ETV Bharat / state

সাংসদ মৃত্যুর তদন্তে কলকাতায় বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন-অর-রাশিদ - Anwarul Azim Murder Case

Anwarul Azim Murder Case: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের মৃত্যু মামলার তদন্তে কলকাতায় এলেন সেদেশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রাশিদ ৷ বাংলাদেশের সাংসদের খুনের ঘটনায় ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন তিনি ৷

ETV BHARAT
আনওয়ারুল আজিম হত্যা-মামলার তদন্তে কলকাতায় বাংলাদেশ গোয়েন্দা প্রধান ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 2:41 PM IST

Updated : May 26, 2024, 2:49 PM IST

কলকাতা, 26 মে: রবিবার সকালে কলকাতায় পৌঁছাল বাংলাদেশ গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রাশিদ ৷ আজ কলকাতা বিমানবন্দরে নেমে তিনি জানালেন, বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের মৃত্যুর তদন্তের জন্য তিনি এবং তাঁর দল ভারতে এসেছেন ৷ বাংলাদেশের 'এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স সেকশনের' আওতায় এই তদন্ত করবেন তাঁরা ৷ এক্ষেত্রে রাজ্যের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বাংলাদেশি গোয়েন্দা সংস্থাকে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন হারুন-অর-রাশিদ ৷

তিনি বলেন, "আমরা সবে এখানে এসে পৌঁছেছি ৷ আপনারা হয়তো জানানে আমাদের দেশের অপরাধ আইনে একটি ধারা রয়েছে, যার নাম 'এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স সেকশন' ৷ সেই ধারার আওতায় আমরা এই মামলার তদন্ত করছি ৷ আমাদের বাংলাদেশের সাংসদকে ভয়াবহভাবে কলকাতায় খুন করা হয়েছে ৷ খুনের পর তাঁর দেহ টুকরো-টুকরো করে লোপাট করে দিয়েছে অপরাধীরা ৷ এই খুনের মূল অভিযুক্ত, তার সহকারী এবং পুরো পরিকল্পনাকে যারা বাস্তবায়িত করেছে, সবাই বাংলাদেশি ৷ এমনকি এই হত্যার পরিকল্পনাও করা হয়েছে বাংলাদেশে বসেই ৷"

বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন-অর-রাশিদ জানান, তাঁরা বিমানবন্দর থেকে সরাসরি ঘটনাস্থলে যাবেন ৷ অর্থাৎ, নিউটাউনের যে ফ্ল্যাটে আনওয়ারুল আজিমকে মারা হয়েছে, সেখানে ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দাদের মদতে, তাঁরা পুরো ঘটনার তদন্ত করবেন এখানে ৷ সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্যও খতিয়ে দেখবেন ৷ বাংলাদেশ এবং রাজ্যের গোয়েন্দারা ইতিমধ্যে বেশ কিছু নথি নিজেদের মধ্যে আদান-প্রদান করেছেন বলে জানান হারুন-অর-রাশিদ ৷

উল্লেখ্য, গত 22 মে বুধবার সকালে প্রথম জানা যায়, বাংলাদেশের নিখোঁজ সাংসদকে নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছে ৷ সেখানে ফ্রিজে রক্তের দাগ পান তদন্তকারীরা ৷ এরপর ঘটনার তদন্তে নেমে একাধিক তথ্য উঠে আসে ৷ জানা যায়, আনওয়ারুল আজিমকে ক্লোরোফর্ম দিয়ে সংজ্ঞাহীন করা হয় ৷ এরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করে অভিযুক্তরা ৷ পরে মুম্বই থেকে ডেকে আনা বাংলাদেশি কসাই জিহাদকে দিয়ে সাংসদের দেহ টুকরো করা হয় ৷ সেই দেহাংশগুলিতে রাসায়নিক মিশিয়ে পলিথিনের ব্যাগে ভরে ফ্রিজে রাখা হয় ৷ পরে গভীর রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি খালে সেই দেহাংশ ফেলে দেয় অভিযুক্তরা ৷ যদিও, এখনও সাংসদের দেহাংশ উদ্ধার করা যায়নি ৷

কলকাতা, 26 মে: রবিবার সকালে কলকাতায় পৌঁছাল বাংলাদেশ গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রাশিদ ৷ আজ কলকাতা বিমানবন্দরে নেমে তিনি জানালেন, বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিমের মৃত্যুর তদন্তের জন্য তিনি এবং তাঁর দল ভারতে এসেছেন ৷ বাংলাদেশের 'এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স সেকশনের' আওতায় এই তদন্ত করবেন তাঁরা ৷ এক্ষেত্রে রাজ্যের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বাংলাদেশি গোয়েন্দা সংস্থাকে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন হারুন-অর-রাশিদ ৷

তিনি বলেন, "আমরা সবে এখানে এসে পৌঁছেছি ৷ আপনারা হয়তো জানানে আমাদের দেশের অপরাধ আইনে একটি ধারা রয়েছে, যার নাম 'এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স সেকশন' ৷ সেই ধারার আওতায় আমরা এই মামলার তদন্ত করছি ৷ আমাদের বাংলাদেশের সাংসদকে ভয়াবহভাবে কলকাতায় খুন করা হয়েছে ৷ খুনের পর তাঁর দেহ টুকরো-টুকরো করে লোপাট করে দিয়েছে অপরাধীরা ৷ এই খুনের মূল অভিযুক্ত, তার সহকারী এবং পুরো পরিকল্পনাকে যারা বাস্তবায়িত করেছে, সবাই বাংলাদেশি ৷ এমনকি এই হত্যার পরিকল্পনাও করা হয়েছে বাংলাদেশে বসেই ৷"

বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন-অর-রাশিদ জানান, তাঁরা বিমানবন্দর থেকে সরাসরি ঘটনাস্থলে যাবেন ৷ অর্থাৎ, নিউটাউনের যে ফ্ল্যাটে আনওয়ারুল আজিমকে মারা হয়েছে, সেখানে ৷ তাঁর কথায়, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দাদের মদতে, তাঁরা পুরো ঘটনার তদন্ত করবেন এখানে ৷ সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্যও খতিয়ে দেখবেন ৷ বাংলাদেশ এবং রাজ্যের গোয়েন্দারা ইতিমধ্যে বেশ কিছু নথি নিজেদের মধ্যে আদান-প্রদান করেছেন বলে জানান হারুন-অর-রাশিদ ৷

উল্লেখ্য, গত 22 মে বুধবার সকালে প্রথম জানা যায়, বাংলাদেশের নিখোঁজ সাংসদকে নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছে ৷ সেখানে ফ্রিজে রক্তের দাগ পান তদন্তকারীরা ৷ এরপর ঘটনার তদন্তে নেমে একাধিক তথ্য উঠে আসে ৷ জানা যায়, আনওয়ারুল আজিমকে ক্লোরোফর্ম দিয়ে সংজ্ঞাহীন করা হয় ৷ এরপর শ্বাসরোধ করে তাঁকে খুন করে অভিযুক্তরা ৷ পরে মুম্বই থেকে ডেকে আনা বাংলাদেশি কসাই জিহাদকে দিয়ে সাংসদের দেহ টুকরো করা হয় ৷ সেই দেহাংশগুলিতে রাসায়নিক মিশিয়ে পলিথিনের ব্যাগে ভরে ফ্রিজে রাখা হয় ৷ পরে গভীর রাতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি খালে সেই দেহাংশ ফেলে দেয় অভিযুক্তরা ৷ যদিও, এখনও সাংসদের দেহাংশ উদ্ধার করা যায়নি ৷

Last Updated : May 26, 2024, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.