কালিম্পং, 20 ফেব্রুয়ারি: ব্রিজ ভেঙে দুর্ঘটনা বাংলা-সিকিম সীমান্তে । উদ্বোধনের দু'দিন আগে মঙ্গলবার আচমকা ভেঙে পড়ল তিস্তা নদীর উপর থাকা বেইলি ব্রিজ । বৃহস্পতিবার ব্রিজটির উদ্বোধনের কথা ছিল । তার দু'দিন আগে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারখোলা এলাকায় । দুর্ঘটনার ফলে তিস্তায় তলিয়ে গিয়েছেন 26 বছরের শ্রমিক গুলাম সারোয়ার ৷ গুরুতর আহত হয়েছেন আনাল আলি, তালিব আলি ও আনিয়া আকবর ৷ এরা প্রত্যেকেই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
একটি বেসরকারি সংস্থাকে ওই সেতু নির্মাণের বরাত দিয়েছিল এনএইচপিসি । এই ঘটনায় বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করেন ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকরা । তাঁদের উদ্ধারের পর কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয় । পাশাপাশি নিখোঁজ শ্রমিককে খুঁজতে তল্লাশি শুরু হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিম্পং জেলা পুলিশ ও প্রশাসন ।
কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমনিয়ম পি বলেন, "বিষয়টি শুনেছি । আমি আধিকারিকদের বলেছি খোঁজ নিতে । সব খতিয়ে দেখা হবে ।" বেইলি ব্রিজের বরাতপ্রাপ্ত সংস্থার সুপারভাইজার সন্দীপ প্রধান বলেন, "সকালে শ্রমিকরা কাজ করছিলেন । আজ শেষ দিনের কাজ ছিল । দু'দিন পরে উদ্বোধন হত । আচমকা এদিন সেতুটি ভেঙে যায় । চারজন শ্রমিক আহত হয়েছেন । এই সেতুটি অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছিল । বর্ষার আগে সেতুটি তুলে নেওয়ার কথা ছিল । তারপর স্থায়ী সেতু নির্মাণ করা হত ।"
আহত শ্রমিক তালিব আলি বলেন, "সকাল থেকেই 15 জন মতো কাজ করছিলাম আমরা । তখনই আচমকা সেতুটি ভেঙে পড়ে ।" জানা গিয়েছে, 2023 সালের অক্টোবর মাসে সিকিমে হড়পা বানের জেরে তারখোলায় থাকা সেতু ভেঙে জলে ভেসে যায় । যার ফলে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হয় । যান চলাচল স্বাভাবিক করতে তারখোলায় লোহার বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় এনএইচপিসি । গত এক মাস ধরে সেখানে সেতু নির্মাণের কাজ করছিল ওই সংস্থা । এদিন কাজ শেষ করে এনএইচপিসিকে হস্তান্তরের কথা ছিল । কিন্তু তার আগেই দুর্ঘটনা ৷
আরও পড়ুন: