ETV Bharat / state

অমর্ত্য সেন-সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য আনন্দ মিছিল হয়েছিল বাংলাদেশে: সাদাত হোসাইন - সাদাত হোসাইন

Sadat Hossain: অমর্ত্য সেন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বাংলাদেশে আনন্দ মিছিল হয়েছিল ৷ কলকাতা বইমেলায় ইটিভি ভারতকে এ কথা জানালেন সাদাত হোসাইন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 3:52 PM IST

Updated : Jan 30, 2024, 6:17 PM IST

বইমেলায় সাদাত হোসাইন

কলকাতা, 30 জানুয়ারি: অমর্ত্য সেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গর্বের দিনে গর্বিত হয়েছিল ওপার বাংলাও । সচিন তেন্ডুলকরের রেকর্ড যখন ভাঙলেন বিরাট কোহলি, তখনও খুশি হয়েছিলেন বাংলাদেশের মানুষ ৷ কলকাতা বইমেলায় এসে দুই বাংলাকে এক সুতোয় বেঁধে এ কথা জানালেন বাংলাদেশের লেখক সাদাত হোসাইন ।

2016 সাল থেকে বইমেলা উপলক্ষে কলকাতায় আসা শুরু লেখকের । সে সময় বাংলাদেশ বইমেলা এবং পরবর্তীকালে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দেখা যেত লেখককে । কিন্তু ব্যস্ততা বেড়ে যাওয়ায় বছরে দু'বার না এলেও নিয়ম করে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রত্যেক বছর পাঠকদের কাছে পৌঁছে যান সাদাত হোসাইন । এ বছরেও তার অন্যথা হয়নি ৷ পাঠকদের বইতে সই করতে করতেই ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন বাংলাদেশি লেখক ।

Sadat
কলকাতা বইমেলায় সাদাত হোসাইন

বইকে মানুষের কাছাকাছি করার লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশ ও শহর ঘুরলেও, ঢাকার পর সাদাতের প্রিয় শহর কলকাতাই ৷ প্রায় 15 বারের বেশি এই শহর ঘুরেছেন তিনি । এই শহর ভালো লাগার অন্যতম কারণ কী ? লেখকের কথায়, "বাংলাদেশের সঙ্গে এই শহরের অনেক মিল আছে । তাই এই শহরকে আমার ভালো লাগে ।"

প্রতি বছর বিশ্বকাপের সময় বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের সময় বিভেদ দেখা যায়, এ কথা একেবারেই মানতে রাজি নন লেখক । সাদাত বলেন, "আমি যখন ছোট ছিলাম, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অধিনায়ক হয়েছিলেন ৷ দেখেছিলাম, গ্রামে আনন্দ মিছিল হচ্ছে । কারণ তিনি বাঙালি । অমর্ত্য সেন যখন নোবেল পেয়েছিলেন, তাই নিয়েও বাংলাদেশের মানুষ খুব খুশি হয়েছিল । বাংলাদেশের মানুষও সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়েন । আসলে কী হয় ! কিছু কিছু ঘটনা মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করে ৷ কিন্তু কেন তা তৈরি হচ্ছে সেটা আমাদের জানতে হবে । আমাদের উচিত, দুই বাংলার যে ভালোবাসা রয়েছে তাকে পরিচর্যা করা । প্রতিহিংসাপরায়ণ হওয়া উচিত নয় ।"

ভারত-সহ বিভিন্ন দেশে দেখা জনপ্রিয় মুখদের রাজনীতির প্রতি ঝোঁক দেখা যায় । সেখানে দাঁড়িয়ে বর্তমানে অন্যতম একটি নাম সাদাত হোসাইন । এপার বাংলার পাশাপাশি তাঁর ওপার বাংলাতেও সমান জনপ্রিয়তা । এই জনপ্রিয়তার জন্য কি রাজনীতিতেও নামবেন তিনি ? এ প্রশ্নের জবাবে সাদাত বলেন, "আমি নিজেকে বলি একজন গল্পকার । ফলে আমি সব দেশের রাজনীতির খোঁজ রাখি । আর সেই সবকিছুই আমার বইতে প্রকাশ পায় । তার অন্যতম উদাহরণ হল 'শঙ্খচূড়'।"

আরও পড়ুন:

  1. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
  2. বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের
  3. পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে বইমেলার 'শিশু দিবস' পালন গিল্ডের

বইমেলায় সাদাত হোসাইন

কলকাতা, 30 জানুয়ারি: অমর্ত্য সেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গর্বের দিনে গর্বিত হয়েছিল ওপার বাংলাও । সচিন তেন্ডুলকরের রেকর্ড যখন ভাঙলেন বিরাট কোহলি, তখনও খুশি হয়েছিলেন বাংলাদেশের মানুষ ৷ কলকাতা বইমেলায় এসে দুই বাংলাকে এক সুতোয় বেঁধে এ কথা জানালেন বাংলাদেশের লেখক সাদাত হোসাইন ।

2016 সাল থেকে বইমেলা উপলক্ষে কলকাতায় আসা শুরু লেখকের । সে সময় বাংলাদেশ বইমেলা এবং পরবর্তীকালে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দেখা যেত লেখককে । কিন্তু ব্যস্ততা বেড়ে যাওয়ায় বছরে দু'বার না এলেও নিয়ম করে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রত্যেক বছর পাঠকদের কাছে পৌঁছে যান সাদাত হোসাইন । এ বছরেও তার অন্যথা হয়নি ৷ পাঠকদের বইতে সই করতে করতেই ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন বাংলাদেশি লেখক ।

Sadat
কলকাতা বইমেলায় সাদাত হোসাইন

বইকে মানুষের কাছাকাছি করার লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশ ও শহর ঘুরলেও, ঢাকার পর সাদাতের প্রিয় শহর কলকাতাই ৷ প্রায় 15 বারের বেশি এই শহর ঘুরেছেন তিনি । এই শহর ভালো লাগার অন্যতম কারণ কী ? লেখকের কথায়, "বাংলাদেশের সঙ্গে এই শহরের অনেক মিল আছে । তাই এই শহরকে আমার ভালো লাগে ।"

প্রতি বছর বিশ্বকাপের সময় বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের সময় বিভেদ দেখা যায়, এ কথা একেবারেই মানতে রাজি নন লেখক । সাদাত বলেন, "আমি যখন ছোট ছিলাম, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অধিনায়ক হয়েছিলেন ৷ দেখেছিলাম, গ্রামে আনন্দ মিছিল হচ্ছে । কারণ তিনি বাঙালি । অমর্ত্য সেন যখন নোবেল পেয়েছিলেন, তাই নিয়েও বাংলাদেশের মানুষ খুব খুশি হয়েছিল । বাংলাদেশের মানুষও সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়েন । আসলে কী হয় ! কিছু কিছু ঘটনা মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করে ৷ কিন্তু কেন তা তৈরি হচ্ছে সেটা আমাদের জানতে হবে । আমাদের উচিত, দুই বাংলার যে ভালোবাসা রয়েছে তাকে পরিচর্যা করা । প্রতিহিংসাপরায়ণ হওয়া উচিত নয় ।"

ভারত-সহ বিভিন্ন দেশে দেখা জনপ্রিয় মুখদের রাজনীতির প্রতি ঝোঁক দেখা যায় । সেখানে দাঁড়িয়ে বর্তমানে অন্যতম একটি নাম সাদাত হোসাইন । এপার বাংলার পাশাপাশি তাঁর ওপার বাংলাতেও সমান জনপ্রিয়তা । এই জনপ্রিয়তার জন্য কি রাজনীতিতেও নামবেন তিনি ? এ প্রশ্নের জবাবে সাদাত বলেন, "আমি নিজেকে বলি একজন গল্পকার । ফলে আমি সব দেশের রাজনীতির খোঁজ রাখি । আর সেই সবকিছুই আমার বইতে প্রকাশ পায় । তার অন্যতম উদাহরণ হল 'শঙ্খচূড়'।"

আরও পড়ুন:

  1. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ কলকাতা বইমেলায়
  2. বইমেলার বাইরে দুলালের 'বইয়ের হাট', অধিক ডিসকাউন্ট দেওয়ায় ভিড় পাঠকদের
  3. পাণ্ডব গোয়েন্দা উপহার দিয়ে বইমেলার 'শিশু দিবস' পালন গিল্ডের
Last Updated : Jan 30, 2024, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.