কলকাতা, 11 মে: রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত লোকসভা কেন্দ্রের নাম অবশ্যই ডায়মন্ড হারবার। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃতীয়বার সাংসদ হওয়ার লক্ষ্যে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন নিজের মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনী লড়াইয়ের বাইরেও রাজ্য রাজনীতিতে আলোচিত নাম অভিষেক। বিভিন্ন সময় বিরোধীরা বিশেষ করে বিজেপি তাঁর বিরুদ্ধে গরু, কয়লা থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলেছে। কিন্তু বাস্তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত তা নির্বাচনী হলফনামা ছাড়া জানার সেভাবে উপায় নেই। ফলে রাজ্যবাসীকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার পর অভিষেকের সম্পত্তির হিসেবে চোখ রেখেছে রাজনৈতিক মহল। জানেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ কত ? জানেন, তাঁর মাথার উপর কত ঋণের বোঝা রয়েছে ? আপনারা জানেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে লড়াই করছেন তখন তাঁর হাতে কত টাকা রয়েছে ? সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া রয়েছে কমিশনে দেওয়া তাঁর হলফনামায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ:
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে নেই কোনও গাড়ি ৷ এমনকী বাড়িও নেই ৷ এখানেই শেষ নয়, তার স্ত্রী সন্তানদের নামেও বাড়ি, গাড়ি নেই। মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের স্থাবর সম্পত্তি পরিমাণ শূন্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ:
- হলফনামা অনুযায়ী, ডায়মন্ড হারবারের তিন বারের সাংসদের অস্থাবর সম্পত্তির পরিমাণ 1 কোটি 26 লক্ষ 20 হাজার 204 টাকা। এর মধ্যে অভিষেকের হাতে রয়েছে নগদ 7 লক্ষ 73 হাজার 335 টাকা। পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে 85 লক্ষ 43 হাজার 908 টাকা।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের তিনটি জীবন বীমা রয়েছে। এই জীবন বীমার মূল্য 31 লক্ষ টাকা।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে সোনা রয়েছে 30 গ্রাম। 2024 সালের 1 মে তারিখ অনুযায়ী এই পরিমাণ সোনার বাজার মূল্য 1 লক্ষ 99 হাজার 620 টাকা। এছাড়াও তাঁর কাছে রুপো রয়েছে 40 গ্রাম। 3 মে 2024 তারিখের নিরিখে দাম 3 হাজার 340 টাকা।
- হলফনামায় একটা গুরুত্বপূর্ণ অংশ ধরা পড়েছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থীর বাড়ি গাড়ি না থাকলেও তাঁর মাথায় এই মুহূর্তে 36 লক্ষ টাকার ঋণ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পত্তির খতিয়ান:
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় দেখা গিয়েছে তার উপর নির্ভরশীল এই মুহূর্তে তাঁর 10 বছরের মেয়ে এবং চার বছরের ছেলে।
- হলফনামা অনুযায়ী, অভিষেকের দুই সন্তানের কাছে নগদ রয়েছে যথাক্রমে 60 হাজার 781 টাকা এবং 61 হাজার 163 টাকা। তবে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনও নগদ টাকাই নেই এমনটাই বলা হয়েছে হলফনামায়। এখানে বলা হয়েছে তাঁর স্ত্রী'র অস্থাবর সম্পত্তির পরিমাণ 78 লক্ষ 70 হাজার 382 টাকা। ছেলে এবং মেয়ে মিলে দুই সন্তানের অস্থাবর সম্পত্তির পরিমাণ 27 লক্ষ 73 হাজার টাকার সামান্য বেশি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক আয়ের খতিয়ান :
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে তাঁর হলফনামা থেকে তাতে দেখা গিয়েছে, 2022-23 অর্থবর্ষে ডায়মন্ড হারবারের সংসদের আয় ছিল 82 লক্ষ 58 হাজার 360 টাকা। 2021-22 অর্থবর্ষে তা ছিল 90 লক্ষ 50 হাজার 643 হাজার। 2022-21 অর্থবর্ষে 1 কোটি 51 লক্ষ 29 হাজার 170 টাকা আয় করেন ডায়মন হারবারের সংসদ। 2019-20 অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ছিল 67 লাখ 32 হাজার 370 টাকা। 2018-19 অর্থবর্ষে তাঁর রোজগার ছিল 71 লাখ 52 হাজার 200 টাকা। অর্থাৎ অভিষেকের আয় বাড়লেও তা আবার কমে গিয়েছে 2022-23 অর্থবর্ষে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা:
- হলফনামায় স্পষ্টভাবে বলা হয়েছে তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে।
আরও পড়ুন
হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা
কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে দিদি নং ওয়ানের, হলফনামায় জানালেন রচনা