মালদা, 29 জানুয়ারি: জেলা তৃণমূল সভাপতির পর বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ অর্পিতা ঘোষের । ভোট প্রচারে বাড়িতে গেলে বিজেপি সাংসদকে আটকে রেখে টাকা চাওয়ার নিদান দিলেন নাট্যশিল্পী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ ।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার মালদা জেলা মহিলা তৃণমূলের তরফে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, দুই বিধায়ক সমর মুখোপাধ্যায়, আবদুর রহিম বক্সি-সহ অন্যান্যরা । এদিকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তর মালদার বিজেপি সাংসদকে আক্রমণ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ ।
তিনি বলেন, "উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু প্রচারে বাড়িতে গেলে তাঁকে চেপে ধরবেন । 15 লক্ষ টাকা না-দিলে তাঁকে বাড়ি থেকে বেরোতে দেবেন না । বাংলার প্রতিটি মহিলার কাছে এই বার্তা পৌঁছে দিন। বিজেপি এতদিন মহিলাদের কোন সুবিধে দিয়েছে ? শুধু বড় বড় বক্তৃতা । বিজেপির অনেক বক্তব্য শুনেছি । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলাদের সম্মান কেউ দেয়নি । শুধু ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতি করতে দেবেন না । বাংলার মেয়েরা এবার বিজেপিকে আটকাবে ।"
যদিও সংবাদমাধ্যমের সামনে নিজের মন্তব্য থেকে খানিকটা সরে দাঁড়ান অর্পিতা। তিনি বলেন, "আমি খগেন মুর্মুকে আটকে রাখার কথা বলিনি । বলেছি, আটকে রেখে 15 লক্ষ টাকাটা চেয়ে নিতে । বিজেপি প্রথম থেকেই মিথ্যের উপর ভিত্তি করে রাজনীতি করছে । 2014 সালে এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই বিজেপি জিতেছিল । 2019 সালেও খগেন মুর্মু জিতেছিলেন । কিন্তু সাধারণ মানুষকে কি 15 লক্ষ টাকা দিয়েছিলেন ? এখন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় বলে বড় বড় কথা বলছে । তাহলে বিজেপি 15 লক্ষ টাকাটা মুমকিন করে দেখাক । খগেন মুর্মু যেহেতু বিজেপির প্রতিনিধি তাই ওনার থেকে সেই টাকা চেয়ে নিতে বলেছি । আটকে রাখলে আমার বাড়ি নিজের বাড়ির জিনিসপত্র যাবে । বরং টাকাটা নিলে লাভ হবে তাই বলেছি ।"
আরও পড়ুন :