কলকাতা, 2 এপ্রিল: নির্বাচনের আবহে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ৷ একটা মামলায় গ্রেফতার করার পর, আরও দুটো মামলায় কী করে যুক্ত করা হয় তাঁকে । সেই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন করেন আরাবুল । তাতেই মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ তারপরেই কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয় আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে । ক'টা কেস রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতার নামে তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
উত্তর না পেয়েই আদালতের দ্বারস্থ হন ভাঙড়ের তৃণমূল নেতা । পুলিশ অতি সক্রিয় হয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন আরাবুল ৷ 4 এপ্রিল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । এর আগে ভাঙড়ে গণ্ডগোল পাকানো থেকে শুরু করে খুনের অভিযোগে আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ । একইসঙ্গে এলাকার একজনের থেকে ও এক নির্মাণ ব্যবসায়ীর থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । সেই ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে।
যদিও এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, তাঁকে গ্রেফতারের পিছনে অবশ্যই শাসকদলের কোনও চক্রান্ত রয়েছে । একইসঙ্গে সিপিএমের তরফেও কটাক্ষ করা হয়েছিল । তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, রাজধর্ম পালন করেছে রাজ্য পুলিশ ৷ এখন আরাবুলের করা মামলায় মহামান্য আদালত কী বলে সেটাই দেখার ৷
আরও পড়ুন :