ETV Bharat / state

প্রয়োজনে সিবিআই তদন্ত চাইব, বলছেন বর্ধমানে খুন হওয়া তরুণীর বাবা - Bardhaman Murder Case - BARDHAMAN MURDER CASE

Bardhaman Murder Case: বুধবার রাতে 'মেয়েদের রাত দখলের' দিন বর্ধমানে উদ্ধার হয় এক তরুণীর গলা কাটা দেহ ৷ ঘটনার দু‘দিন পরেও অভিযুক্ত গ্রেফতার হয়নি ৷

Bardhaman Murder Case
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 10:35 AM IST

Updated : Aug 17, 2024, 3:07 PM IST

বর্ধমান, 17 অগস্ট: পুলিশি তদন্তে ভরসা রাখতে পারছেন না বর্ধমানের নান্দুরে খুন হওয়া তরুণীর বাবা । খুনের ঘটনার প্রায় 48 ঘণ্টা কেটে গেলেও অধরা অভিযুক্তরা ৷ প্রয়োজনে সিবিআই তদন্ত চাইতে পারেন বলে জানাচ্ছে মৃতের পরিবার । শুক্রবার জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "এদিন মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গিয়েছে । কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। স্পেশাল টিম তৈরি করেছি ৷ তারা তদন্ত করছে। অভিযুক্ত তাড়াতাড়ি গ্রেফতার হবে।" অন্যদিকে ওই তরুণীর পরিবারের সঙ্গে এদিন দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু ৷

তরুণীর বাবা বলেন, "তাঁর মেয়ে বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করত । বাড়ি ফেরার দু’দিনের মাথায় কেউ বা কারা তাঁর মেয়েকে নৃশংসভাবে খুন করেছে । পুলিশ কাউকে ধরতে পারেনি । পুলিশ যাকে সন্দেহ করছে, সেই ব্যক্তি মেয়ের সঙ্গে বেঙ্গালুরুতেই কাজ করতেন। কিন্তু তাঁর মেয়ে যে শপিং মলে কাজ করত, সেখানে তিনি কাজ করতেন না। ফলে তাঁকে সন্দেহ করার মতো কিছু নেই । কারণ সেই ব্যক্তি কিছু করতে হলে সেখানেই করতে পারত। বর্ধমানে তাঁকে আসতে হবে কেন । যে বা যারা আমার মেয়েকে খুন করেছে, তাদের গ্রেফতার করে কঠোর সাজা দিক পুলিশ।"

পূর্ব জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেতা দেবু টুডু বলেন, " একটা আদিবাসী মেয়েকে খুন হতে হল। যে বা যারা এই ঘটনায় যুক্ত, তাকে ছাড়া হবে না। সে যত বড় নেতাই হোক কেন, ছাড় পাবে না। পুলিশের উপরে আস্থা আছে। তারা ব্যবস্থা নেবে। যারাই ঘটনা ঘটিয়েছে, তাদের কড়া সাজা হওয়া উচিত। পুলিশের সঙ্গে কথা বলেছি, তদন্ত করছে। খুনি তাড়াতাড়ি ধরা পড়বে বলে আশা করছি।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ বলেন, "বর্ধমানের নান্দুরে এক তরুণীকে নৃশংসভাবে গলা কেটে খুনের ঘটনা ঘটে । মেয়েটি বাড়িতেই ছিল ৷ সে বাথরুম যাওয়ার যাওয়ার নাম করে বের হয়। কিন্তু কিছুক্ষণ পরে তাঁর দেহ উদ্ধার হয় ৷ আমরা অভিযুক্তকে চিহ্নিত করেছি । সে ধরা পড়েনি। এখনও পর্যন্ত তদন্তে জানতে পেরেছি অভিযুক্ত মেয়েটির পূর্ব পরিচিত। এদিকে সোশাল মিডিয়ায় কেউ কেউ পোস্ট করছিল, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে । কিন্তু আজ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়। সেখানে দেখা যায় ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি ।"

বর্ধমান, 17 অগস্ট: পুলিশি তদন্তে ভরসা রাখতে পারছেন না বর্ধমানের নান্দুরে খুন হওয়া তরুণীর বাবা । খুনের ঘটনার প্রায় 48 ঘণ্টা কেটে গেলেও অধরা অভিযুক্তরা ৷ প্রয়োজনে সিবিআই তদন্ত চাইতে পারেন বলে জানাচ্ছে মৃতের পরিবার । শুক্রবার জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, "এদিন মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গিয়েছে । কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। স্পেশাল টিম তৈরি করেছি ৷ তারা তদন্ত করছে। অভিযুক্ত তাড়াতাড়ি গ্রেফতার হবে।" অন্যদিকে ওই তরুণীর পরিবারের সঙ্গে এদিন দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু ৷

তরুণীর বাবা বলেন, "তাঁর মেয়ে বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করত । বাড়ি ফেরার দু’দিনের মাথায় কেউ বা কারা তাঁর মেয়েকে নৃশংসভাবে খুন করেছে । পুলিশ কাউকে ধরতে পারেনি । পুলিশ যাকে সন্দেহ করছে, সেই ব্যক্তি মেয়ের সঙ্গে বেঙ্গালুরুতেই কাজ করতেন। কিন্তু তাঁর মেয়ে যে শপিং মলে কাজ করত, সেখানে তিনি কাজ করতেন না। ফলে তাঁকে সন্দেহ করার মতো কিছু নেই । কারণ সেই ব্যক্তি কিছু করতে হলে সেখানেই করতে পারত। বর্ধমানে তাঁকে আসতে হবে কেন । যে বা যারা আমার মেয়েকে খুন করেছে, তাদের গ্রেফতার করে কঠোর সাজা দিক পুলিশ।"

পূর্ব জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেতা দেবু টুডু বলেন, " একটা আদিবাসী মেয়েকে খুন হতে হল। যে বা যারা এই ঘটনায় যুক্ত, তাকে ছাড়া হবে না। সে যত বড় নেতাই হোক কেন, ছাড় পাবে না। পুলিশের উপরে আস্থা আছে। তারা ব্যবস্থা নেবে। যারাই ঘটনা ঘটিয়েছে, তাদের কড়া সাজা হওয়া উচিত। পুলিশের সঙ্গে কথা বলেছি, তদন্ত করছে। খুনি তাড়াতাড়ি ধরা পড়বে বলে আশা করছি।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ বলেন, "বর্ধমানের নান্দুরে এক তরুণীকে নৃশংসভাবে গলা কেটে খুনের ঘটনা ঘটে । মেয়েটি বাড়িতেই ছিল ৷ সে বাথরুম যাওয়ার যাওয়ার নাম করে বের হয়। কিন্তু কিছুক্ষণ পরে তাঁর দেহ উদ্ধার হয় ৷ আমরা অভিযুক্তকে চিহ্নিত করেছি । সে ধরা পড়েনি। এখনও পর্যন্ত তদন্তে জানতে পেরেছি অভিযুক্ত মেয়েটির পূর্ব পরিচিত। এদিকে সোশাল মিডিয়ায় কেউ কেউ পোস্ট করছিল, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে । কিন্তু আজ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়। সেখানে দেখা যায় ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি ।"

Last Updated : Aug 17, 2024, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.