ETV Bharat / state

রূপান্তরকামী মহিলাকে খুনের চেষ্টা, কলকাতায় গ্রেফতার বাংলাদেশি যুবক ও তার সঙ্গী - TRANSGENDER MURDER ATTEMPT - TRANSGENDER MURDER ATTEMPT

ATTEMPT TO MURDER IN KOLKATA: স্ত্রী-কে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা কলকাতার পাঁচতারা হোটেলে ৷ বাংলাদেশ থেকে নকল কাগজ নিয়ে ভারতে প্রবেশ করা অভিযুক্ত স্বামী ও এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ ৷ কী কারণে খুনের চেষ্টা, কেনই বা অবৈধভাবে ভারতে প্রবেশ, জানার চেষ্টা করছে পুলিশ ৷

Lalbazar Police Headquarter
লালবাজার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 5:22 PM IST

কলকাতা, 11 মে: গত বছরের শেষদিকে স্বামী ও বন্ধুকে সঙ্গে নিয়ে রূপান্তরকামী মহিলা এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৷ পরেরদিন সকালে সেই মহিলাকে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল শহরের এক পাঁচতারা হোটেলের লবি থেকে ৷ থানায় অভিযোগ দায়ের হয় তাঁর স্বামী আদিল শেখ ও তাঁর বন্ধু টাইগারের বিরুদ্ধে ৷ দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত ৷ শনিবার তাঁদের তোলা হয় আলিপুর আদালতে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের লবিতে রক্তাক্ত অবস্থায় মহিলাকে পরে থাকতে দেখে সেখানকার কর্মীরা পুলিশে খবর দেন ৷ সেখান থেকে মহিলাকে হাসপাতালে ভরতি করা হয় ৷ আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী ও বন্ধুর বিরুদ্ধে শুরু মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷ সামনে আসে নতুন তথ্য ৷ জানা যায়, ওই মহিলা, তাঁর স্বামী আদিল শেখ ও টাইগার অবৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৷ শুধু তাই নয়, বিয়েতে যোগ দেওয়ার ঘটনাও সত্য ছিল না ৷

এরপরেই অভিযোগকারিনী মহিলার উপর নজরদারি শুরু করে পুলিশ ৷ জানা যায়, হাসপাতাল থেকে ওই মহিলা ছাড়া পাওয়ার পর আনন্দপুরে ভাড়াবাড়ি নিয়ে থাকতে শুরু করেন ৷ তারপর সেখান থেকেও একদিন হাওয়া হয়ে যায় ৷ এই ঘটনায় মহিলার হদিশ না পেয়ে মাঝে থমকে যায় তদন্ত ৷ বেশ কিছু সময় পর নিউমার্কেট চত্বরে রূপান্তরকামী ওই মহিলার খোঁজ পায় পুলিশ ৷ শুরু হয় ফের নজরদারি ৷ এমনকী, যোগাযোগ করা হয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি ইএসডি অরিস বিলাল ইটিভি ভারতকে বলেন, "প্রথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, অভিযুক্ত আদিল শেখ বিয়ের আগেই জানত যে, তাঁর স্ত্রী পুরুষ থেকে রূপান্তরিত হয়েছেন ৷ তার পরেও কেন তাঁকে খুনের চেষ্টা করা হল, সেটাই তদন্ত করে দেখা হচ্ছে ৷ এই ঘটনার পর আমরা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি ৷ তারা বিষয়টি খতিয়ে দেখে আমাদের খবর দেয় ৷ অভিযুক্ত আদিল শেখ ও তাঁর বন্ধু টাইগারকে আমরা কলকাতা বিমানবন্দর থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছি। এই ঘটনায় আমরা পৃথক দুটি মামলা রুজু করেছি ৷ প্রথমটি রূপান্তরকামীর গায়ে হাত দেওয়া এবং প্রাণে মেরে ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি, নকল কাগজপত্র নিয়ে ভারতে আসার অন্য আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।"

তবে এই পুরো ঘটনার নেপথ্যে কী কারণ লুকিয়ে রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামীর বন্ধু টাইগার আদতে কাশ্মীরের বাসিন্দা। কেন নকল কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছে? কেনই বা মহিলাকে খুন করার চেষ্টা করা হয়, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি, অভিযুক্ত যুবক এতদিন ধরে কলকাতায় গা ঢাকা দেওয়া ও বিভিন্ন হোটেলে থাকার খরচ কীভাবে জুগিয়েছিল, টাকা কোথা থেকে এসেছে, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন

1. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি

2. নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কা পুলিশ ট্রাফিক বুথে, আহত 1

3. রাতের কলকাতায় মদ্যপদের হাতে আক্রান্ত তরুণী !

কলকাতা, 11 মে: গত বছরের শেষদিকে স্বামী ও বন্ধুকে সঙ্গে নিয়ে রূপান্তরকামী মহিলা এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৷ পরেরদিন সকালে সেই মহিলাকে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল শহরের এক পাঁচতারা হোটেলের লবি থেকে ৷ থানায় অভিযোগ দায়ের হয় তাঁর স্বামী আদিল শেখ ও তাঁর বন্ধু টাইগারের বিরুদ্ধে ৷ দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত ৷ শনিবার তাঁদের তোলা হয় আলিপুর আদালতে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের লবিতে রক্তাক্ত অবস্থায় মহিলাকে পরে থাকতে দেখে সেখানকার কর্মীরা পুলিশে খবর দেন ৷ সেখান থেকে মহিলাকে হাসপাতালে ভরতি করা হয় ৷ আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী ও বন্ধুর বিরুদ্ধে শুরু মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷ সামনে আসে নতুন তথ্য ৷ জানা যায়, ওই মহিলা, তাঁর স্বামী আদিল শেখ ও টাইগার অবৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৷ শুধু তাই নয়, বিয়েতে যোগ দেওয়ার ঘটনাও সত্য ছিল না ৷

এরপরেই অভিযোগকারিনী মহিলার উপর নজরদারি শুরু করে পুলিশ ৷ জানা যায়, হাসপাতাল থেকে ওই মহিলা ছাড়া পাওয়ার পর আনন্দপুরে ভাড়াবাড়ি নিয়ে থাকতে শুরু করেন ৷ তারপর সেখান থেকেও একদিন হাওয়া হয়ে যায় ৷ এই ঘটনায় মহিলার হদিশ না পেয়ে মাঝে থমকে যায় তদন্ত ৷ বেশ কিছু সময় পর নিউমার্কেট চত্বরে রূপান্তরকামী ওই মহিলার খোঁজ পায় পুলিশ ৷ শুরু হয় ফের নজরদারি ৷ এমনকী, যোগাযোগ করা হয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি ইএসডি অরিস বিলাল ইটিভি ভারতকে বলেন, "প্রথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, অভিযুক্ত আদিল শেখ বিয়ের আগেই জানত যে, তাঁর স্ত্রী পুরুষ থেকে রূপান্তরিত হয়েছেন ৷ তার পরেও কেন তাঁকে খুনের চেষ্টা করা হল, সেটাই তদন্ত করে দেখা হচ্ছে ৷ এই ঘটনার পর আমরা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি ৷ তারা বিষয়টি খতিয়ে দেখে আমাদের খবর দেয় ৷ অভিযুক্ত আদিল শেখ ও তাঁর বন্ধু টাইগারকে আমরা কলকাতা বিমানবন্দর থেকে শুক্রবার রাতে গ্রেফতার করেছি। এই ঘটনায় আমরা পৃথক দুটি মামলা রুজু করেছি ৷ প্রথমটি রূপান্তরকামীর গায়ে হাত দেওয়া এবং প্রাণে মেরে ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি, নকল কাগজপত্র নিয়ে ভারতে আসার অন্য আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।"

তবে এই পুরো ঘটনার নেপথ্যে কী কারণ লুকিয়ে রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামীর বন্ধু টাইগার আদতে কাশ্মীরের বাসিন্দা। কেন নকল কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছে? কেনই বা মহিলাকে খুন করার চেষ্টা করা হয়, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি, অভিযুক্ত যুবক এতদিন ধরে কলকাতায় গা ঢাকা দেওয়া ও বিভিন্ন হোটেলে থাকার খরচ কীভাবে জুগিয়েছিল, টাকা কোথা থেকে এসেছে, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন

1. প্রেমিকাকে প্রকাশ্যে কুপিয়ে খুন করল প্রেমিক, ফিরে এল সুতপা-হত্যার স্মৃতি

2. নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কা পুলিশ ট্রাফিক বুথে, আহত 1

3. রাতের কলকাতায় মদ্যপদের হাতে আক্রান্ত তরুণী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.