ETV Bharat / state

সুবর্ণরেখা নদীর তীরে উদ্ধার হস্তিশাবকের দেহ ! - Baby Elephant Body Recover - BABY ELEPHANT BODY RECOVER

Baby Elephant Body Recover: সাতদিন আগে ভোরবেলা হাতির পালকে সুবর্ণরেখা নদী পেরোতে দেখা গিয়েছিল ৷ আর তারপর বৃহস্পতিবার এই হস্তিশাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ৷

Baby Elephant Body Recovered
উদ্ধার হওয়া হস্তিশাবকের দেহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 10:13 PM IST

ঝাড়গ্রাম, 3 অক্টোবর: সুবর্ণরেখা নদীর তীরে উদ্ধার হল হস্তিশাবকের মৃতদেহ । অনুমান, দলের সঙ্গে ভরা নদী পারাপার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় হস্তিশাবকটির । বৃহস্পতিবার দুপুরে জাহানপুরে সুবর্ণরেখা নদীর বালি খাদানের পাড় থেকে উদ্ধার হয় ওই হস্তিশাবকের দেহ । বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, হস্তিশাবকটির বয়স মাস দেড়েক হবে ।

ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত লোধাশুলি রেঞ্জের জাহানপুর এলাকা থেকে উদ্ধার হয় মৃত শাবকটি । খড়গপুর বনবিভাগের চাঁদাবিলা রেঞ্জ থেকে গত বুধবার রাতে প্রায় 20টি হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে লোধাশুলি রেঞ্জের মহাপাল এলাকায় প্রবেশ করে । তারপর হাতির দলটিকে তাড়িয়ে গোপীবল্লভপুর হয়ে জামবনির দিকে নিয়ে যাওয়া হয় ।

এই বিষয়ে ঝাড়গ্রামের জেলা বনাধিকারিক উমর ইমাম বলেন,"এদিন সকালে যখন হাতির দল তাড়ানো হচ্ছিল তখন এই হস্তিশাবকটিকে দেখতে পাওয়া যায়নি । সুবর্ণরেখা নদীর জল কিছু কমে যাওয়ার পর দুপুরে নদীর পাড়ে ভেসে উঠে শাবকটির দেহ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সম্ভবত নদীর জলে ডুবে মৃত্যু হয়েছে শাবকটির । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।"

প্রসঙ্গত, ঝাড়গ্রাম জেলার চারটি বন বিভাগের মধ্যেই হাতির দল কমবেশি রয়েছে । প্রতিনিয়ত এক থেকে অন্য বন বিভাগে চলে যাচ্ছে হাতির দল । যাবার পথে তাদের পারাপার করতে হচ্ছে কংসাবতী, ডুলুং ও সুবর্ণরেখার মতো নদী । ক্রমাগত বৃষ্টির কারণে নদীর জলস্তর যথেষ্ট বেড়ে রয়েছে । ফলের নদী পারাপার করার সময় জলে ডুবে মৃত্যু হচ্ছে সদ্যোজাত হস্তিশাবকদের ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.