মহিষাদল, 30 অক্টোবর: হনুমানের আতঙ্কে তটস্থ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাপাস এলাকার মানুষজন ৷ জানা গিয়েছে, ওই গ্রামে হনুমানের হামলায় অন্তত পক্ষে 20 জন আহত হয়েছেন ৷ দিনে-দুপুরে গ্রামের সবজি ক্ষেতে তাণ্ডব চালাচ্ছে কয়েকটি হনুমান ৷ আর তাদের হামলা ঠেকাতে গিয়ে আক্রান্ত হচ্ছেন লোকজন ৷
প্রশাসনের তরফে জানানো হয়েছে, খাবারের সন্ধানে একদল হনুমান গ্রামে ঢুকেছিল ৷ পুরো হনুমানের দলটি ফিরে গেলেও, কয়েকটি হনুমান গ্রামেই রয়ে যায় ৷ এরপর গ্রামের সবজি ক্ষেতগুলিতে তাণ্ডব শুরু করে ৷ গ্রামবাসীরা সবজি ক্ষেতে হনুমানের হামলা রুখতে গেলে, তাঁদের উপর আক্রমণ করে ৷ এমনকি পথচলতি লোকজনকেও আঁচড় দেওয়া ও কামড়ানোর ঘটনা ঘটেছে ৷ হনুমানের হামলায় এক বালকও আহত হয়েছে ৷ তার হাতে আঁচড়ে দিয়েছে একটি হনুমান ৷ আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷
অন্যদিকে, গ্রামে হনুমানের উৎপাতের খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মীরা পৌঁছান ৷ কিন্তু, বন দফতরের কর্মীরাও হনুমান তাড়াতে ব্যর্থ হয়েছেন ৷ কলা ও খাঁচা নিয়ে গিয়ে হনুমান ধরতে নামেন বনকর্মীরা ৷ তবে তাঁদের বোকা বানিয়ে পালিয়েছে হনুমানের দল ৷ কলা খেয়ে নিলেও খাঁচায় ধরা দেয়নি একটিও হনুমান ৷ এমনকি বন দফতরের কর্মীদের উপরেও হামলা চালায় তারা ৷ আজ সকালে স্থানীয় একটি কোচিং সেন্টারে পড়াতে আসা শিক্ষককে আঁচড়ে দেয় একটি হনুমান ৷
মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার বলেন, "দলছুট কয়েকটি হনুমান একের পর এক গ্রামবাসীকে আঁচড় দিয়ে রক্তাক্ত করছে ৷ হনুমানের কামড়ের খবরও পেয়েছি । এই বিষয় নিয়ে স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে ৷ আহত 20 জনের চিকিৎসার কথা বলা হয়েছে ৷ পাশাপাশি, বন দফতরের আধিকারিক ও কর্মীদের গ্রামে পাঠানো হয়েছে ৷"