ETV Bharat / state

হলফনামায় নেই বার্ষিক আয়ের উল্লেখ, 10 হাজার টাকা হাতে নিয়ে ভোটযুদ্ধে বামেদের নিরাপদ - Lok Sabha Election 2024

Assets Declaration of Nirapada Sardar: 2011 সালে পরিবর্তনের বাতাবরণে সন্দেশখালি থেকে জিতে রাজ্যে লাল ঝান্ডার অস্তিত্ব বজায় রেখেছিলেন ৷ পিছিয়ে থাকা মানুষের নেতা হিসেবে পরিচিত সেই নিরাপদ সর্দারকে বসিরহাট থেকে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট ৷ নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী বাকি প্রার্থীদের মতো কোটিপতি নন পেশায় আইনজীবী এই বাম প্রার্থী ৷

Basirhat CPM Candidate
বাম প্রার্থীর সম্পত্তির খতিয়ান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 7:09 AM IST

বসিরহাট, 18 মে: রাজ‍্য রাজনীতিতে 'হটস্পট' এখন সন্দেশখালি। প্রতিনিয়ত কোনও না কোনও ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রাম ৷ বাড়ছে প্রতিবাদী মহিলাদের একাংশের মধ্যে ক্ষোভ-বিক্ষোভের পরিমাণ ৷ বহু চর্চিত এই কেন্দ্র থেকে এবার খেতমজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট ৷ সন্দেশখালির প্রতিবাদে সামিল হয়েছিলেন এই বাম নেতা ৷

অন্যদিকে, সন্দেশখালির আরেক প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি ৷ এবারের লোকসভা নির্বাচনে রেখা পদ্ম শিবিরের 'তুরুপের তাস' ৷ সেইসঙ্গে তৃণমূলের টিকিটে লড়াই করছেন দীর্ঘদিনের রাজনীতিক হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। বাদ নেই আইএসএফ । বসিরহাটে 'ভাইজানের' দল আইএসএফের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতার রহমান বিশ্বাস। ফলে চতুর্মুখী লড়াইয়ে রীতিমতো জমজমাট বসিরহাট লোকসভা কেন্দ্র।

মূলত পিছিয়ে থাকা মানুষের নেতা হিসেবে পরিচিত নিরাপদ সর্দার । পরিবর্তনের ঝড়ে 2011 সালের বিধানসভা ভোটে সন্দেশখালি থেকে জিতে লাল ঝান্ডার অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন এই নেতা । সেবার রাজ্যেজুড়ে পর্যুদস্ত হলেও বসিরহাট লোকসভার তিনটি বিধানসভাতে জয়ের স্বাদ পেয়েছিল বামপন্থীরা । আর বিধায়ক হয়েই সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে শেখ শাজাহান, শিবু হাজরার মতো নেতাদের অত্যাচারের কথা বিধানসভায় তুলে ধরেছিলেন নিরাপদ সর্দার । তখন অবশ্য এনিয়ে খুব একটা মাথাব্যথা ছিলনা তৃণমূল সরকারের । 12 বছর পর সেই সন্দেশখালিই এখন মাথাব‍্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে । ইতিমধ্যে এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন নিরাপদ ৷ জমা দিয়েছেন নিজের সম্পদের খতিয়ানও ৷

বাম প্রার্থীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী:

নিরাপদ সর্দার একজন প্রাক্তন বিধায়ক এবং পেনশন প্রাপক হয়েও কোনও বার্ষিক আয়ের রিটার্ন দাখিল করেননি বলেই হলফনামা থেকে জানা গিয়েছে । অবশ্য তাঁর স্ত্রী দীপা মুন্ডা সর্দারের নামে শেষ দু'বছরের রিটার্ন জমা দেওয়ার কথা উল্লেখ রয়েছে হলফনামায় ৷

দীপার বার্ষিক আয়:

দীপা একজন পার্শ্ব শিক্ষক বলে উল্লেখ রয়েছে হলফনামায় । 2022-23 অর্থবর্ষে নিরাপদ সর্দারের স্ত্রী দীপার বার্ষিক আয় 4 লক্ষ 35 হাজার 300 টাকা । 2023-24 অর্থবর্ষে সেই আয় বেড়ে হয়েছে 4 লক্ষ 44 হাজার 80 টাকা ৷

স্থাবর সম্পত্তি:

নিরাপদ সর্দারের কোনও আবাদী এবং অনাবাদী জমি নেই । কলকাতায় 2015 সালে ক্রয় করা নিরাপদ সর্দারের একটি 500 বর্গফুটের ঘর রয়েছে । যার বর্তমান বাজারমূল্য 17 লক্ষ 5 হাজার 500 টাকা ৷ ছেলের নামে রয়েছে 1 বিঘা 15 ছটাক জমি । বর্তমানে যার বাজার মূল্য 3 লক্ষ 65 হাজার 417 টাকা।

অস্থাবর সম্পত্তি:

এই মুহূর্তে নিরাপদ সর্দারের হাতে রয়েছে নগদ 10 হাজার টাকা । স্ত্রী দীপার হতে রয়েছে 5 হাজার টাকা । ছেলে জ্যোতিপ্রকাশের হাতে রয়েছে 2 হাজার টাকা । নিরাপদের দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে মোট 1 লক্ষ 93 হাজার 182 টাকা । স্ত্রী দীপার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 27 হাজার টাকা । নির্ভরশীল স্বজনের একটি ব্যাংকে জমা রয়েছে 2 হাজার টাকা । নির্বাচনী প্রচারে খরচের জন্য এসবিআই ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট রয়েছে বাম প্রার্থীর ৷ সেখানে রয়েছে 1 লক্ষ 60 হাজার টাকা ৷ যেটা ক্রাউড ফান্ডিং বলে উল্লেখ রয়েছে ৷ ইন্ডিয়ান ব্যাংকে আরও একটি অ্যাকাউন্টে রয়েছে তাঁর ৷ সেখানে 33 হাজার 182 টাকা।

প্রাক্তন বিধায়কের স্ত্রীর নামে পোস্ট অফিস-সহ অন্যান্য স্থায়ী আমানত রয়েছে মোট 94 হাজার 375 টাকা । নিরাপদ ও তাঁর স্ত্রী দীপার যৌথভাবে 12 লক্ষ টাকার ঋণ রয়েছে । যার বর্তমান বকেয়ার পরিমাণ 5 লক্ষ টাকা । স্ত্রীর নামে 4 ভরি সোনা রয়েছে ৷ যার বর্তমান বাজার মূল্য 2 লক্ষ 75 হাজার টাকা ।

নিরাপদের বিরুদ্ধে মামলা:

বাম প্রার্থী নিরাপদ সর্দারের নামে মোট 4টি মামলা রয়েছে ।

আরও পড়ুন:

বসিরহাট, 18 মে: রাজ‍্য রাজনীতিতে 'হটস্পট' এখন সন্দেশখালি। প্রতিনিয়ত কোনও না কোনও ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রাম ৷ বাড়ছে প্রতিবাদী মহিলাদের একাংশের মধ্যে ক্ষোভ-বিক্ষোভের পরিমাণ ৷ বহু চর্চিত এই কেন্দ্র থেকে এবার খেতমজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট ৷ সন্দেশখালির প্রতিবাদে সামিল হয়েছিলেন এই বাম নেতা ৷

অন্যদিকে, সন্দেশখালির আরেক প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি ৷ এবারের লোকসভা নির্বাচনে রেখা পদ্ম শিবিরের 'তুরুপের তাস' ৷ সেইসঙ্গে তৃণমূলের টিকিটে লড়াই করছেন দীর্ঘদিনের রাজনীতিক হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। বাদ নেই আইএসএফ । বসিরহাটে 'ভাইজানের' দল আইএসএফের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আখতার রহমান বিশ্বাস। ফলে চতুর্মুখী লড়াইয়ে রীতিমতো জমজমাট বসিরহাট লোকসভা কেন্দ্র।

মূলত পিছিয়ে থাকা মানুষের নেতা হিসেবে পরিচিত নিরাপদ সর্দার । পরিবর্তনের ঝড়ে 2011 সালের বিধানসভা ভোটে সন্দেশখালি থেকে জিতে লাল ঝান্ডার অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন এই নেতা । সেবার রাজ্যেজুড়ে পর্যুদস্ত হলেও বসিরহাট লোকসভার তিনটি বিধানসভাতে জয়ের স্বাদ পেয়েছিল বামপন্থীরা । আর বিধায়ক হয়েই সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে শেখ শাজাহান, শিবু হাজরার মতো নেতাদের অত্যাচারের কথা বিধানসভায় তুলে ধরেছিলেন নিরাপদ সর্দার । তখন অবশ্য এনিয়ে খুব একটা মাথাব্যথা ছিলনা তৃণমূল সরকারের । 12 বছর পর সেই সন্দেশখালিই এখন মাথাব‍্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে । ইতিমধ্যে এই কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন নিরাপদ ৷ জমা দিয়েছেন নিজের সম্পদের খতিয়ানও ৷

বাম প্রার্থীর জমা দেওয়া হলফনামা অনুযায়ী:

নিরাপদ সর্দার একজন প্রাক্তন বিধায়ক এবং পেনশন প্রাপক হয়েও কোনও বার্ষিক আয়ের রিটার্ন দাখিল করেননি বলেই হলফনামা থেকে জানা গিয়েছে । অবশ্য তাঁর স্ত্রী দীপা মুন্ডা সর্দারের নামে শেষ দু'বছরের রিটার্ন জমা দেওয়ার কথা উল্লেখ রয়েছে হলফনামায় ৷

দীপার বার্ষিক আয়:

দীপা একজন পার্শ্ব শিক্ষক বলে উল্লেখ রয়েছে হলফনামায় । 2022-23 অর্থবর্ষে নিরাপদ সর্দারের স্ত্রী দীপার বার্ষিক আয় 4 লক্ষ 35 হাজার 300 টাকা । 2023-24 অর্থবর্ষে সেই আয় বেড়ে হয়েছে 4 লক্ষ 44 হাজার 80 টাকা ৷

স্থাবর সম্পত্তি:

নিরাপদ সর্দারের কোনও আবাদী এবং অনাবাদী জমি নেই । কলকাতায় 2015 সালে ক্রয় করা নিরাপদ সর্দারের একটি 500 বর্গফুটের ঘর রয়েছে । যার বর্তমান বাজারমূল্য 17 লক্ষ 5 হাজার 500 টাকা ৷ ছেলের নামে রয়েছে 1 বিঘা 15 ছটাক জমি । বর্তমানে যার বাজার মূল্য 3 লক্ষ 65 হাজার 417 টাকা।

অস্থাবর সম্পত্তি:

এই মুহূর্তে নিরাপদ সর্দারের হাতে রয়েছে নগদ 10 হাজার টাকা । স্ত্রী দীপার হতে রয়েছে 5 হাজার টাকা । ছেলে জ্যোতিপ্রকাশের হাতে রয়েছে 2 হাজার টাকা । নিরাপদের দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে মোট 1 লক্ষ 93 হাজার 182 টাকা । স্ত্রী দীপার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 27 হাজার টাকা । নির্ভরশীল স্বজনের একটি ব্যাংকে জমা রয়েছে 2 হাজার টাকা । নির্বাচনী প্রচারে খরচের জন্য এসবিআই ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট রয়েছে বাম প্রার্থীর ৷ সেখানে রয়েছে 1 লক্ষ 60 হাজার টাকা ৷ যেটা ক্রাউড ফান্ডিং বলে উল্লেখ রয়েছে ৷ ইন্ডিয়ান ব্যাংকে আরও একটি অ্যাকাউন্টে রয়েছে তাঁর ৷ সেখানে 33 হাজার 182 টাকা।

প্রাক্তন বিধায়কের স্ত্রীর নামে পোস্ট অফিস-সহ অন্যান্য স্থায়ী আমানত রয়েছে মোট 94 হাজার 375 টাকা । নিরাপদ ও তাঁর স্ত্রী দীপার যৌথভাবে 12 লক্ষ টাকার ঋণ রয়েছে । যার বর্তমান বকেয়ার পরিমাণ 5 লক্ষ টাকা । স্ত্রীর নামে 4 ভরি সোনা রয়েছে ৷ যার বর্তমান বাজার মূল্য 2 লক্ষ 75 হাজার টাকা ।

নিরাপদের বিরুদ্ধে মামলা:

বাম প্রার্থী নিরাপদ সর্দারের নামে মোট 4টি মামলা রয়েছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.