ETV Bharat / state

হচ্ছে না বিক্রিবাটা, বসন্তপঞ্চমীর মুখে মন ভালো নেই মৃৎশিল্পীদের - potters unhappy

Saraswati Puja 2024: দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আশানুরূপ বিক্রিবাটা হচ্ছে না ৷ ফলে বসন্তপঞ্চমীর মুখে মন খারাপ বাঁকুড়ার ইন্দাসের মৃৎশিল্পীদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 9:36 PM IST

বাগদেবীর আরাধনার আগে মন খারাপ মৃৎশিল্পীদের

বাঁকুড়া, 12 ফেব্রুয়ারি: হাতে আর মাত্র দুটো দিন ৷ তারপর বাগদেবীর আরাধনায় মেতে উঠবে রাজ্য। আকাশে বাতাসে আনন্দের ঘনঘটা ৷ কিন্তু এত আনন্দের মধ্যেও মন ভালো নেই বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার মৃৎশিল্পীদের। তাঁদের দাবি, অন্য বছরে তুলনায় এ বছর প্রতিমার চাহিদা অনেকটাই কমেছে ৷ যার ফলে প্রতিমা তৈরি করলেও সেই ভাবে বায়না আসছে না ৷ আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

সারা বছর মৃৎশিল্পীরা পুজোর দিনগুলোর দিকেই তাকিয়ে থাকেন ৷ কারণ এই সময়টাতেই দুটো বাড়তি পয়সা ঘরে ঢোকে । কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে হারে বেড়েছে তাতে প্রতিমা তৈরিতেও বেড়েছে খরচের পরিমাণ । আবার একই কারণে কমেছে প্রতিমা কেনার চাহিদা ৷

এই শিল্পে রোজগার সে রকম আসছে না বলে ভবিষ্যৎ প্রজন্ম এই কাজে আর আসতে চাইছেন না । তাদের বাপঠাকুরদার দেখানো পথে এগোতে সাহস পাচ্ছেন না তাঁরা ৷ ফলে বসন্ত পঞ্চমীর মুখে কালো মেঘের ছায়া বাঁকুড়ার মৃৎশিল্পী মহলে ।

গণেশ মাঝি, সুনীত মাঝি নামে মৃৎশিল্পীরা জানান, আগের তুলনায় বর্তমানে প্রতিমার চাহিদা অনেকটাই কমেছে । তবে যে টাকা খরচ করে প্রতিমা তৈরি করা হয়েছে, তা বিক্রি না হলে প্রতিমা ঘরেই থেকে যাবে আর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের ।

প্রজন্মের পর প্রজন্ম মূর্তি প্রস্তুতকারকরা আক্ষেপের সুরে জানাচ্ছেন, তাঁদের পূর্বসূরিদের দেখানো পথ যেন আজ অন্ধকারাচ্ছন্ন । ভবিষ্যৎ প্রজন্ম এই কাজ থেকে মুখ ফেরাচ্ছে ৷ ফলে মুখ থুবড়ে পড়ছে এই শিল্প । তবে এই শিল্প আঁধার কাটিয়ে একদিন আলোর পথে অগ্রসর হবে, এই আশাতে এখনও বুক বাঁধছেন প্রতিমার কারিগররা ।

আরও পড়ুন:

  1. শীতের বিদায়ে ফের বৃষ্টির ইঙ্গিত, সরস্বতী পুজো কি তবে 'জলে' যাবে ?
  2. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  3. সাদা রঙেও আছে নানা রূপ, সরস্বতী দেবীর মূর্তিতে নয়া চমক শিল্পীর

বাগদেবীর আরাধনার আগে মন খারাপ মৃৎশিল্পীদের

বাঁকুড়া, 12 ফেব্রুয়ারি: হাতে আর মাত্র দুটো দিন ৷ তারপর বাগদেবীর আরাধনায় মেতে উঠবে রাজ্য। আকাশে বাতাসে আনন্দের ঘনঘটা ৷ কিন্তু এত আনন্দের মধ্যেও মন ভালো নেই বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার মৃৎশিল্পীদের। তাঁদের দাবি, অন্য বছরে তুলনায় এ বছর প্রতিমার চাহিদা অনেকটাই কমেছে ৷ যার ফলে প্রতিমা তৈরি করলেও সেই ভাবে বায়না আসছে না ৷ আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

সারা বছর মৃৎশিল্পীরা পুজোর দিনগুলোর দিকেই তাকিয়ে থাকেন ৷ কারণ এই সময়টাতেই দুটো বাড়তি পয়সা ঘরে ঢোকে । কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে হারে বেড়েছে তাতে প্রতিমা তৈরিতেও বেড়েছে খরচের পরিমাণ । আবার একই কারণে কমেছে প্রতিমা কেনার চাহিদা ৷

এই শিল্পে রোজগার সে রকম আসছে না বলে ভবিষ্যৎ প্রজন্ম এই কাজে আর আসতে চাইছেন না । তাদের বাপঠাকুরদার দেখানো পথে এগোতে সাহস পাচ্ছেন না তাঁরা ৷ ফলে বসন্ত পঞ্চমীর মুখে কালো মেঘের ছায়া বাঁকুড়ার মৃৎশিল্পী মহলে ।

গণেশ মাঝি, সুনীত মাঝি নামে মৃৎশিল্পীরা জানান, আগের তুলনায় বর্তমানে প্রতিমার চাহিদা অনেকটাই কমেছে । তবে যে টাকা খরচ করে প্রতিমা তৈরি করা হয়েছে, তা বিক্রি না হলে প্রতিমা ঘরেই থেকে যাবে আর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের ।

প্রজন্মের পর প্রজন্ম মূর্তি প্রস্তুতকারকরা আক্ষেপের সুরে জানাচ্ছেন, তাঁদের পূর্বসূরিদের দেখানো পথ যেন আজ অন্ধকারাচ্ছন্ন । ভবিষ্যৎ প্রজন্ম এই কাজ থেকে মুখ ফেরাচ্ছে ৷ ফলে মুখ থুবড়ে পড়ছে এই শিল্প । তবে এই শিল্প আঁধার কাটিয়ে একদিন আলোর পথে অগ্রসর হবে, এই আশাতে এখনও বুক বাঁধছেন প্রতিমার কারিগররা ।

আরও পড়ুন:

  1. শীতের বিদায়ে ফের বৃষ্টির ইঙ্গিত, সরস্বতী পুজো কি তবে 'জলে' যাবে ?
  2. সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ
  3. সাদা রঙেও আছে নানা রূপ, সরস্বতী দেবীর মূর্তিতে নয়া চমক শিল্পীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.