ETV Bharat / state

আয়ের সঙ্গে বেড়েছে মামলার সংখ্যাও, পাঁচ বছরে কতটা 'শ্রীবৃদ্ধি' লকেটের? - Lok Sabha Election 2024

Locket Chatterjee Asset Details: হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের আয় বৃদ্ধির সঙ্গে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যাও বেড়েছে । পাঁচ বছরে সরকারি কাজে বাঁধা, সম্পত্তি ভাঙচুর, অস্ত্র আইনে ও গোষ্ঠী সংঘর্ষের মদত-সহ একাধিক মামলার তালিকা রয়েছে হলফনামায় । একনজরে দেখে নিন বিজেপি প্রার্থীর বিষয় সম্পত্তির খুঁটিনাটি ৷

Locket Chatterjee Asset Details
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঞ্চয় সম্পত্তি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 5:55 PM IST

চুঁচুড়া, 11 মে: হুগলি লোকসভায় 2019 সালে প্রথম পদ্ম ফোটায় বিজেপি। তৃণমূলের দু'বারের সাংসদ রত্না দে নাগকে হারিয়ে জয়লাভ করে গেরুয়া শিবির । হুগলির সাতটি বিধানসভার মধ্যে বেশ কিছু থেকে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়ে সাংসদ হন তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর থেকে জেলায় আলাদা অক্সিজেন পেয়েছে বিজেপি । তৃণমূলের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন সাংসদ লকেট । এবারও বিজেপি তাঁর উপরেই ভরসা রেখেছে ।

এবার তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে একদা তাঁর সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। অভিনয় জীবনে রচনার সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলেও রাজনৈতিক ময়দানে সম্মুখ সমরে তাঁকে জায়গা ছাড়তে নারাজ লকেট । রচনা বন্দ্যোপাধ্যায়ের এখনও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও লকেট চট্টোপাধ্যায় পুরোপুরি এখন রাজনীতিবিদ ।

Locket Chatterjee Asset Details
লোকসভা ভোটের প্রচারে লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

সাংসদ ছাড়াও ফুড কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন লকেট। 2021 উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে তাঁকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল বিজেপি। বর্তমানে অভিনয় বা ব্যবসা থেকে আর্থিক আয়ের উৎস সেভাবে নেই তাঁর । তবু লকেট চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কিছুটা হলেও বেড়েছে গত পাঁচ বছরে। সেই সঙ্গে রাজনীতি নেমে একাধিক মামলা জর্জরিত তিনি । রাজ্যের বিভিন্ন থানায় তাঁর নামে মামলা রয়েছে । 2024 সালের লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশের সময় হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ সেই হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ এরকম ৷

Locket Chatterjee Asset Details
হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

গত 5 বছরে বার্ষিক আয়

  • 2018-19 সালে লকেটের বার্ষিক আয় ছিল, 4 লক্ষ 86 হাজার 654 টাকা ।
  • 2019-20 সালে 3 লক্ষ 28 হাজার 660 টাকা ।
  • 2020-21 সালে আয়ের পরিমাণ বেড়ে 7 লক্ষ 16 হাজার 830 টাকা ।
  • 2021-22 সালে আয় হয় 6 লক্ষ 67 হাজার 760 টাকা ।
  • 2022-23 সালে সেই আয় আরও বেড়ে হয়েছে 11 লক্ষ 97 হাজার 809 টাকা ।

হলফনামা অনুযায়ী লকেট চট্টোপাধ্যায়ের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের বার্ষিক আয়ের পরিমাণ...

  • 2018-19 সালে তাঁর স্বামীর আয় ছিল 17 লক্ষ 64 হাজার 331 টাকা।
  • 2019-20 সালে ওই আয় বেড়ে হয় 13 লক্ষ 98 হাজার 050 টাকা ।
  • 2020-21 সালে আয় 10 লক্ষ 630 টাকা ।
  • 2021-22 সালে বার্ষিক আয় 8 লক্ষ 25 হাজার 920 টাকা ৷
  • 2022-23 সালে আয় হয়েছে 1 লক্ষ 33 হাজার 171 টাকা ।

অস্থাবর সম্পত্তি

এই মুহূর্তে লকেটের হাতে রয়েছে নগদ 45 হাজার 800 টাকা । তাঁর স্বামীর হাতে নগদ রয়েছে 22 হাজার 300 টাকা । লকেটের তিনটি ব্যাংক অ্যাকাউন্টেও বেশ কিছু টাকা গচ্ছিত রয়েছে । সেই টাকার পরিমাণ 1 কোটি 5 হাজার 63 টাকা 98 পয়সা । তাঁর স্বামীর 2টি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 6 লক্ষ 68 হাজার 235 টাকা 16 পয়সা । এছাড়া পিপিএফে লকেটের বিনিয়োগের পরিমাণ 13 লক্ষ 40 হাজার 800 টাকা । স্বামীর পিপিএফ, মিউচুয়াল ফান্ড ও পোস্ট অফিসে জমানো টাকার পরিমাণ 1 কোটি 27 লক্ষ 24 হাজার 308 ।

লকেটের নামে 12 লক্ষ টাকা দামের টয়োটা ফর্চুনার চারচাকা গাড়ি রয়েছে । স্বামীর নামে 1 লক্ষ 20 হাজার টাকা দামের চারচাকা একটি গাড়ি রয়েছে । বিদায়ী সাংসদের নামে রয়েছে মোট 550 গ্রাম সোনার অলঙ্কার, যার মূল্য প্রায় 38 লক্ষ 50 হাজার টাকা ৷ লকেটের মোট অস্থাবর সম্পত্তির মূল্য 1 কোটি 64 লক্ষ 41 হাজার 663.97 টাকা ৷ স্বামীর মোট অস্থাবর সম্পত্তির মূল্য 1 কোটি 35 লক্ষ 22 হাজার 842.85 টাকা ৷

স্থাবর সম্পত্তি

লকেট চট্টোপাধ্যায়ের নামে দুটো ফ্ল্যাট ও বিনিয়োগ রয়েছে ৷ যার বর্তমান বাজার মূল্য 2 কোটি 49 লক্ষ 45 হাজার 800 টাকা ৷ লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের নামে একটি ফ্ল্যাট রয়েছে ৷ যার এখন বাজার মূল্য 53 লক্ষ টাকা ৷

মামলা

লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 22টি মামলা রয়েছে । এই মামলাগুলি রয়েছে কলকাতা,মালদা , হুগলি,কোচবিহার ও বীরভূম জেলার বিভিন্ন শহরে । লকেটের বিরুদ্ধে মূলত মারামারি, হুমকি, মানহানির ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জন্য মামলা করেছে পুলিশ । এছাড়াও সরকারি কাজে বাঁধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করার একাধিক মামলা রয়েছে তাঁর নামে । এমনকী অস্ত্র আইন মামলা চলছে লকেটের বিরুদ্ধে । এর পাশাপাশি 2020 সালে ভদ্রেশ্বর তেলেনিপাড়ার গোষ্ঠী সংঘর্ষের মামলাও রুজু করা হয়েছিল । যাতে লকেটের নাম রয়েছে ৷

আরও পড়ুন:

  1. বেতন ও ভাতা থেকে আয়েই কোটিপতি দিলীপ ঘোষ
  2. 100 কোটির উপর স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদের পরিমাণও কোটিতে বিহারীবাবুর
  3. ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর শেয়ারে লক্ষ লক্ষ টাকা! রইল অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা

চুঁচুড়া, 11 মে: হুগলি লোকসভায় 2019 সালে প্রথম পদ্ম ফোটায় বিজেপি। তৃণমূলের দু'বারের সাংসদ রত্না দে নাগকে হারিয়ে জয়লাভ করে গেরুয়া শিবির । হুগলির সাতটি বিধানসভার মধ্যে বেশ কিছু থেকে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়ে সাংসদ হন তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর থেকে জেলায় আলাদা অক্সিজেন পেয়েছে বিজেপি । তৃণমূলের বিরুদ্ধে বারংবার সরব হয়েছেন সাংসদ লকেট । এবারও বিজেপি তাঁর উপরেই ভরসা রেখেছে ।

এবার তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে একদা তাঁর সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। অভিনয় জীবনে রচনার সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলেও রাজনৈতিক ময়দানে সম্মুখ সমরে তাঁকে জায়গা ছাড়তে নারাজ লকেট । রচনা বন্দ্যোপাধ্যায়ের এখনও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও লকেট চট্টোপাধ্যায় পুরোপুরি এখন রাজনীতিবিদ ।

Locket Chatterjee Asset Details
লোকসভা ভোটের প্রচারে লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

সাংসদ ছাড়াও ফুড কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন লকেট। 2021 উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে তাঁকে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল বিজেপি। বর্তমানে অভিনয় বা ব্যবসা থেকে আর্থিক আয়ের উৎস সেভাবে নেই তাঁর । তবু লকেট চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কিছুটা হলেও বেড়েছে গত পাঁচ বছরে। সেই সঙ্গে রাজনীতি নেমে একাধিক মামলা জর্জরিত তিনি । রাজ্যের বিভিন্ন থানায় তাঁর নামে মামলা রয়েছে । 2024 সালের লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশের সময় হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ সেই হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ এরকম ৷

Locket Chatterjee Asset Details
হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

গত 5 বছরে বার্ষিক আয়

  • 2018-19 সালে লকেটের বার্ষিক আয় ছিল, 4 লক্ষ 86 হাজার 654 টাকা ।
  • 2019-20 সালে 3 লক্ষ 28 হাজার 660 টাকা ।
  • 2020-21 সালে আয়ের পরিমাণ বেড়ে 7 লক্ষ 16 হাজার 830 টাকা ।
  • 2021-22 সালে আয় হয় 6 লক্ষ 67 হাজার 760 টাকা ।
  • 2022-23 সালে সেই আয় আরও বেড়ে হয়েছে 11 লক্ষ 97 হাজার 809 টাকা ।

হলফনামা অনুযায়ী লকেট চট্টোপাধ্যায়ের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের বার্ষিক আয়ের পরিমাণ...

  • 2018-19 সালে তাঁর স্বামীর আয় ছিল 17 লক্ষ 64 হাজার 331 টাকা।
  • 2019-20 সালে ওই আয় বেড়ে হয় 13 লক্ষ 98 হাজার 050 টাকা ।
  • 2020-21 সালে আয় 10 লক্ষ 630 টাকা ।
  • 2021-22 সালে বার্ষিক আয় 8 লক্ষ 25 হাজার 920 টাকা ৷
  • 2022-23 সালে আয় হয়েছে 1 লক্ষ 33 হাজার 171 টাকা ।

অস্থাবর সম্পত্তি

এই মুহূর্তে লকেটের হাতে রয়েছে নগদ 45 হাজার 800 টাকা । তাঁর স্বামীর হাতে নগদ রয়েছে 22 হাজার 300 টাকা । লকেটের তিনটি ব্যাংক অ্যাকাউন্টেও বেশ কিছু টাকা গচ্ছিত রয়েছে । সেই টাকার পরিমাণ 1 কোটি 5 হাজার 63 টাকা 98 পয়সা । তাঁর স্বামীর 2টি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 6 লক্ষ 68 হাজার 235 টাকা 16 পয়সা । এছাড়া পিপিএফে লকেটের বিনিয়োগের পরিমাণ 13 লক্ষ 40 হাজার 800 টাকা । স্বামীর পিপিএফ, মিউচুয়াল ফান্ড ও পোস্ট অফিসে জমানো টাকার পরিমাণ 1 কোটি 27 লক্ষ 24 হাজার 308 ।

লকেটের নামে 12 লক্ষ টাকা দামের টয়োটা ফর্চুনার চারচাকা গাড়ি রয়েছে । স্বামীর নামে 1 লক্ষ 20 হাজার টাকা দামের চারচাকা একটি গাড়ি রয়েছে । বিদায়ী সাংসদের নামে রয়েছে মোট 550 গ্রাম সোনার অলঙ্কার, যার মূল্য প্রায় 38 লক্ষ 50 হাজার টাকা ৷ লকেটের মোট অস্থাবর সম্পত্তির মূল্য 1 কোটি 64 লক্ষ 41 হাজার 663.97 টাকা ৷ স্বামীর মোট অস্থাবর সম্পত্তির মূল্য 1 কোটি 35 লক্ষ 22 হাজার 842.85 টাকা ৷

স্থাবর সম্পত্তি

লকেট চট্টোপাধ্যায়ের নামে দুটো ফ্ল্যাট ও বিনিয়োগ রয়েছে ৷ যার বর্তমান বাজার মূল্য 2 কোটি 49 লক্ষ 45 হাজার 800 টাকা ৷ লকেটের স্বামী প্রসেনজিৎ ভট্টাচার্যের নামে একটি ফ্ল্যাট রয়েছে ৷ যার এখন বাজার মূল্য 53 লক্ষ টাকা ৷

মামলা

লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 22টি মামলা রয়েছে । এই মামলাগুলি রয়েছে কলকাতা,মালদা , হুগলি,কোচবিহার ও বীরভূম জেলার বিভিন্ন শহরে । লকেটের বিরুদ্ধে মূলত মারামারি, হুমকি, মানহানির ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জন্য মামলা করেছে পুলিশ । এছাড়াও সরকারি কাজে বাঁধা দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করার একাধিক মামলা রয়েছে তাঁর নামে । এমনকী অস্ত্র আইন মামলা চলছে লকেটের বিরুদ্ধে । এর পাশাপাশি 2020 সালে ভদ্রেশ্বর তেলেনিপাড়ার গোষ্ঠী সংঘর্ষের মামলাও রুজু করা হয়েছিল । যাতে লকেটের নাম রয়েছে ৷

আরও পড়ুন:

  1. বেতন ও ভাতা থেকে আয়েই কোটিপতি দিলীপ ঘোষ
  2. 100 কোটির উপর স্থাবর সম্পদ, অস্থাবর সম্পদের পরিমাণও কোটিতে বিহারীবাবুর
  3. ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর শেয়ারে লক্ষ লক্ষ টাকা! রইল অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.