উত্তর 24 পরগনা, 12 মার্চ: ব্যারাকপুর থেকে লোকসভা আসনের টিকিট না পেয়ে অভিমানী অর্জুন সিং-য়ের যখন দল বদলের সম্ভাবনা প্রবল তখন মুখ খুললেন পুত্র পবন সিং ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে বারণ করেছিলেন বলে মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান ভাটপাড়া বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং।
পবন সিং দাবি করে বলেন, "বাবা যখন তৃণমূলে যান তখন আমি বারবার বারণ করেছিলাম ৷ তিনি আমার কথা শোনেননি। এমনকী, আমাকে যাওয়ার জন্য তিনি বলেছিলেন ৷ আমার মনে হয়েছিল সেখানে যাওয়া ঠিক হবে না তাই আমি যাইনি। বাবা পরে হলেও বুঝতে পেরেছেন এটা আমার কাছে খুব ভালো খবর। যখন বাবা সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন তখন আমি বলেছিলাম আপনি ভুল করছেন। ওই দলে আপনি অনেক বছর কাজ করেছেন কিন্তু সম্মান পাননি। বহুবার প্রমিস করেছে কিন্তু সেই প্রমিস রাখেনি।"
এরপর পবন বলেন, " তখন বাবা বলেছিল তাঁকে টিকিট দেবে বলা হয়েছে ৷ আমি বাবাকে হান্ডেট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলেছিলাম, তৃণমূল আপনাকে কোনওদিন টিকিট দেবে না। আসলে বাবার কাছ থেকে আমার রাজনীতি শেখা ৷ বাবা যা যা ভুল করেছে সেখান থেকে আমি শিখেছি। বাবা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যায় তখন আমি বাবাকে বারবার বারণ করেছি ৷ প্রচুর ক্ষোভ হয়েছিল আমার মধ্যে। কিন্তু বাবা তখন শোনেন নি। বাবাকে দিয়ে আমাকে বলা হয়েছিল তৃণমূলে যোগ দিলে ভালো পদ দেবে ৷ আমি কিন্তু সে কথা শুনিনি। এতদিন সাংবাদিকদের সামনে কোনও কথা বলিনি ৷ এখন আমি আনন্দের সঙ্গে কথা বলছি। এবার মানুষ বলবে।"
উল্লেখ্য, এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং-এর বাড়ি ও দফতর থেকে খোলা হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷ অন্যদিকে এই কেন্দ্র থেকেই পার্থ ভৌমিকের বিপরীতে লড়াই করার ইঙ্গিত দিয়েছেন ক্ষুব্ধ অর্জুন সিং। 10 মার্চ জনগর্জন সভা থেকে ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না ৷ সেদিনই তিনি জানিয়েছিলেন বিজেপি ছেড়ে আসা ভুল হয়েছে তাঁর ৷ এবার এই বিষয়ে মুখ খুললেন অর্জুন পুত্র পবন সিং ৷
আরও পড়ুন
1. ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন !
2. তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি সৌমিত্রের, কটাক্ষ সুজাতার
3. লড়াইটা 'বারোশো টাকার সিলিন্ডার বনাম লক্ষ্মীর ভাণ্ডারের', ইটিভি ভারতকে দেবাংশু