আসানসোল, 16 জানুয়ারি: রেলগেটে আটকে পড়ে যানযটের দীর্ঘদিনের সমস্যা এবার মিটতে চলেছে আসানসোলে । আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত দামোদর রেলগেট এবং আসানসোলের গড়াই রোডে কোর্টের সামনে যে রেলগেট রয়েছে, এই দুটিতেই আন্ডারপাস তৈরি করা হবে ৷ এমনই দাবি করেছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল । রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তিনি চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন । সেই অনুরোধে সাড়া মিলেছে । এই দুটি রেলগেটেই আন্ডারপাস তৈরি করা হবে বলে দাবি করেছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল ।
বৃহস্পতিবার বিধায়ক অগ্নিমিত্রা পাল দামোদর রেলগেট পরিদর্শনে গিয়েছিলেন । সেখানে নির্মাণ কাজ চলছে । সেই কাজ তিনি ঘুরে দেখেন ৷ অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "এই রেলগেটে আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়েছে । অগস্টের মধ্যেই এই রেলগেট আন্ডারপাস তৈরির কাজ শেষ হয়ে যাবে । অন্যদিকে আসানসোল কোর্টের কাছে যে রেলগেটটি রয়েছে তাতেও আন্ডারপাস তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ।"
আসানসোলবাসীর দীর্ঘদিনের সমস্যা ছিল আসানসোল কোর্ট সংলগ্ন এসবি গড়াই রোডের উপরে রেলগেট এবং আদ্রা রেল ডিভিশনের দামোদর স্টেশন সংলগ্ন দামোদর মধুকুণ্ডা স্টেশনের মাঝে রেললাইনের ওপরে রেলগেট । দামোদর রেল স্টেশন থেকে রেল চলাচলের জন্য ওই রেলগেট বন্ধ হলে আশেপাশের গ্রামের মানুষদের প্রচণ্ড অসুবিধা হত ।
ওই এলাকাটি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিধানসভা এলাকার অন্তর্গত । সেই কারণে তিনি যখন ওই এলাকায় গিয়েছিলেন তখন গ্রামবাসীরা অনুরোধ করেছিলেন, সেখানে একটি আন্ডারপাস বানিয়ে দেওয়ার জন্য । পাশাপাশি আসানসোল কোর্ট সংলগ্ন এলাকাতেও রেল গেটের নীচে আন্ডারপাস করার দাবি উঠেছিল । এই দুটি দাবি রেলমন্ত্রীকে চিঠি দিয়ে এবং সাক্ষাৎ করে সম্প্রতি জানিয়েছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল । অগ্নিমিত্রা পালের অনুরোধে রেলমন্ত্রী সাড়া দিয়েছেন বলে অগ্নিমিত্রার দাবি । তিনি জানিয়েছেন, এই দুটি আন্ডারপাস তৈরি হবে খুব দ্রুত ।