ETV Bharat / state

কাগজ কিংবা ক্যানভাস নয়, হোমিওপ্যাথি শিশিতে প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন শিল্পী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 9:43 PM IST

Modi Picture at Small Glass Bottle: ছোট্ট একটি হোমিওপ্যাথি শিশির উপর নরেন্দ্র মোদির ছবি আঁকলেন শিল্পী তুহিন মণ্ডল ৷ 2 মার্চ নদিয়া জেলায় আসছেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে উপহার হিসাবে শিল্পটি দিতে চান যুবক ৷

Modi Picture at Small Glass Bottle
হোমিওপ্যাথি শিশিতে প্রধানমন্ত্রীর ছবি
কাগজ কিংবা ক্যানভাস নয়, হোমিওপ্যাথি শিশিতে প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন শিল্পী

চাপড়া, 29 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করতে আসছেন নদিয়ায় ৷ 2 মার্চ কৃষ্ণনগরে সভা রয়েছে তাঁর ৷ প্রধানমন্ত্রীকে জেলায় স্বাগত জানাতে অভিনব উদ্যোগ নিলেন অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল ৷ কাগজ কিংবা ক্যানভাসে তো অনেকেই মোদির ছবি এঁকেছেন, তবে এবার একটি হোমিওপ্যাথি শিশির উপর প্রধানমন্ত্রীকে ফুটিয়ে তুললেন 39 বছরের এই যুবক ৷ তিনদিনের প্রচেষ্টায় তিনি ছবিটি আঁকা শেষ করেছেন । এই ছবিটি কোনওভাবে প্রধানমন্ত্রীকে হাতে উপহার হিসাবে তুলে দিতে চান তুহিন ৷

অঙ্কনশিল্পী বলেন, "আগামী 2 তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষ্ণনগরে আসছেন । যেহেতু তিনি আমার জেলায় আসছেন সেই কারণে আমি নতুন কিছু করার চেষ্টা করেছিলাম । এই উদ্যোগ থেকেই তাঁর ছবি কোনও কাগজ কিংবা ক্যানভাসে নয়, একটি হোমিওপ্যাথি শিশির উপর এঁকেছি ৷ তিনদিন লেগেছে এই কাজটি করতে ৷ এই ছবিটি যদি কোনওভাবে তাঁর হাতে তুলে দিতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব ।"

হোমিওপ্যাথি শিশির উপর তুহিনের এই শিল্প অবাক করেছে তাঁর ছাত্র-ছাত্রীদের ৷ ছাত্রী মৌমিতা ঘোষ বলে, হোমিওপ্যাথির মতো একটি ছোট শিশির মধ্যে আমাদের স্যার যে কীভাবে নরেন্দ্র মোদির ছবি আঁকলেন আমরা সেটা ভেবেই অবাক হচ্ছি । স্যারের এই কাজের জন্য আমরা যথেষ্ট খুশি । এক ছাত্রের অভিভাবক সীমা ঘোষ বলেন, "স্যার খুব ভালো ছবি আঁকেন । আমার ছেলে অনেক কিছু শিখেছেন এই স্যারের কাছ থেকে । তাই স্যারের এই ধরনের নতুনত্ব কিছু করায় আমরা ভীষণ খুশি ।"

অঙ্কন শিল্পী হিসেবে নদিয়ার পাশাপাশি এখন সারারাজ্যে পরিচিত তুহিন ৷ এর আগে পেট দিয়ে ঋষি মনীষী থেকে খেলোয়াড়দের ছবি এঁকে সবাইকে তাক লাগিয়েছিলেন তিনি ৷ তবে হোমিওপ্যাথি শিশির উপর এই প্রথমবার মোদিকে আঁকলেন শিল্পী ৷ অভাবের সংসার তাঁর ৷ তবে নতুন নতুন ভাবনা থেকে শিল্পকর্ম করে চলেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ রাজ্যবাসী, পেট দিয়ে ছবি এঁকে শামিকে শুভেচ্ছা নদিয়ার যুবকের
  2. হাত নয়, পেট দিয়ে সাড়ে 3 মিনিটে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন, দেখুন ভিডিয়ো
  3. আট মিলিমিটারের সরস্বতীর মূর্তি, পেনসিল খোদাই অভিনব শিল্পসত্ত্বায় তাক লাগালেন শিল্পী

কাগজ কিংবা ক্যানভাস নয়, হোমিওপ্যাথি শিশিতে প্রধানমন্ত্রীর ছবি আঁকলেন শিল্পী

চাপড়া, 29 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করতে আসছেন নদিয়ায় ৷ 2 মার্চ কৃষ্ণনগরে সভা রয়েছে তাঁর ৷ প্রধানমন্ত্রীকে জেলায় স্বাগত জানাতে অভিনব উদ্যোগ নিলেন অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল ৷ কাগজ কিংবা ক্যানভাসে তো অনেকেই মোদির ছবি এঁকেছেন, তবে এবার একটি হোমিওপ্যাথি শিশির উপর প্রধানমন্ত্রীকে ফুটিয়ে তুললেন 39 বছরের এই যুবক ৷ তিনদিনের প্রচেষ্টায় তিনি ছবিটি আঁকা শেষ করেছেন । এই ছবিটি কোনওভাবে প্রধানমন্ত্রীকে হাতে উপহার হিসাবে তুলে দিতে চান তুহিন ৷

অঙ্কনশিল্পী বলেন, "আগামী 2 তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষ্ণনগরে আসছেন । যেহেতু তিনি আমার জেলায় আসছেন সেই কারণে আমি নতুন কিছু করার চেষ্টা করেছিলাম । এই উদ্যোগ থেকেই তাঁর ছবি কোনও কাগজ কিংবা ক্যানভাসে নয়, একটি হোমিওপ্যাথি শিশির উপর এঁকেছি ৷ তিনদিন লেগেছে এই কাজটি করতে ৷ এই ছবিটি যদি কোনওভাবে তাঁর হাতে তুলে দিতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব ।"

হোমিওপ্যাথি শিশির উপর তুহিনের এই শিল্প অবাক করেছে তাঁর ছাত্র-ছাত্রীদের ৷ ছাত্রী মৌমিতা ঘোষ বলে, হোমিওপ্যাথির মতো একটি ছোট শিশির মধ্যে আমাদের স্যার যে কীভাবে নরেন্দ্র মোদির ছবি আঁকলেন আমরা সেটা ভেবেই অবাক হচ্ছি । স্যারের এই কাজের জন্য আমরা যথেষ্ট খুশি । এক ছাত্রের অভিভাবক সীমা ঘোষ বলেন, "স্যার খুব ভালো ছবি আঁকেন । আমার ছেলে অনেক কিছু শিখেছেন এই স্যারের কাছ থেকে । তাই স্যারের এই ধরনের নতুনত্ব কিছু করায় আমরা ভীষণ খুশি ।"

অঙ্কন শিল্পী হিসেবে নদিয়ার পাশাপাশি এখন সারারাজ্যে পরিচিত তুহিন ৷ এর আগে পেট দিয়ে ঋষি মনীষী থেকে খেলোয়াড়দের ছবি এঁকে সবাইকে তাক লাগিয়েছিলেন তিনি ৷ তবে হোমিওপ্যাথি শিশির উপর এই প্রথমবার মোদিকে আঁকলেন শিল্পী ৷ অভাবের সংসার তাঁর ৷ তবে নতুন নতুন ভাবনা থেকে শিল্পকর্ম করে চলেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ রাজ্যবাসী, পেট দিয়ে ছবি এঁকে শামিকে শুভেচ্ছা নদিয়ার যুবকের
  2. হাত নয়, পেট দিয়ে সাড়ে 3 মিনিটে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন, দেখুন ভিডিয়ো
  3. আট মিলিমিটারের সরস্বতীর মূর্তি, পেনসিল খোদাই অভিনব শিল্পসত্ত্বায় তাক লাগালেন শিল্পী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.