কলকাতা, 12 মে: আরও একবার সন্দেশখালির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আরও একবার গঙ্গাধর কয়ালকে সন্দেশখালি নিয়ে সেই ভিডিয়োতে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে। আর এই অবস্থায় এই ভিডিয়োকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে নিশানা করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, কেন সন্দেশখালিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এসেছিল! সেখানে বোমা বন্দুক কারা রেখেছিল, এর উত্তর কি প্রধানমন্ত্রী দেবেন?
এই ভিডিয়ো নিয়ে বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, "সন্দেশখালি আজ একটা আই ওপেনার। বিজেপি কতটা নির্লজ্জ, রাজনীতি করার জন্য তারা কতটা নীচে নামতে পারে, এই ভিডিয়ো দেখলে বোঝা যায়। এনআইএ তথা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অথবা এনএসজিকে যারা সন্দেশখালিতে নিয়ে এসেছিল ভোটকে প্রভাবিত করার জন্য, আমার মনে হয়, এবার তাদের সবাইকে একসঙ্গে জেরা করার সময় এসেছে। শুভেন্দু অধিকারীকেও কোনওভাবে এই তদন্তের বাইরে রাখা যায় না। পুরো পরিকল্পনা শুভেন্দু অধিকারীর ছিল। আজকে তো জলের মতো পরিষ্কার বোমা ও পিস্তল রাখার পরিকল্পনাটাও শুভেন্দু অধিকারীর ছিল।"
এখানেই শেষ নয় তিনি আরও বলেন, "মিথ্যা ধর্ষণ, পিস্তল, দেশি বন্দুক, বোমা সব দিয়ে এই পরিকল্পনা সাজানো হয়েছিল। বিজেপি নেতারা বলছেন কবে এনএসজি আসবে, কবে এনআইএ আসবে? আর এদিকে গঙ্গাধর কয়াল বলছেন কতগুলো পিস্তল লাগবে, এরা বাংলার মানুষকে কী ভাবছে? একে তো বাংলার মায়ের ইজ্জত 2 হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এখন বন্দুক, বোমা, মদের কথা বলছে ৷ ওদের পুরো চিত্রনাট্যটা এই মুহূর্তে দেশের মানুষের কাছে পরিষ্কার।"
এদিন তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্যে করে প্রশ্ন তুলেছেন। বলেছেন, "প্রধানমন্ত্রী আজ বাংলায় মিটিং করছেন ৷ আমরা তাঁর কাছ থেকে জানতে চাইব, কেন এনএসজি এসেছিল সন্দেশখালিতে? আর সেখানে বোমা, বন্দুক কারা রেখেছিল? তাঁর উত্তর প্রধানমন্ত্রী দেবেন তো?"
আরও পড়ুন: