ETV Bharat / state

ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর শেয়ারে লক্ষ লক্ষ টাকা! রইল অর্জুন সিংয়ের নির্বাচনী হলফনামা - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: রাজ্যের অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র ব্যারাকপুর ৷ এই কেন্দ্রে এবারও প্রার্থী অর্জুন সিং ৷ তবে তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন ৷ রইল তাঁর সম্পত্তির খতিয়ান ৷

Lok Sabha Poll 2024
ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সম্পত্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 2:09 PM IST

ব‍্যারাকপুর, 2 মে: কপালে এঁটেছে দলবদলুর তকমা! তাও হাইভোল্টেজ ব‍্যারাকপুরে নিজের গড় ধরে রাখতে এবারও বিজেপির প্রতীকে ময়দানে নেমেছেন অর্জুন সিং ৷ এই কেন্দ্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী একসময়ের সতীর্থ, নৈহাটির ভূমিপুত্র, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ৷ নির্বাচনে একে অপরকে ঘায়েল করতে কোনও কসুরই রাখছেন না পার্থ ও অর্জুন ৷

2019 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন অর্জুন সিং ৷ সেবারও তৃণমূল তাঁকে প্রার্থী না-করায় তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ৷ তবে বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার দু'বছরের মাথায় অর্জুন ফিরে আসেন পুরনো দলে ৷ তবে, এবারও রাজনীতিতে তাঁর চলার পথ মসৃণ হয়নি ৷ তৃণমূলে টিকিট না-পেয়ে ফের লোকসভা ভোটের মুখে অর্জুনের ঘরওয়াপসি হয় ৷

আগামী 20 মে পঞ্চম দফায় ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ৷ তার আগে কমিশনের কাছে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন ৷ তাতে তিনি তাঁর সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন ৷ সেই খতিয়ানে অর্জুনের সম্পত্তি বাড়ল না কমল ?

গত 5 বছরে অর্জুন সিংয়ের বার্ষিক আয়:

  • 2018-19 অর্থবর্ষে তাঁর আয় ছিল 11 লক্ষ 43 হাজার 647 টাকা ৷
  • 2019-20 অর্থবর্ষে তা বেড়ে হয়েছে 22 লক্ষ 92 হাজার 220 টাকা ৷
  • 2020-21 অর্থবর্ষে অর্জুনের আয় কমে হয়েছে 13 লক্ষ 41 হাজার 880 টাকা ৷

ঠিক একইভাবে 2021-22 অর্থবর্ষে তাঁর আয় কমে দাঁড়ায় 12 লক্ষ 26 হাজার 480 টাকা ৷ আবার 2022-23 অর্থবর্ষে সেই আয় আবারও বেড়ে হয় 17 লক্ষ 43 হাজার 980 টাকা ৷ তবে, অর্জুনের স্ত্রী ঊষা সিংয়ের আয়ের কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ৷

অর্জুন সিংয়ের অস্থাবর সম্পত্তি:

এই মুহূর্তে অর্জুনের হাতে রয়েছে নগদ 10 লক্ষ 8 হাজার 325 টাকা ৷ স্ত্রী ঊষার হাতে রয়েছে নগদ 10 হাজার টাকা ৷ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ যেখানে তাঁর গচ্ছিত নগদ টাকার পরিমাণ 7 লক্ষ 85 হাজার 558 টাকা ৷

এছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে পদ্ম প্রার্থীর ৷ যার পরিমাণ 24 লক্ষ টাকা ৷ এনএসএস স্কিমে গচ্ছিত রয়েছে 1 লক্ষ 65 হাজার টাকা। ব্যক্তিগতভাবে তিনি ঋণ দিয়েছেন 14 লক্ষ 18 হাজার টাকা ৷ 2023 সালে অর্জুন সিংয়ের নামে একটি ফরচুনা গাড়ি কেনা হয়েছে ৷ যার মূল্য 49 লক্ষ 75 হাজার 130 টাকা ৷ বিদায়ী সাংসদের রয়েছে মোট 52.4 গ্রাম গয়না, যার মূল্য 3 লক্ষ 89 হাজার 682 টাকা ৷ তাঁর স্ত্রী ঊষা সিংয়ের নামে 93.2 গ্রাম সোনার গয়না রয়েছে ৷ যার বর্তমান মূল্য 6 লক্ষ 93 হাজার 221 টাকা ৷

অর্জুন সিংয়ের স্থাবর সম্পত্তি:

এছাড়া জমি-সহ অন‍্য সম্পত্তিতেও নথিভুক্তি রয়েছে অর্জুনের নাম ৷ অগ্রিম বাবদ 10 লক্ষ 70 হাজার টাকার সম্পত্তি রয়েছে ৷ অন‍্যদিকে, টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, চুঁচুড়া, আমডাঙা, বহরমপুর, নৈহাটি-সহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অপরাধ মামলার ফিরিস্তি দিয়েছেন অর্জুন। নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় তিনি উল্লেখ করেছেন, অন্তত 93টি মামলা রয়েছে তাঁর নামে ৷ যার মধ্যে প্রতারণা, খুনের চেষ্টা, বিস্ফোরক মজুত, শ্লীলতাহানি, বেআইনি অস্ত্র রাখা, বিস্ফোরণ ঘটানোর মতো অপরাধমূলক মামলাও রয়েছে ৷

আরও পড়ুন:

  1. সম্পত্তির পরিমাণে টেক্কা দিচ্ছেন স্ত্রী, এই ভোটেও কি ‘অজেয়’ খগেন ?
  2. পাঁচ বছরে অধীর চৌধুরীর সম্পত্তি বাড়ল নাকি কমল, কী বলছে হলফনামা ?

ব‍্যারাকপুর, 2 মে: কপালে এঁটেছে দলবদলুর তকমা! তাও হাইভোল্টেজ ব‍্যারাকপুরে নিজের গড় ধরে রাখতে এবারও বিজেপির প্রতীকে ময়দানে নেমেছেন অর্জুন সিং ৷ এই কেন্দ্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী একসময়ের সতীর্থ, নৈহাটির ভূমিপুত্র, তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ৷ নির্বাচনে একে অপরকে ঘায়েল করতে কোনও কসুরই রাখছেন না পার্থ ও অর্জুন ৷

2019 সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন অর্জুন সিং ৷ সেবারও তৃণমূল তাঁকে প্রার্থী না-করায় তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ৷ তবে বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার দু'বছরের মাথায় অর্জুন ফিরে আসেন পুরনো দলে ৷ তবে, এবারও রাজনীতিতে তাঁর চলার পথ মসৃণ হয়নি ৷ তৃণমূলে টিকিট না-পেয়ে ফের লোকসভা ভোটের মুখে অর্জুনের ঘরওয়াপসি হয় ৷

আগামী 20 মে পঞ্চম দফায় ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ৷ তার আগে কমিশনের কাছে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন ৷ তাতে তিনি তাঁর সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন ৷ সেই খতিয়ানে অর্জুনের সম্পত্তি বাড়ল না কমল ?

গত 5 বছরে অর্জুন সিংয়ের বার্ষিক আয়:

  • 2018-19 অর্থবর্ষে তাঁর আয় ছিল 11 লক্ষ 43 হাজার 647 টাকা ৷
  • 2019-20 অর্থবর্ষে তা বেড়ে হয়েছে 22 লক্ষ 92 হাজার 220 টাকা ৷
  • 2020-21 অর্থবর্ষে অর্জুনের আয় কমে হয়েছে 13 লক্ষ 41 হাজার 880 টাকা ৷

ঠিক একইভাবে 2021-22 অর্থবর্ষে তাঁর আয় কমে দাঁড়ায় 12 লক্ষ 26 হাজার 480 টাকা ৷ আবার 2022-23 অর্থবর্ষে সেই আয় আবারও বেড়ে হয় 17 লক্ষ 43 হাজার 980 টাকা ৷ তবে, অর্জুনের স্ত্রী ঊষা সিংয়ের আয়ের কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ৷

অর্জুন সিংয়ের অস্থাবর সম্পত্তি:

এই মুহূর্তে অর্জুনের হাতে রয়েছে নগদ 10 লক্ষ 8 হাজার 325 টাকা ৷ স্ত্রী ঊষার হাতে রয়েছে নগদ 10 হাজার টাকা ৷ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ৷ যেখানে তাঁর গচ্ছিত নগদ টাকার পরিমাণ 7 লক্ষ 85 হাজার 558 টাকা ৷

এছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে পদ্ম প্রার্থীর ৷ যার পরিমাণ 24 লক্ষ টাকা ৷ এনএসএস স্কিমে গচ্ছিত রয়েছে 1 লক্ষ 65 হাজার টাকা। ব্যক্তিগতভাবে তিনি ঋণ দিয়েছেন 14 লক্ষ 18 হাজার টাকা ৷ 2023 সালে অর্জুন সিংয়ের নামে একটি ফরচুনা গাড়ি কেনা হয়েছে ৷ যার মূল্য 49 লক্ষ 75 হাজার 130 টাকা ৷ বিদায়ী সাংসদের রয়েছে মোট 52.4 গ্রাম গয়না, যার মূল্য 3 লক্ষ 89 হাজার 682 টাকা ৷ তাঁর স্ত্রী ঊষা সিংয়ের নামে 93.2 গ্রাম সোনার গয়না রয়েছে ৷ যার বর্তমান মূল্য 6 লক্ষ 93 হাজার 221 টাকা ৷

অর্জুন সিংয়ের স্থাবর সম্পত্তি:

এছাড়া জমি-সহ অন‍্য সম্পত্তিতেও নথিভুক্তি রয়েছে অর্জুনের নাম ৷ অগ্রিম বাবদ 10 লক্ষ 70 হাজার টাকার সম্পত্তি রয়েছে ৷ অন‍্যদিকে, টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, চুঁচুড়া, আমডাঙা, বহরমপুর, নৈহাটি-সহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অপরাধ মামলার ফিরিস্তি দিয়েছেন অর্জুন। নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় তিনি উল্লেখ করেছেন, অন্তত 93টি মামলা রয়েছে তাঁর নামে ৷ যার মধ্যে প্রতারণা, খুনের চেষ্টা, বিস্ফোরক মজুত, শ্লীলতাহানি, বেআইনি অস্ত্র রাখা, বিস্ফোরণ ঘটানোর মতো অপরাধমূলক মামলাও রয়েছে ৷

আরও পড়ুন:

  1. সম্পত্তির পরিমাণে টেক্কা দিচ্ছেন স্ত্রী, এই ভোটেও কি ‘অজেয়’ খগেন ?
  2. পাঁচ বছরে অধীর চৌধুরীর সম্পত্তি বাড়ল নাকি কমল, কী বলছে হলফনামা ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.