ETV Bharat / state

দুষ্কৃতীর হামলা! কর্তব্যরত অবস্থায় মাথা ফাটল পুলিশকর্মীর - POLICE PERSONNEL ATTACKED - POLICE PERSONNEL ATTACKED

Miscreant Attacked Police Personnel At Shobhabazar: শোভাবাজারে কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীর হামলায় মাথা ফাটল কলকাতা পুলিশের এক এএসআইয়ের ৷ অভিযোগ মদ্যপ অবস্থায় পুলিশকে গালাগালি করছিল অভিযুক্ত ৷ তাকে বাধা দিতে গেলে ওই পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ৷

ETV BHARAT
শোভাবাজারে কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীর হামলায় মাথা ফাটল পুলিশ কর্মীর৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 12:58 PM IST

Updated : Jul 17, 2024, 2:49 PM IST

কলকাতা, 17 জুলাই: কলকাতা শহরে ফের আক্রান্ত পুলিশ কর্মী ৷ বটতলা থানা এলাকার শোভাবাজারে টহলদারির সময় রক্তাক্ত হতে হল তাঁকে ৷ অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে 12টা নাগাদ এলাকায় মদ্যপ অবস্থায় ঝামেলা করছিল এক দুষ্কৃতী ৷ সেই ঝামেলা থামাতে গেলে আক্রান্ত হন কর্তব্যরত ওই পুলিশকর্মী ৷ তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় ৷ এরপর ওই পুলিশকর্মীকে মারধরও করা হয় ৷ ঘটনার জেরে তাঁর মাথা ফেটে গিয়েছে ৷ রাহুল দাস নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ৷

জানা গিয়েছে, মহরমের জন্য শোভাবাজার এলাকায় পুলিশ কর্মীদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব দেওয়ার কাজ চলছিল ৷ সেই সময় পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে অভিযুক্ত রাহুল ৷ তাকে নিষেধ করা হলেও, জারি থাকে কটূক্তি ও গালাগালি ৷ তখনই এএসআই ব়্যাংকের ওই পুলিশ কর্মী এগিয়ে যান এবং অভিযুক্তকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন ৷ অভিযোগ হঠাৎই ওই পুলিশ কর্মীকে ধাক্কা মারে রাহুল দাস নামে ওই যুবক ৷ ধাক্কার জেরে রাস্তায় পড়ে যান ওই এএসআই ৷ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কিছু বুঝে ওঠার আগে তাঁকে মারধর শুরু করে অভিযুক্ত ৷

অন্যান্য পুলিশ কর্মীরা অভিযুক্তকে ধরতে গেলে, পালানোর চেষ্টা করে অভিযুক্ত রাহুল দাস ৷ তবে, পালানোর আগেই তাকে ধরে ফেলা হয় ৷ অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বটতলা থানার পুলিশ ৷ আহত অবস্থায় ওই এএসআই-কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা ইটিভি ভারতকে বলেন, "রাহুল দাস নামে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি ৷ ঘটনার সময়ে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল ৷ তাকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ আক্রান্ত পুলিশ কর্মীর চিকিৎসা করা হয়েছে ৷"

উল্লেখ্য, আজ মহরমে যাতে রাজ্য তথা কলকাতা শহরের আইন শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য বদ্ধপরিকর পুলিশ প্রশাসন ৷ ইতিমধ্যেই গতকাল নবান্নে রাজ্যের ডিজিপি রাজিব কুমার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ৷ তিনি জানান, উৎসব সবার জন্য ৷ এই উৎসবের জন্য যাতে কারও অসুবিধা না হয়, সেই দিকে প্রত্যেকের খেয়াল রাখা উচিত ৷ সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানান, কোনও সমস্যার সম্মুখীন হলে পুলিশের সাহায্য চাইতে ৷

কলকাতা, 17 জুলাই: কলকাতা শহরে ফের আক্রান্ত পুলিশ কর্মী ৷ বটতলা থানা এলাকার শোভাবাজারে টহলদারির সময় রক্তাক্ত হতে হল তাঁকে ৷ অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে 12টা নাগাদ এলাকায় মদ্যপ অবস্থায় ঝামেলা করছিল এক দুষ্কৃতী ৷ সেই ঝামেলা থামাতে গেলে আক্রান্ত হন কর্তব্যরত ওই পুলিশকর্মী ৷ তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় ৷ এরপর ওই পুলিশকর্মীকে মারধরও করা হয় ৷ ঘটনার জেরে তাঁর মাথা ফেটে গিয়েছে ৷ রাহুল দাস নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে ৷

জানা গিয়েছে, মহরমের জন্য শোভাবাজার এলাকায় পুলিশ কর্মীদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব দেওয়ার কাজ চলছিল ৷ সেই সময় পুলিশকে লক্ষ্য করে গালাগালি শুরু করে অভিযুক্ত রাহুল ৷ তাকে নিষেধ করা হলেও, জারি থাকে কটূক্তি ও গালাগালি ৷ তখনই এএসআই ব়্যাংকের ওই পুলিশ কর্মী এগিয়ে যান এবং অভিযুক্তকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন ৷ অভিযোগ হঠাৎই ওই পুলিশ কর্মীকে ধাক্কা মারে রাহুল দাস নামে ওই যুবক ৷ ধাক্কার জেরে রাস্তায় পড়ে যান ওই এএসআই ৷ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা কিছু বুঝে ওঠার আগে তাঁকে মারধর শুরু করে অভিযুক্ত ৷

অন্যান্য পুলিশ কর্মীরা অভিযুক্তকে ধরতে গেলে, পালানোর চেষ্টা করে অভিযুক্ত রাহুল দাস ৷ তবে, পালানোর আগেই তাকে ধরে ফেলা হয় ৷ অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বটতলা থানার পুলিশ ৷ আহত অবস্থায় ওই এএসআই-কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তা ইটিভি ভারতকে বলেন, "রাহুল দাস নামে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি ৷ ঘটনার সময়ে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল ৷ তাকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ আক্রান্ত পুলিশ কর্মীর চিকিৎসা করা হয়েছে ৷"

উল্লেখ্য, আজ মহরমে যাতে রাজ্য তথা কলকাতা শহরের আইন শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য বদ্ধপরিকর পুলিশ প্রশাসন ৷ ইতিমধ্যেই গতকাল নবান্নে রাজ্যের ডিজিপি রাজিব কুমার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ৷ তিনি জানান, উৎসব সবার জন্য ৷ এই উৎসবের জন্য যাতে কারও অসুবিধা না হয়, সেই দিকে প্রত্যেকের খেয়াল রাখা উচিত ৷ সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানান, কোনও সমস্যার সম্মুখীন হলে পুলিশের সাহায্য চাইতে ৷

Last Updated : Jul 17, 2024, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.