ETV Bharat / state

রামনবমীতে ব্যারাকপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা, কমিশনকে চিঠি অর্জুনের - Arjun Singh

Arjun Singh to EC: রামনবমীর আগে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি হতে পারে ৷ সেই আশঙ্কায় নির্বাচন কমিশনকে চিঠি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ৷ স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আরজি জানিয়েছেন তিনি ৷

Arjun Singh
সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কায় কমিশনকে চিঠি অর্জুনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 10:22 PM IST

ব্যারাকপুর, 3 এপ্রিল: রামনবমীতে ব্যারাকপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা ৷ তাই আগে থেকেই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন সেখানকার সাংসদ অর্জুন সিং ৷ বুধবার নির্বাচন কমিশনকে এই চিঠি দিয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ রামনবমীর আগে স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আরজিও জানিয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি'তে যোগ দেওয়া এই দুঁদে রাজনীতিবিদ ৷

এদিনের চিঠিতে বিদায়ী সাংসদ জানিয়েছেন, তাঁর আশঙ্কা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শাসকদলের মদতে দুষ্কৃতী হামলা করতে পারে তাঁর নির্বাচনী কেন্দ্রে ৷ অর্জুনের দাবি, বিশেষত ব্যারাকপুরের মতো স্পর্শকাতর জায়গায় রামনবমীর ব়্যালিতে হামলা হতে পারে বলে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ৷ আর সে কারণেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আরজি জানিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্ন্তগত আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, দত্তপুকুর, বীজপুর বিধানসভা কেন্দ্রের হাজিনগর, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কাঁকিনাড়া, নোয়াপাড়া কেন্দ্রের গারুলিয়া, ব্যারাকপুর কেন্দ্রের টিটানগর আগে থেকেই বেশ স্পর্শকাতর ৷ এই সকল এলাকায় অতীতেও বেশ কয়েকবার সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে ৷ তাই এলাকাগুলিতে নির্বাচন কমিশন যেন বিশেষ নজর দেয় ৷

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গত কয়েকবছর ধরেই অপ্রীতিকর ঘটনা সামনে আসছে ৷ তার উপর রাজ্যে চালু হয়ে গিয়েছে নির্বাচনী বিধিনিষেধ ৷ তবে এই বছর যাতে সেরকম কোনও ঘটনা যাতে না-ঘটে তাই আগে থেকেই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বিদায়ী সাংসদ ৷ প্রসঙ্গত, আগামী 17 এপ্রিল পালিত হবে রাম নবমী ৷ সাধারণত বাসন্তী পুজোর নবমী তিথিতে পালিত হয় রামনবমী ৷ আগে কেবল উত্তর ভারতে সাড়ম্বরে পালিত হলেও পশ্চিমবঙ্গেও বর্তমানে সমারোহে পালিত হচ্ছে এই অনুষ্ঠান ৷

গতবছর হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে হামলা হয়। সেই সমস্ত ঘটনার এখনও তদন্ত করছে এনআইএ ৷ এই বছর সেই সমস্ত পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, তাই আগে থেকেই নির্বাচন কমিশনকে চিঠি অর্জুনের ৷

আরও পড়ুন:

  1. সিসিটিভি দিয়ে বাড়ি ঘিরেছে পুলিশ, নজরদারির অভিযোগে হাইকোর্টে মামলা অর্জুনের
  2. অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ 4 বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বাড়াল কেন্দ্র
  3. ভোটের দিন ব্যারাকপুরে 'অর্জুন' ম্যাজিক হবে, পার্থকে হুশিয়ারি পদ্মপ্রার্থীর

ব্যারাকপুর, 3 এপ্রিল: রামনবমীতে ব্যারাকপুরে সাম্প্রদায়িক সন্ত্রাসের আশঙ্কা ৷ তাই আগে থেকেই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন সেখানকার সাংসদ অর্জুন সিং ৷ বুধবার নির্বাচন কমিশনকে এই চিঠি দিয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ রামনবমীর আগে স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আরজিও জানিয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি'তে যোগ দেওয়া এই দুঁদে রাজনীতিবিদ ৷

এদিনের চিঠিতে বিদায়ী সাংসদ জানিয়েছেন, তাঁর আশঙ্কা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শাসকদলের মদতে দুষ্কৃতী হামলা করতে পারে তাঁর নির্বাচনী কেন্দ্রে ৷ অর্জুনের দাবি, বিশেষত ব্যারাকপুরের মতো স্পর্শকাতর জায়গায় রামনবমীর ব়্যালিতে হামলা হতে পারে বলে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ৷ আর সে কারণেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আরজি জানিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্ন্তগত আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, দত্তপুকুর, বীজপুর বিধানসভা কেন্দ্রের হাজিনগর, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কাঁকিনাড়া, নোয়াপাড়া কেন্দ্রের গারুলিয়া, ব্যারাকপুর কেন্দ্রের টিটানগর আগে থেকেই বেশ স্পর্শকাতর ৷ এই সকল এলাকায় অতীতেও বেশ কয়েকবার সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে ৷ তাই এলাকাগুলিতে নির্বাচন কমিশন যেন বিশেষ নজর দেয় ৷

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গত কয়েকবছর ধরেই অপ্রীতিকর ঘটনা সামনে আসছে ৷ তার উপর রাজ্যে চালু হয়ে গিয়েছে নির্বাচনী বিধিনিষেধ ৷ তবে এই বছর যাতে সেরকম কোনও ঘটনা যাতে না-ঘটে তাই আগে থেকেই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বিদায়ী সাংসদ ৷ প্রসঙ্গত, আগামী 17 এপ্রিল পালিত হবে রাম নবমী ৷ সাধারণত বাসন্তী পুজোর নবমী তিথিতে পালিত হয় রামনবমী ৷ আগে কেবল উত্তর ভারতে সাড়ম্বরে পালিত হলেও পশ্চিমবঙ্গেও বর্তমানে সমারোহে পালিত হচ্ছে এই অনুষ্ঠান ৷

গতবছর হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলা-সহ বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে হামলা হয়। সেই সমস্ত ঘটনার এখনও তদন্ত করছে এনআইএ ৷ এই বছর সেই সমস্ত পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়, তাই আগে থেকেই নির্বাচন কমিশনকে চিঠি অর্জুনের ৷

আরও পড়ুন:

  1. সিসিটিভি দিয়ে বাড়ি ঘিরেছে পুলিশ, নজরদারির অভিযোগে হাইকোর্টে মামলা অর্জুনের
  2. অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ 4 বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বাড়াল কেন্দ্র
  3. ভোটের দিন ব্যারাকপুরে 'অর্জুন' ম্যাজিক হবে, পার্থকে হুশিয়ারি পদ্মপ্রার্থীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.