নয়াদিল্লি, 10 জুন: লোকসভা ভোট শেষ হতেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মোট 10টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে রাজ্যে তার মধ্যে সোমবার চার কেন্দ্রেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন ৷ একই সঙ্গে, এদিন থেকেই কার্যকর হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণ বিধিও ৷ আগামী 10 জুলাই হবে এই 4 কেন্দ্রের উপনির্বাচন ৷
লোকসভা নির্বাচনে এবার তৃণমূল এবং বিজেপির অনেক বিধায়কই ভোটে দাঁড়িয়েছিলেন ৷ এছাড়াও মানিকতলা কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে সেই আসনটিও খালি হয় ৷ সেই বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন কবে হবে তা নিয়ে জল্পনা ছিল ৷ নৈহাটি, মেদিনীপুর, বাগদা, রানাঘাট দক্ষিণ, হাড়োয়া, তালডাংরা, রায়গঞ্জ, সিতাই ও মাদারিহাট এই কেন্দ্রগুলিতে। অন্যদিকে, প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকেই মানিকতলা আসনে উপনির্বাচন ঝুলে রয়েছে । 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এই আসনে হেরে গিয়ে আদালতে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সম্প্রতি সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে শেষ পর্যন্ত মামলা তুলে নেন তিনি। ফলে খুব শীঘ্রই এই আসনেও উপনির্বাচন ঘোষণা হতে পারে বলে খবর ছিল।
এদিন নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা বিধানসভা আসনে ভোট হবে আগামী 10 জুলাই ৷ আগামী 21 জুন এই চার কেন্দ্রে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ৷ পাশাপাশি, 26 জুন নমিনেশন প্রত্য়াহার করার শেষ দিন এবং 10 জুলাই এই কেন্দ্রগুলিতে ভোট হবে ৷ সেই সঙ্গে কমিশন জানিয়ে দিয়েছে, 13 জুলাই হবে এই কেন্দ্রগুলির ভোটের ফল ঘোষণা ৷
প্রসঙ্গত, রায়গঞ্জ আসনে কৃষ্ণকল্যাণী বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভায় প্রার্থী হয়েছিলেন, একইভাবে, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভায় প্রার্থী হয়েছিলেন ৷ মানিকতলায় সাধন পাণ্ডের মৃত্যুতে সেই আসনটিও খালি হয়েছিল ৷