ETV Bharat / state

পুর-নিয়োগ দুর্নীতিতে মাথাপিছু 50 হাজার টাকা নিতেন অয়ন, দাবি সিবিআইয়ের - Municipality Recruitment Scam - MUNICIPALITY RECRUITMENT SCAM

Municipality Recruitment Scam: পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে চার্জশিট পেশ করল সিবিআই ৷ যেখানে অয়ন শীল এবং তাঁর দুই বন্ধু-সহ বেশ কয়েকজন এজেন্টের নাম উল্লেখ করা হয়েছে ৷ সঙ্গে পুরসভায় বেআইনিভাবে চাকরির জন্য মাথাপিছু কত টাকা নিয়েছিলেন অয়ন শীল ? তাও উল্লেখ করা হয়েছে ৷

ETV BHARAT
পুর-নিয়োগ দুর্নীতিতে মাথাপিছু 50 হাজার টাকা নিয়েছিলেন অয়ন ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 1:29 PM IST

কলকাতা, 10 জুলাই: রাজ্যে 16টি পুরসভায় বেআইনিভাবে চাকরি বিলিয়ে মাথাপিছু 50 হাজার টাকা করে কমিশন নিয়েছিলেন অয়ন শীল ৷ এই কাজে তাঁর দুই সৌমিক চৌধুরী এবং দেবেশ চক্রবর্তী-সহ একাধিক এজেন্ট ৷ সম্প্রতি বিশেষ আদালতে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷ যার 21 নম্বর পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে অয়ন শীলের বন্ধু সৌমিক চৌধুরী এবং দেবেশ চক্রবর্তী নাম ৷

সিবিআই সূত্রে খবর, সৌমিক চৌধুরী এবং দেবেশ চক্রবর্তীর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গত বছরের 20 মার্চ গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ অয়ন শীল বিরুদ্ধে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগের তদন্ত করছিল ৷ তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সেই কাগজপত্র ভালোভাবে খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, শুধু স্কুলে চাকরি নিয়ে ছেলে খেলা নয় ৷ অয়ন শীল এবং তাঁর বেশ কয়েকজন এজেন্ট ও বন্ধুরা মিলে 16-18টি পুরসভায় চাকরির ক্ষেত্রে বেআইনিভাবে নিয়োগে করিয়েছেন ৷ সেই মামলার তদন্তে পরবর্তী সময়ে সিবিআই তদন্ত শুরু করে ৷ এবার সেই তদন্ত শেষে একটি চার্জশিট পেশ করা হয়েছে সিবিআইয়ের তরফে ৷ সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে, অয়ন শীল এবং তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু ও কয়েকজন এজেন্ট প্রত্যেক প্রার্থীর কাছ থেকে 50 হাজার টাকা করে কমিশন নিয়েছে ৷

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছে সিবিআই ৷ সেখান থেকে পাওয়া তথ্য ও প্রমাণ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, পুরসভার বেশ কয়েকজন কর্মী এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ৷ উত্তর 24 পরগনা টিটাগর, ব্যারাকপুর, পানিহাটি-সহ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় বেআইনিভাবে চাকরি বিলি হয়েছে ৷ আর এই সব চাকরি বিলির নেপথ্যে ছিলেন অয়ন শীল এবং তাঁর সহযোগীরা ৷ এবার সেই নিয়েই সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷

কলকাতা, 10 জুলাই: রাজ্যে 16টি পুরসভায় বেআইনিভাবে চাকরি বিলিয়ে মাথাপিছু 50 হাজার টাকা করে কমিশন নিয়েছিলেন অয়ন শীল ৷ এই কাজে তাঁর দুই সৌমিক চৌধুরী এবং দেবেশ চক্রবর্তী-সহ একাধিক এজেন্ট ৷ সম্প্রতি বিশেষ আদালতে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷ যার 21 নম্বর পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে অয়ন শীলের বন্ধু সৌমিক চৌধুরী এবং দেবেশ চক্রবর্তী নাম ৷

সিবিআই সূত্রে খবর, সৌমিক চৌধুরী এবং দেবেশ চক্রবর্তীর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গত বছরের 20 মার্চ গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ অয়ন শীল বিরুদ্ধে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগের তদন্ত করছিল ৷ তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

সেই কাগজপত্র ভালোভাবে খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, শুধু স্কুলে চাকরি নিয়ে ছেলে খেলা নয় ৷ অয়ন শীল এবং তাঁর বেশ কয়েকজন এজেন্ট ও বন্ধুরা মিলে 16-18টি পুরসভায় চাকরির ক্ষেত্রে বেআইনিভাবে নিয়োগে করিয়েছেন ৷ সেই মামলার তদন্তে পরবর্তী সময়ে সিবিআই তদন্ত শুরু করে ৷ এবার সেই তদন্ত শেষে একটি চার্জশিট পেশ করা হয়েছে সিবিআইয়ের তরফে ৷ সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে, অয়ন শীল এবং তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু ও কয়েকজন এজেন্ট প্রত্যেক প্রার্থীর কাছ থেকে 50 হাজার টাকা করে কমিশন নিয়েছে ৷

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছে সিবিআই ৷ সেখান থেকে পাওয়া তথ্য ও প্রমাণ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, পুরসভার বেশ কয়েকজন কর্মী এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ৷ উত্তর 24 পরগনা টিটাগর, ব্যারাকপুর, পানিহাটি-সহ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় বেআইনিভাবে চাকরি বিলি হয়েছে ৷ আর এই সব চাকরি বিলির নেপথ্যে ছিলেন অয়ন শীল এবং তাঁর সহযোগীরা ৷ এবার সেই নিয়েই সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.