ETV Bharat / state

জারি ভোট পরবর্তী হিংসা! আবাসনে পড়ল কাচের বোতল, অটোর ভিড়ে বাজছে ডিজে - Post Poll Violence

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 8:34 PM IST

Updated : Jun 7, 2024, 9:04 PM IST

Post Poll Violence: কলকাতায় ভোট পরবর্তী হিংসা ৷ বৃহস্পতি ও শুক্রবার দুই জায়গার আবাসনের সামনে কার্যত দাপিয়ে বেড়াল বাইক বাহিনী ৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় সন্ত্রস্ত আবাসনের বাসিন্দারা ৷

Etv Bharat
Etv BharatSFSDF (Etv Bharat)

উল্টোডাঙা, 7 জুন: লোকসভা নির্বাচন মিটেছে ৷ এরপর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা শোনা যাচ্ছে ৷ এমনকী খাস কলকাতা এবং শহরতলিও সেই তালিকা থেকে বাদ পড়েনি ৷ এবার উল্টোডাঙা ও চক্রবেড়িয়া এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল ৷

আবাসনের সামনে অটোর ভিড়ে তারস্বরে বাজছে ডিজে (ইটিভি ভারত)

প্রথম ঘটনা:

বৃহস্পতিবার বেশ কয়েকটি অভিজাত আবাসনের সামনে জড়ো হয় প্রায় 100টিরও বেশি অটো ও বাইক ৷ এরপর সেখানে তারস্বরে ডিজে মিউজিক বাজিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে তারা ৷ এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি । এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযোগ পর্যন্ত দায়ের হয়নি বলে খবর ৷

তবে ইতিমধ্যে উল্টোডাঙার এই ঘটনাটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ এই ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ এইভাবে একটি আবাসনে বিনা অনুমতিতে ডিজে মিউজিক বাজানো এবং শতাধিক অটো-বাইক উত্তেজনা তৈরি করার ফলে আবাসনের বাসিন্দারা স্বভাবতই ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছেন ।

দ্বিতীয় ঘটনা:

উল্টোডাঙার পাশাপাশি শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া রোডের একটি আবাসনে বাইকে চেপে আসে দুই ব্যক্তি ৷ তাদের মুখ ঢাকা ছিল । বাইকে থাকা ব্যাগ থেকে কাচের বোতল নিয়ে ভিতরে ছুড়ে মারতে শুরু করে । ইতিমধ্যে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে । স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এই দু'টি ঘটনায় আবাসনের মানুষ চরম আতঙ্কে রয়েছেন । রাজ্য তথা কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ দিনেদুপুরে কীভাবে ওই দুই ব্য়ক্তি আবাসনের মধ্যে ঢুকে কাচের বোতল ছুড়ল ? কী করে সেখানে উত্তেজনা ছড়ান হল ? উঠছে এরকমই নানা প্রশ্ন।

উল্টোডাঙা, 7 জুন: লোকসভা নির্বাচন মিটেছে ৷ এরপর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা শোনা যাচ্ছে ৷ এমনকী খাস কলকাতা এবং শহরতলিও সেই তালিকা থেকে বাদ পড়েনি ৷ এবার উল্টোডাঙা ও চক্রবেড়িয়া এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল ৷

আবাসনের সামনে অটোর ভিড়ে তারস্বরে বাজছে ডিজে (ইটিভি ভারত)

প্রথম ঘটনা:

বৃহস্পতিবার বেশ কয়েকটি অভিজাত আবাসনের সামনে জড়ো হয় প্রায় 100টিরও বেশি অটো ও বাইক ৷ এরপর সেখানে তারস্বরে ডিজে মিউজিক বাজিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে তারা ৷ এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি । এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযোগ পর্যন্ত দায়ের হয়নি বলে খবর ৷

তবে ইতিমধ্যে উল্টোডাঙার এই ঘটনাটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ এই ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ এইভাবে একটি আবাসনে বিনা অনুমতিতে ডিজে মিউজিক বাজানো এবং শতাধিক অটো-বাইক উত্তেজনা তৈরি করার ফলে আবাসনের বাসিন্দারা স্বভাবতই ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছেন ।

দ্বিতীয় ঘটনা:

উল্টোডাঙার পাশাপাশি শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া রোডের একটি আবাসনে বাইকে চেপে আসে দুই ব্যক্তি ৷ তাদের মুখ ঢাকা ছিল । বাইকে থাকা ব্যাগ থেকে কাচের বোতল নিয়ে ভিতরে ছুড়ে মারতে শুরু করে । ইতিমধ্যে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে । স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এই দু'টি ঘটনায় আবাসনের মানুষ চরম আতঙ্কে রয়েছেন । রাজ্য তথা কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ দিনেদুপুরে কীভাবে ওই দুই ব্য়ক্তি আবাসনের মধ্যে ঢুকে কাচের বোতল ছুড়ল ? কী করে সেখানে উত্তেজনা ছড়ান হল ? উঠছে এরকমই নানা প্রশ্ন।

Last Updated : Jun 7, 2024, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.