ETV Bharat / state

সন্দেশখালিতে স্থানীয়দের তাড়ায় অস্ত্র ফেলে পালালো দুষ্কৃতীরা - Sandeshkhali Arms Recovery - SANDESHKHALI ARMS RECOVERY

Sandeshkhali Arms Recovery: সন্দেশখালিতে ফের উদ্ধার হল অস্ত্র৷ এবার অস্ত্র উদ্ধার হল জেলিয়াখালিতে ৷ স্থানীয়দের তাড়ায় পালাতে গিয়ে ওই অস্ত্র দুষ্কৃতীরা ফেলে যায় বলে অভিযোগ ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Sandeshkhali Arms Recovery
সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্র (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 12:48 PM IST

Updated : May 11, 2024, 8:01 PM IST

সন্দেশখালিতে স্থানীয়দের তাড়ায় অস্ত্র ফেলে পালালো দুষ্কৃতীরা (ইটিভি ভারত)

সন্দেশখালি, 11 মে: স্টিং ভিডিয়ো নিয়ে বিতর্কের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে । সন্দেশখালির জেলিয়াখালি এলাকায় এই অস্ত্র উদ্ধার হয়েছে । সূত্রের খবর, একটি ভাঙা লং ব‍্যারেল আগ্নেয়াস্ত্র মিলেছে দুষ্কৃতীদের ফেলে যাওয়া ব‍্যাগ থেকে । সেটি পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা । কী উদ্দেশ্যে সেখানে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জেলিয়াখালির রামপুর এলাকায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল শাসক দলের । গ্রামবাসীদের দাবি, সভাস্থলের আশপাশে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল । আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখাচ্ছিল সাধারণ মানুষকে । তখনই এলাকার লোকজন একজোট হয়ে তাড়া করলে পিয়ারাখালি ফেরিঘাটের কাছে একটি ব‍্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । সেই ব‍্যাগের ভিতরেই রাখা ছিল ভাঙা একটি লং ব‍্যারেল আগ্নেয়াস্ত্র । এছাড়াও বেশকিছু অস্ত্রশস্ত্র মজুত ছিল ব‍্যাগে । পরে সেই ব‍্যাগটি তুলে দেওয়া হয়েছে সন্দেশখালি থানার পুলিশের হাতে । ভোটের আবহে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।

Sandeshkhali Arms Recovery
সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সরদাররা বর্তমানে জেলে থাকলেও এখনও শাহজাহানের বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালির বিভিন্ন গ্রামে । অস্ত্রশস্ত্র মজুত করছে সেখানে । উদ্দেশ্য একটাই গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভোট লুঠ করা । এ দিনও সেই উদ্দেশ্যই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল তৃণমূলের সভাস্থলে আশপাশে । কিন্তু, তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি সাধারণ মানুষ সজাগ থাকায় ।"

এদিকে, পলাতক দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের কাছে দরবার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে সন্দেশখালি থানাতে । ইতিমধ্যে ফেরার দুষ্কৃতীদের খোঁজ পেতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে পুলিশের তরফে । যদিও এই বিষয়ে শাসক দলের তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

Sandeshkhali Arms Recovery
সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, এর আগেও সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার এক আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেয়েছিল সিবিআই । মিলেছিল প্রচুর বিস্ফোরক এবং বিদেশি অস্ত্রও । যার হদিস পেতে একসময় এনএসজিকে-ও ছুটে আসতে হয়েছিল সন্দেশখালিতে । সেই ঘটনার ঠিক 15 দিনের মাথায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সন্দেশখালিতে ।

আরও পড়ুন:

  1. হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা
  2. মমতার প্রিয়পাত্র শাহজাহানকে বাঁচাতেই সন্দেশখালির স্টিং অপারেশন, কটাক্ষ হিমন্তের
  3. 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার

সন্দেশখালিতে স্থানীয়দের তাড়ায় অস্ত্র ফেলে পালালো দুষ্কৃতীরা (ইটিভি ভারত)

সন্দেশখালি, 11 মে: স্টিং ভিডিয়ো নিয়ে বিতর্কের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে । সন্দেশখালির জেলিয়াখালি এলাকায় এই অস্ত্র উদ্ধার হয়েছে । সূত্রের খবর, একটি ভাঙা লং ব‍্যারেল আগ্নেয়াস্ত্র মিলেছে দুষ্কৃতীদের ফেলে যাওয়া ব‍্যাগ থেকে । সেটি পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা । কী উদ্দেশ্যে সেখানে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জেলিয়াখালির রামপুর এলাকায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল শাসক দলের । গ্রামবাসীদের দাবি, সভাস্থলের আশপাশে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল । আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখাচ্ছিল সাধারণ মানুষকে । তখনই এলাকার লোকজন একজোট হয়ে তাড়া করলে পিয়ারাখালি ফেরিঘাটের কাছে একটি ব‍্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । সেই ব‍্যাগের ভিতরেই রাখা ছিল ভাঙা একটি লং ব‍্যারেল আগ্নেয়াস্ত্র । এছাড়াও বেশকিছু অস্ত্রশস্ত্র মজুত ছিল ব‍্যাগে । পরে সেই ব‍্যাগটি তুলে দেওয়া হয়েছে সন্দেশখালি থানার পুলিশের হাতে । ভোটের আবহে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।

Sandeshkhali Arms Recovery
সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সরদাররা বর্তমানে জেলে থাকলেও এখনও শাহজাহানের বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালির বিভিন্ন গ্রামে । অস্ত্রশস্ত্র মজুত করছে সেখানে । উদ্দেশ্য একটাই গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভোট লুঠ করা । এ দিনও সেই উদ্দেশ্যই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল তৃণমূলের সভাস্থলে আশপাশে । কিন্তু, তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি সাধারণ মানুষ সজাগ থাকায় ।"

এদিকে, পলাতক দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের কাছে দরবার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে সন্দেশখালি থানাতে । ইতিমধ্যে ফেরার দুষ্কৃতীদের খোঁজ পেতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে পুলিশের তরফে । যদিও এই বিষয়ে শাসক দলের তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

Sandeshkhali Arms Recovery
সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, এর আগেও সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার এক আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেয়েছিল সিবিআই । মিলেছিল প্রচুর বিস্ফোরক এবং বিদেশি অস্ত্রও । যার হদিস পেতে একসময় এনএসজিকে-ও ছুটে আসতে হয়েছিল সন্দেশখালিতে । সেই ঘটনার ঠিক 15 দিনের মাথায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সন্দেশখালিতে ।

আরও পড়ুন:

  1. হাতে মাত্র কয়েক হাজার, নেই বাড়ি-জমি; রাজ্যের দরিদ্রতম প্রার্থী রেখা
  2. মমতার প্রিয়পাত্র শাহজাহানকে বাঁচাতেই সন্দেশখালির স্টিং অপারেশন, কটাক্ষ হিমন্তের
  3. 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার
Last Updated : May 11, 2024, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.