার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গোসাবা ৷ এই বিধানসভার 19টি অঞ্চল নদী পথের উপর নির্ভরশীল ৷ সাধারণ মানুষের যাতায়াতে নৌকায় তাদের একমাত্র ভরসা । তাই এ দিন বাউল শিল্পী তাঁর গানের ডালি নিয়ে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা তুলে ধরেন পথ চলতি এবং নদী পথে নিত্যযাত্রীদের কাছে ।

তাঁর এই উদ্যোগ নিয়ে বাউল শিল্পী স্বপন দত্ত বলেন, "আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি ৷ জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা বিধানসভার চুনাখালি, শম্ভুনগর, বাসন্তী, মাতলা-সহ বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা দিচ্ছি ৷ লোকসভা ভোটের সচেতনতার বার্তা দিতে জেলায় জেলায় পথে ঘুরছি । ভোটারদের থেকে ভালো সাড়াও পাচ্ছি । সপ্তম দফায় 1 জুন জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ । তাই ভোটররা যাতে সকাল সকাল গিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোট নিজেই দেয় সেই বার্তা দিচ্ছি ৷"

বাউল শিল্পীর এই গানে গানে সতর্কবার্তা উপভোগ করছেন নিত্যযাত্রীরাও । প্রভাত মণ্ডলের কথায়, "মহৎ প্রচেষ্টা করছেন বাউল শিল্পী ৷ আমাদের মনের মধ্যে ভোট নিয়ে দ্বিধা দ্বন্দ্ব রয়ে গিয়েছে ৷ সেইসব থেকে পরিত্রাণ পাওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ৷ আগামিদিনে তাঁর এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ থাকবে স্বপন বাবুর কাছে ৷" নৌকার মাঝি রূপমান মোল্লা বলেন, "শান্তিপূর্ণ ভোট চাই আমরা ৷ মানুষকে সচেতন করার বাউল শিল্পীর এই উদ্যোগ খুবই অভিনব । আমরা বাউল গান শুনেও যেমন মুগ্ধ হচ্ছি তেমনই আসন্ন লোকসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে তাকিয়ে রয়েছি ।"

চারিদিকে ভোটকে ঘিরে ছাপ্পা থেকে আশান্তির অভিযোগ ওঠে ৷ এর ফলে ভোট দেওয়া থেকে বিরত থাকেন অনেক গ্রামবাসীরা ৷ তাদের মধ্যে ভোট দানের প্রতি আগ্রহ জাগানোর শিল্পীর এই অভিনব উদ্যোগ আগামিদিনে কতটা কাজে আসে তাই দেখার অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. ভূপতিনগরের ঘটনায় বদলাল ছবি, রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী
  2. গাড়ি-শাড়িতে গোলাপি রঙে চমক ভোট প্রচারে, নারীশক্তিই হাতিয়ার বিজেপি'র শ্রীরূপার
  3. 'ছাড় আমায় ছাড়', মোদির সঙ্গে রামের কার্টুন ঘিরে সরগরম শিলিগুড়ি

নৌকায় করে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা

সুন্দরবন, 7 এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটারদের সতর্ক করতে জলপথকে হাতিয়ার করলেন বাউল শিল্পী স্বপন দত্ত ৷ তাঁর বক্তব্য, প্রতিটি ভোটও অমূল্য ৷ নিজের ভোট নিজে দিন ৷ ভোট নষ্ট করবেন না ৷ নৌকায় করে এমনই সতর্কবার্তা দিচ্ছেন এই শিল্পী ৷ পূর্ব বর্ধমানে বাড়ি তাঁর ৷ বাউল শিল্পী সেখান থেকে পৌঁছে গিয়েছেন সূদূর সুন্দরবনে ৷ গোসাবা নদীর উপর গান গেয়ে চলছেন। নিত্যযাত্রীদের ভোটের গুরুত্ব বোঝানোর কাজ করছেন ৷ নিজের উদ্যোগেই জয়নগর লোকসভা কেন্দ্রে এই কাজ করছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পী ৷

আগামী 1 জুন সপ্তম দফায় জয়নগর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে । আর যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেই দিতে পারে তারই সচেতন বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের চুনাখালি এবং শম্ভুনগর জেটিঘাট-সহ বিভিন্ন নদী পথে বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন বাউল শিল্পী স্বপন দত্ত । জয়নগর লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে গঠিত । আর এই সাতটি বিধানসভার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গোসাবা ৷ এই বিধানসভার 19টি অঞ্চল নদী পথের উপর নির্ভরশীল ৷ সাধারণ মানুষের যাতায়াতে নৌকায় তাদের একমাত্র ভরসা । তাই এ দিন বাউল শিল্পী তাঁর গানের ডালি নিয়ে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা তুলে ধরেন পথ চলতি এবং নদী পথে নিত্যযাত্রীদের কাছে ।

তাঁর এই উদ্যোগ নিয়ে বাউল শিল্পী স্বপন দত্ত বলেন, "আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি ৷ জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা বিধানসভার চুনাখালি, শম্ভুনগর, বাসন্তী, মাতলা-সহ বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা দিচ্ছি ৷ লোকসভা ভোটের সচেতনতার বার্তা দিতে জেলায় জেলায় পথে ঘুরছি । ভোটারদের থেকে ভালো সাড়াও পাচ্ছি । সপ্তম দফায় 1 জুন জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ । তাই ভোটররা যাতে সকাল সকাল গিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোট নিজেই দেয় সেই বার্তা দিচ্ছি ৷"

বাউল শিল্পীর এই গানে গানে সতর্কবার্তা উপভোগ করছেন নিত্যযাত্রীরাও । প্রভাত মণ্ডলের কথায়, "মহৎ প্রচেষ্টা করছেন বাউল শিল্পী ৷ আমাদের মনের মধ্যে ভোট নিয়ে দ্বিধা দ্বন্দ্ব রয়ে গিয়েছে ৷ সেইসব থেকে পরিত্রাণ পাওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি ৷ আগামিদিনে তাঁর এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ থাকবে স্বপন বাবুর কাছে ৷" নৌকার মাঝি রূপমান মোল্লা বলেন, "শান্তিপূর্ণ ভোট চাই আমরা ৷ মানুষকে সচেতন করার বাউল শিল্পীর এই উদ্যোগ খুবই অভিনব । আমরা বাউল গান শুনেও যেমন মুগ্ধ হচ্ছি তেমনই আসন্ন লোকসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেদিকে তাকিয়ে রয়েছি ।"

চারিদিকে ভোটকে ঘিরে ছাপ্পা থেকে আশান্তির অভিযোগ ওঠে ৷ এর ফলে ভোট দেওয়া থেকে বিরত থাকেন অনেক গ্রামবাসীরা ৷ তাদের মধ্যে ভোট দানের প্রতি আগ্রহ জাগানোর শিল্পীর এই অভিনব উদ্যোগ আগামিদিনে কতটা কাজে আসে তাই দেখার অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. ভূপতিনগরের ঘটনায় বদলাল ছবি, রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী
  2. গাড়ি-শাড়িতে গোলাপি রঙে চমক ভোট প্রচারে, নারীশক্তিই হাতিয়ার বিজেপি'র শ্রীরূপার
  3. 'ছাড় আমায় ছাড়', মোদির সঙ্গে রামের কার্টুন ঘিরে সরগরম শিলিগুড়ি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.