সন্দেশখালি, 11 মে: স্টিং ভিডিয়ো নিয়ে বিতর্কের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার সন্দেশখালিতে । সন্দেশখালির জেলিয়াখালি এলাকায় এই অস্ত্র উদ্ধার হয়েছে । সূত্রের খবর, একটি ভাঙা লং ব্যারেল আগ্নেয়াস্ত্র মিলেছে দুষ্কৃতীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে । সেটি পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা । কী উদ্দেশ্যে সেখানে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জেলিয়াখালির রামপুর এলাকায় বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল শাসক দলের । গ্রামবাসীদের দাবি, সভাস্থলের আশপাশে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল । আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভয় দেখাচ্ছিল সাধারণ মানুষকে । তখনই এলাকার লোকজন একজোট হয়ে তাড়া করলে পিয়ারাখালি ফেরিঘাটের কাছে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । সেই ব্যাগের ভিতরেই রাখা ছিল ভাঙা একটি লং ব্যারেল আগ্নেয়াস্ত্র । এছাড়াও বেশকিছু অস্ত্রশস্ত্র মজুত ছিল ব্যাগে । পরে সেই ব্যাগটি তুলে দেওয়া হয়েছে সন্দেশখালি থানার পুলিশের হাতে । ভোটের আবহে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সরদাররা বর্তমানে জেলে থাকলেও এখনও শাহজাহানের বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালির বিভিন্ন গ্রামে । অস্ত্রশস্ত্র মজুত করছে সেখানে । উদ্দেশ্য একটাই গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভোট লুঠ করা । এ দিনও সেই উদ্দেশ্যই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল তৃণমূলের সভাস্থলে আশপাশে । কিন্তু, তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি সাধারণ মানুষ সজাগ থাকায় ।"
এদিকে, পলাতক দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের কাছে দরবার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে সন্দেশখালি থানাতে । ইতিমধ্যে ফেরার দুষ্কৃতীদের খোঁজ পেতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে পুলিশের তরফে । যদিও এই বিষয়ে শাসক দলের তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
প্রসঙ্গত, এর আগেও সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার এক আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেয়েছিল সিবিআই । মিলেছিল প্রচুর বিস্ফোরক এবং বিদেশি অস্ত্রও । যার হদিস পেতে একসময় এনএসজিকে-ও ছুটে আসতে হয়েছিল সন্দেশখালিতে । সেই ঘটনার ঠিক 15 দিনের মাথায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সন্দেশখালিতে ।
আরও পড়ুন: