ETV Bharat / state

রামকৃষ্ণ আশ্রমে হামলায় 5 ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের - Ramakrishna Mission Attacked - RAMAKRISHNA MISSION ATTACKED

Attack On Ramakrishna Mission: জলপাইগুড়িতে রামকৃষ্ণ আশ্রমে হামলার ঘটনায় ধৃত 5 জনকে পুলিশ হেফাজতে পাঠাল জেলা আদালত ৷ তবে ধৃতরা আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করে ৷

Attack On Ramakrishna Mission
ধৃতদের আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 9:18 PM IST

ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশে আইনজীবীদের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

জলপাইগুড়ি, 22 মে: রামকৃষ্ণ আশ্রমের সম্পত্তি সেবক হাউজে হামলার ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে 5 দিনের পুলিশ রিমান্ড দিল জলপাইগুড়ি আদালত । ধৃতদের ডাকাতির অভিযোগে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । সেই পাঁচজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে পুলিশ 7 দিনের রিমান্ড চায় । যদিও ধৃতরা এদিন নিজেদের নির্দোষ বলে দাবি করে ।

এই বিষয়ে জলপাইগুড়ি আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর প্রদীপ চট্টোপাধ্য়ায় জানান, রামকৃষ্ণ আশ্রমের সেবক হাউজে দুষ্কৃতী হামলার ঘটনায় পুলিশ ডাকাতির অভিযোগের ধারা দিয়েছে । তদন্ত করার জন্য পুলিশ 5 দিনের রিমান্ডে চেয়েছিল । তাই পেয়েছে । মূল অভিযুক্ত প্রদীপ রায় পলাতক রয়েছে ।

আরও পড়ুন : 'রাজনীতি নিয়ে ফতোয়া জারি করি না', অবস্থান স্পষ্ট করে উষ্মা প্রকাশ বেলুড় মঠের

অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক জানান, প্রথমে চুরি কেস শুরু হয় । এরপর আজ পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দেয় । পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় । এরা এই ঘটনার সঙ্গে জড়িতই নয় । আজ ধৃতদের জামিনের আবেদন খারিজ হয়ে যায় । পুলিশ 5 জনকে 7 দিনের রিমান্ড চেয়েছিল কিন্তু আদালত 5 দিনের রিমান্ড দিয়েছে । মূল অভিযুক্ত থানায় গিয়ে অভিযোগ করার পরেও পুলিশ তাকে ধরেনি ।

প্রসঙ্গত, জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দ ভক্তিনগর থানায় অভিযোগ করেন গত 18 মে ভোর সাড়ে তিনটে নাগাদ অনেক লোক ঢুকে পড়ে আশ্রমের সেবক হাউজে । তাদের হাতে কাটারি, বন্দুক ও রড ছিল । বাউন্ডারি দেওয়াল টপকে ভিতরে ঢোকে তারা । সিকিউরিটি গার্ড দু'জন-সহ 5 কর্মীকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা । এরপর তাদের অন্য জায়গায় ছেড়ে দেয় ।

জানা গিয়েছে, এক শুভাকাঙ্ক্ষী সেবক হাউজটি রামকৃষ্ণ আশ্রমকে দান করেছেন । নিয়ম মেনেই সেটি রামকৃষ্ণ আশ্রম নিয়েছে । মোট 1.59 একর জমি অর্থাৎ 97 কাঠা জায়গা । শিলিগুড়ি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করে ।

আরও পড়ুন :

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল, সন্ন্যাসীদের অপহরণে অভিযুক্ত তৃণমূল !

ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশে আইনজীবীদের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

জলপাইগুড়ি, 22 মে: রামকৃষ্ণ আশ্রমের সম্পত্তি সেবক হাউজে হামলার ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে 5 দিনের পুলিশ রিমান্ড দিল জলপাইগুড়ি আদালত । ধৃতদের ডাকাতির অভিযোগে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । সেই পাঁচজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে পুলিশ 7 দিনের রিমান্ড চায় । যদিও ধৃতরা এদিন নিজেদের নির্দোষ বলে দাবি করে ।

এই বিষয়ে জলপাইগুড়ি আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর প্রদীপ চট্টোপাধ্য়ায় জানান, রামকৃষ্ণ আশ্রমের সেবক হাউজে দুষ্কৃতী হামলার ঘটনায় পুলিশ ডাকাতির অভিযোগের ধারা দিয়েছে । তদন্ত করার জন্য পুলিশ 5 দিনের রিমান্ডে চেয়েছিল । তাই পেয়েছে । মূল অভিযুক্ত প্রদীপ রায় পলাতক রয়েছে ।

আরও পড়ুন : 'রাজনীতি নিয়ে ফতোয়া জারি করি না', অবস্থান স্পষ্ট করে উষ্মা প্রকাশ বেলুড় মঠের

অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক জানান, প্রথমে চুরি কেস শুরু হয় । এরপর আজ পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দেয় । পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় । এরা এই ঘটনার সঙ্গে জড়িতই নয় । আজ ধৃতদের জামিনের আবেদন খারিজ হয়ে যায় । পুলিশ 5 জনকে 7 দিনের রিমান্ড চেয়েছিল কিন্তু আদালত 5 দিনের রিমান্ড দিয়েছে । মূল অভিযুক্ত থানায় গিয়ে অভিযোগ করার পরেও পুলিশ তাকে ধরেনি ।

প্রসঙ্গত, জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দ ভক্তিনগর থানায় অভিযোগ করেন গত 18 মে ভোর সাড়ে তিনটে নাগাদ অনেক লোক ঢুকে পড়ে আশ্রমের সেবক হাউজে । তাদের হাতে কাটারি, বন্দুক ও রড ছিল । বাউন্ডারি দেওয়াল টপকে ভিতরে ঢোকে তারা । সিকিউরিটি গার্ড দু'জন-সহ 5 কর্মীকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা । এরপর তাদের অন্য জায়গায় ছেড়ে দেয় ।

জানা গিয়েছে, এক শুভাকাঙ্ক্ষী সেবক হাউজটি রামকৃষ্ণ আশ্রমকে দান করেছেন । নিয়ম মেনেই সেটি রামকৃষ্ণ আশ্রম নিয়েছে । মোট 1.59 একর জমি অর্থাৎ 97 কাঠা জায়গা । শিলিগুড়ি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করে ।

আরও পড়ুন :

শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল, সন্ন্যাসীদের অপহরণে অভিযুক্ত তৃণমূল !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.