ফুলবাড়ি, 6 অগস্ট: ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ ৷ ক্ষমতাচ্য়ুত হয়েছেন শেখ হাসিনা ৷ দেশ ছেড়েছেন তিনি ৷ অগ্নিগর্ভ ওপার বাংলা ৷ বাংলাদেশের এই আন্দোলন যে রূপ নিয়েছে তাতে হয়ত ক্ষতিই বেশি হয়েছে । এত ভয়াবহ আন্দোলন না-হলেই ভালো হত ৷ এমনটাই মনে করছেন কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকরা ৷ তাঁরা দ্রুত ঘরে ফিরতে চান ৷ মঙ্গলবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় এপারে আসা বাংলাদেশিদের ।
প্রতিদিন ফুলবাড়ি সীমান্ত দিয়ে দুই বাংলার মধ্যে সাধারণ মানুষ ও পণ্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকে ৷ বাংলাদেশে অশান্তির কারণে বর্তমানে তা অনেকটাই ফিকে । সীমান্তের পরিবেশ থমথমে ৷ বন্ধ বেশিরভাগ দোকানপাট। তবে আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন এপারে থাকা বাংলাদেশিরা । ওপারের পরিস্থিতিটা যে কী ঠিক তা না জেনে এক রাশ আতঙ্ক নিয়ে তাঁরা রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশে।
বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মুস্তাক আলি বলেন, "অনেক খারাপ হল বাংলাদেশের জন্য । এভাবে আন্দোলনের জন্য বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেল । অনেক সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে । অনেক প্রাণ গিয়েছে । আমরা এমন চাইনি । আতঙ্ক নিয়েই যাচ্ছি ।" আরেক বাসিন্দা রিঙ্কি সেন বলেন, "ওপারে এখনও খুবই খারাপ অবস্থা । তবে এতে দেশের জন্য অনেক খারাপ হল । এমন পরিস্থিতি হবে তা আমরা জানতাম না । ওখানে পরিবার রয়েছে । যা হওয়ার ওখানেই হবে । আতঙ্ক নিয়েই যাচ্ছি । আমরা চাই দেশে শান্তি ফিরুক ।"
এদিন, সকাল থেকেই বিএসএফের সঙ্গে সীমান্তে নজরদারি চালাতে দেখা দেখা যায় সেনা আধিকারিকদের । সীমান্তের নিরাপত্তায় দু’কোম্পানি সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । তবে ওপার বাংলার পরিস্থিতি দ্রুত ঠিক হোক, এটাই চাইছেন সেখানকার সাধারণ নাগরিকরা ।