ETV Bharat / state

ভোটের মুখে মহিলার সঙ্গে স্বপনের অশ্লীল চ‍্যাট ভাইরাল! থানায় গেলেন বারাসতের পদ্মপ্রার্থী - Swapan Majumder Viral Chat

author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 10:20 PM IST

Swapan Majumder: ফের বিতর্কে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর মোবাইল থেকে করা অশ্লীল চ্যাট ৷ এদিকে 1 জুন বারাসতে ভোট ৷ যদিও বিষয়টি তৃণমূলের সাজানো বলে থানা অভিযোগ দায়ের করেছেন বারাসতের পদ্মপ্রার্থী ৷

Swapan Majumder Barasat
ফের বিতর্কে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার

বারাসত, 30 মে: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বারাসতের পদ্মপ্রার্থী স্বপন মজুমদারের । শেষ দফার ভোট 1 জুনের আগে ভাইরাল হল তাঁর মোবাইল থেকে করা মহিলাঘটিত অশ্লীল চ‍্যাট ! অভিযোগ, স্বপন ওই মহিলার সঙ্গে অশ্লীল চ‍্যাট করেছেন ৷ সেই কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় । তাও আবার শেষ দফার ভোটের ঠিক মুখে । যা ঘিরে অস্বস্তির মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে । এই অশ্লীল চ‍্যাটের সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, "নির্ভীক উত্তর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই চ‍্যাট ছড়িয়ে তৃণমূল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । এর কোনও সত‍্যতা নেই । হার নিশ্চিত জেনেই কাকলি ঘোষ দস্তিদার ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে । এর উত্তর উনি পেয়ে যাবেন ভোটের ফলাফলে ।"

যদিও এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে পালটা স্বপনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল । এই অশ্লীল চ‍্যাটের ফেসবুক লিংক নিয়ে ইতিমধ্যে বারাসত থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী স্বপন । এফআইআর করেছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নামে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই নিয়ে বিতর্ক শুরু হতেই বুধবার রাতে দলের কয়েকজন কর্মীকে নিয়ে সটান বারাসত থানায় এসে হাজির হন পদ্মপ্রার্থী স্বপন মজুমদার । লিখিত অভিযোগ দায়ের করেন থানায় । 24 ঘণ্টার মধ্যে এই ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা না নিলে বারাসত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি প্রার্থী ।

এই বিষয়ে স্বপনের বক্তব্য, "চোরের দল তৃণমূলের কাছে যে মহিলা এই চ‍্যাটের স্ক্রিনশট পৌঁছে দিয়েছে । শাসকদলের পুলিশের দ্বারস্থ হওয়ার উচিত ছিল ৷ কিন্তু তা না করে সোশাল মিডিয়ায় এই চ‍্যাট ছেড়ে আমাকে অপদস্থ করতে চাইছে শাসকদল । মানুষ বোকা নয় । সব জানে । এসব করে আমার জয় আটকানো যাবে না । তৃণমূল যদি এর সত‍্যতা প্রকাশ করতে পারে, তাহলে আমি জেতার পর সাংসদ পদ থেকে ইস্তফা দিতে দেরি করব না । কিন্তু, শাসকদল যদি সেটা না করতে পারে ওঁদের বিরুদ্ধে মানহানির মামলা করব । তার জন্য যেন প্রস্তুত থাকে ওরা ।"

যদিও স্বপনের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির । এই বিষয়ে বারাসত শহর তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক বলেন, "উনি নিজে হেরে বসে আছেন বলেই কাকলি ঘোষ দস্তিদারের নাম জড়িয়ে মিথ্যা অপবাদ দিচ্ছেন । আমি শুধু বারাসত কেন্দ্রের কাছে অনুরোধ করব, এই ধরনের একজন বিতর্কিত প্রার্থীকে ভোট দেওয়ার আগে দু'বার যেন চিন্তাভাবনা করেন । উনি যদি জিতেও যান তাহলে সমাজের কী হবে সেটাই ভাবছি । ওকে সাধারণ মানুষের প্রত্যাখ্যান করা উচিত ।"

বারাসত, 30 মে: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বারাসতের পদ্মপ্রার্থী স্বপন মজুমদারের । শেষ দফার ভোট 1 জুনের আগে ভাইরাল হল তাঁর মোবাইল থেকে করা মহিলাঘটিত অশ্লীল চ‍্যাট ! অভিযোগ, স্বপন ওই মহিলার সঙ্গে অশ্লীল চ‍্যাট করেছেন ৷ সেই কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় । তাও আবার শেষ দফার ভোটের ঠিক মুখে । যা ঘিরে অস্বস্তির মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীকে । এই অশ্লীল চ‍্যাটের সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, "নির্ভীক উত্তর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই চ‍্যাট ছড়িয়ে তৃণমূল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । এর কোনও সত‍্যতা নেই । হার নিশ্চিত জেনেই কাকলি ঘোষ দস্তিদার ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে । এর উত্তর উনি পেয়ে যাবেন ভোটের ফলাফলে ।"

যদিও এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে পালটা স্বপনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল । এই অশ্লীল চ‍্যাটের ফেসবুক লিংক নিয়ে ইতিমধ্যে বারাসত থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী স্বপন । এফআইআর করেছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নামে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই নিয়ে বিতর্ক শুরু হতেই বুধবার রাতে দলের কয়েকজন কর্মীকে নিয়ে সটান বারাসত থানায় এসে হাজির হন পদ্মপ্রার্থী স্বপন মজুমদার । লিখিত অভিযোগ দায়ের করেন থানায় । 24 ঘণ্টার মধ্যে এই ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা না নিলে বারাসত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি প্রার্থী ।

এই বিষয়ে স্বপনের বক্তব্য, "চোরের দল তৃণমূলের কাছে যে মহিলা এই চ‍্যাটের স্ক্রিনশট পৌঁছে দিয়েছে । শাসকদলের পুলিশের দ্বারস্থ হওয়ার উচিত ছিল ৷ কিন্তু তা না করে সোশাল মিডিয়ায় এই চ‍্যাট ছেড়ে আমাকে অপদস্থ করতে চাইছে শাসকদল । মানুষ বোকা নয় । সব জানে । এসব করে আমার জয় আটকানো যাবে না । তৃণমূল যদি এর সত‍্যতা প্রকাশ করতে পারে, তাহলে আমি জেতার পর সাংসদ পদ থেকে ইস্তফা দিতে দেরি করব না । কিন্তু, শাসকদল যদি সেটা না করতে পারে ওঁদের বিরুদ্ধে মানহানির মামলা করব । তার জন্য যেন প্রস্তুত থাকে ওরা ।"

যদিও স্বপনের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির । এই বিষয়ে বারাসত শহর তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক বলেন, "উনি নিজে হেরে বসে আছেন বলেই কাকলি ঘোষ দস্তিদারের নাম জড়িয়ে মিথ্যা অপবাদ দিচ্ছেন । আমি শুধু বারাসত কেন্দ্রের কাছে অনুরোধ করব, এই ধরনের একজন বিতর্কিত প্রার্থীকে ভোট দেওয়ার আগে দু'বার যেন চিন্তাভাবনা করেন । উনি যদি জিতেও যান তাহলে সমাজের কী হবে সেটাই ভাবছি । ওকে সাধারণ মানুষের প্রত্যাখ্যান করা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.