শালতোড়, 25 মে: ভোট চলাকালীন বুথে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার ৷ গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে তীব্র বিক্ষোভ দেখালে, পালটা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী ৷
শনিবার ষষ্ঠ দফার ভোট চলাকালীন বিজেপি প্রার্থী সুভাষ সরকার গিয়েছিলেন বাঁকুড়ার শালতোর বিধানসভার ঝংকা বুথে ৷ সেখানে তিনি যাওয়ার পরই পানীয় জলের দাবিতে তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় ভোটাররা ৷ বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভকারী গ্রামবাসীরা বলতে থাকেন, "পাঁচ বছরে এলাকার জন্য কী করেছেন ? বেরিয়ে যান এখান থেকে ৷" প্রার্থীকে মারতেও উদ্যত হন বিক্ষোভকারীরা । কেন্দ্রীয় বাহিনী কোনও রকমে সুভাষ সরকারকে সেখান থেকে বের করে এনে তাঁর গাড়িতে তুলে দেয় ৷
আরও পড়ুন:
তবে পানীয় জল না-পাওয়ার জন্য রাজ্য সরকারের উপরই দায় ঠেলেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার ৷ তিনি সাংবাদিকদের বলেন, "কেন্দ্র জলের পুরো অর্থ বরাদ্দ করেছে ৷ ওরা প্ররোচিতভাবে যে দায়টা রাজ্য সরকারের সেটা কেন্দ্রের উপর চাপাচ্ছে ৷ রাজ্য সরকার এক খাতের পয়সা অন্য খাতে ফেলে ৷ তার ফলে বিভিন্ন গ্রামে জল দিতে অসুবিধে হচ্ছে ৷ কোনও গ্রামে জল পৌঁছেছে, কোনও গ্রামে শুধু পাইপলাইন পাতা হয়েছে, জল যায়নি, আবার কোনও গ্রামে পাইপলাইনও পাতা হয়নি ৷ তাতে কী লাভ ওদের ? ওদের ক্ষতিই হল ৷ ওদের আরও ভোট কমে যাবে ৷"
এ দিকে, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অর্ধগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রের চত্বর থেকে রাজ্য পুলিশকর্মীকে ধমক দিয়ে বের করে দেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার ।
আরও পড়ুন: