কোচবিহার, 3 অগস্ট: নদীতে মাছ ধরতে ধরতে কখন যে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছিলেন তা জানতেই পারেনি ৷ তার মধ্যে আবার মাছ ধরতে গিয়ে বাংলাদেশিদের সঙ্গে ঝামেলা । আর এর জেরেই আন্তর্জাতিক সীমান্তের নিয়মকে লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশের দায়ে আড়াই বছর জেলবন্দি থাকতে হয় ৷ অবশেষে শনিবার দেশে ফিরলেন অসমের হায়রাজ আলি বাবু ।
জেলে সাজার মেয়াদ শেষ হওয়ার পর শনিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ভারতে আসেন । বাংলাদেশ প্রশাসনের তরফে অসমের ধুবড়ি জেলার ওই নাগরিককে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চেকপোস্ট দিয়ে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি এদিন আবদুল কাদের বলে মানসিক ভারসাম্যহীন ধুবড়ির এক বাসিন্দাকেও ভারতে ফেরত পাঠানো হয় । শনিবার তাঁদের ফেরানোর সময় উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস, বিএসএফের 151 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিজয় কাহার প্রমুখ ।
দীর্ঘদিন পর দেশে ফিরে খুশি তাঁরা । এদিন হায়রাজ আলি বাবু জানান, বাংলাদেশের সীমান্তে মাছ ধরছিলেন । হঠাৎই বাংলাদেশিদের সঙ্গে ঝামেলা হয় । এরপরই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাঁকে ধরে নিয়ে যায় । কুড়িগ্রাম জেলায় আড়াই বছর থাকার পর শনিবার ভারতে ফেরেন তিনি । এবার বাড়ি ফিরে যাবেন । তাঁকে নিতে তাঁর বাবা ও ভাই চ্যাংরাবান্ধা সীমান্তে আসেন । অপরদিকে ধুবড়ির বাসিন্দা মানসিক ভারসাম্যহীন আবদুল কাদেরকে নিতে এসেছেন তাঁর দাদা নূর আলম ।
তিনি বলেন, "ভাই ভুল করে বাংলাদেশে চলে গিয়েছিল । তখন আমরা স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছিলাম । পরে জানতে পারি কুড়িগ্রাম জেলে রয়েছে । পরে উকিল ধরা হয় । ভাই জেল থেকে ছাড়া পেয়েছে । এদিন বাড়ি নিয়ে যাব ।"