কলকাতা, 30 নভেম্বর: বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল । আর এই উত্তাল অবস্থায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷
অভিযোগ, সেলিম মাতব্বর নামে ওই ব্যক্তি কলকাতায় এসে জাল পাসপোর্ট বানিয়েছিলেন ৷ তার পর একটি হোটেলে কাজ করছিলেন ৷ গ্রেফতারির সময় সেই নকল পাসপোর্টটি উদ্ধার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ । পাসপোর্টে নাম রয়েছে রবি শর্মা । ঠিকানা লেখা রাজস্থান ।
তাঁকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পেরেছে, প্রায় দু'বছর ধরে তিনি কলকাতায় পার্ক স্ট্রিটের একটি নামকরা হোটেলে কাজ করছিলেন । কিন্তু তিনি কেন বেআইনিভাবে ভারতে ঢুকে জাল পাসপোর্ট বানিয়ে কলকাতায় থাকতে আরম্ভ করলেন ? তাঁকে জেরা করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত ছিলেন ৷ তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে তাঁর ঝামেলা হয় এবং তিনি দল ছেড়ে দেন । পরে দেশ ছেড়ে চোরা পথে ভারতে ঢুকে কলকাতায় চলে আসেন ।
পুলিশ সূত্রে খবর, কলকাতায় এসে জাল পাসপোর্ট বানান । নিজেকে রাজস্থানের বাসিন্দা বলে পাসপোর্টে উল্লেখ করেন । কলকাতার এক ব্যক্তির সাহায্যে এসে পার্ক স্ট্রিটের একটি হোটেলে কাজ পান তিনি । এতদিন ধরে এসে ওই হোটেলেই কর্মরত ছিলেন সেলিম মাতব্বর ।
এদিকে অশান্ত বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রেখেছে লালবাজার । ইতিমধ্যেই বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য একাধিক জঙ্গি সংগঠনগুলি একত্রিত হয়েছে বলে খবর পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ । এই অবস্থায় কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা কলকাতা পুলিশের প্রতিটি ইউনিটকে নির্দেশ দিয়েছেন চোরাপথে বেআইনি কার্যকলাপের জন্য যারা জড়িত, তাদের ওপর নজর রাখতে ।
লালবাজার সূত্রের খবর, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে পার্ক স্ট্রিটের ওই হোটেলে তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশ । পরে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর আজ তাঁকে গ্রেফতার করে । তাঁর কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, ‘‘ওই ব্যক্তি সত্যি কথা বলছে কি না, সেটা ভালোভাবে পরীক্ষা করে দেখা দরকার । আজ তাঁকে আমরা আদালতে পেশ করব । নিজেদের হেফাজতে চাইব । পরে তাঁকে ভালোভাবে ম্যারাথন জেরা করা প্রয়োজন । এই ব্যক্তির সঙ্গে কোনও আন্তর্জাতিক অপরাধ বা অপরাধী দলের যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন ।’’
এই ব্যক্তির কাছ থেকে যে সকল প্রশ্নের উত্তরগুলি তদন্তকারীরা জানতে চাইছেন তা হল, এই ব্যক্তি কেন কলকাতায় এলেন ? ভারতে তিনি কোন পথ দিয়ে ও কাদের সাহায্যে প্রবেশ করলেন ? আগে থেকেই ভারতে তাঁর কোনও চেনা পরিচিত লোকজন ছিল কি না ? তিনি কোথা থেকে নকল পাসপোর্ট বানালেন ? নকল পাসপোর্ট বানানোর জন্য কারা তাঁকে সাহায্য করেছিলেন ?
এদিকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার বৈধ পাসপোর্ট ও ভিসা না-থাকা সত্ত্বেও এক মহিলা-সহ আরও তিনজন বাংলাদেশী বেআইনিভাবে কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন । তাঁরা দু’দিন ধরে কোনও একজনের বাড়িতে ছিলেন । ধরমপুর খালপাড়ার সেই বাড়ি থেকে ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন । তবে কী কারণে তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ । পুলিশ জানার চেষ্টা করছে, তারা শুধুমাত্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারতে পালিয়ে এসেছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে ৷