নানুর, 21 সেপ্টেম্বর: বছর দুই পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত না-থাকায় জৌলুস হারিয়েছিল নানুরের হাটসেরান্দী গ্রামে শতাশিক প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। অনুব্রত ফিরছেন শুনে পুজোর প্রস্তুতি জোরকদমে।
পরিবারের লোকজন বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে জৌলুস বাড়বে পুজোর ৷ অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের একাংশ নেতা থেকে কর্মীরা। প্রসঙ্গত, ইডির মামলায় গতকাল (শুক্রবার) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল।
অনুব্রত'র গ্রেফতারনামা-
- 2022 সালের 11 অগস্ট গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল।
- 24 অগস্ট তাঁকে পাঠানো হয়েছিল আসানসোল সংশোধনাগারে ৷
- 17 নভেম্বর আর্থিক তছরুপের মামলায় ইডি গ্রেফতার করে অনুব্রতকে ৷
- 22 ডিসেম্বর দলীয় কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে বীরভূমের দুবরাজপুর থানা অনুব্রতকে গ্রেফতার করে ৷
- 2023 সালের 7 মার্চ ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷
- 21 মার্চ তাঁকে তিহার জেলে পাঠানো হয় ৷
- 26 এপ্রিল আর্থিক তছরুপের মামলায় মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি ৷
- 2024 সালের 30 জুলাই সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান অনুব্রত মণ্ডল।
- 10 সেপ্টেম্বর ইডির মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান মেয়ে সুকন্যা মণ্ডল।
- 20 সেপ্টেম্বর ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত ৷
কেষ্টর বাড়ির পুজো-
- বোলপুরের নিচুপট্টীতে অনুব্রত মণ্ডলের বাড়ি ৷ কিন্তু, তাঁর আসল বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দী গ্রামে। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজো হয় এই বাড়িতে ৷ গ্রামের লোকের কাছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো খুবই প্রিয়। পুজোর 4টে দিন এই বাড়িতে যাতায়াত লেগে থাকে গ্রামবাসীদের ৷ রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রতাপ যত বেড়েছে জৌলুস বেড়েছে মণ্ডল বাড়ির পুজোয়। অনুব্রত মণ্ডল বাড়ির পুজোয় অংশ নেওয়া মানেই লোকে লোকারণ্য।
- সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে নেতাদের আনাগোনা দেখা যেত ৷ কিন্তু 2 বছর ধরে গ্রামের পুজোয় অংশ নিতে পারেননি তিনি ৷ স্বাভাবিকভাবেই জৌলুস হারিয়েছিল মণ্ডল বাড়ির পুজো। এবার পুজোয় মেয়ে সুকন্যাকে নিয়ে ফের গ্রামের পুজোয় অংশ নেবেন অনুব্রত ৷ তাই বাড়তি উন্মাদনা। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। পরিবারের লোকজন জানাচ্ছেন ঘরের ছেলে ঘরে ফিরবে, তাই পুজোর আন্দন্দ বাড়বে ৷ অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল ও কাকিমা বিজলি মণ্ডল বলেন, "খুব আনন্দ হচ্ছে অনুব্রত মণ্ডল পুজোয় থাকবে। সে থাকলে প্রচুর লোকজন আসে, ভিড় হয় ৷ অন্য আনন্দ ৷ দুই বছর কিছুই ছিল না। কোনওরকমে হয়েছে পুজো। এবার জৌলুস ফিরবে ৷ গ্রামের বাসিন্দা শীতলা মণ্ডল বলেন, "খুব খুশি আমরা। অনুব্রত এলে গ্রামের সবার ভালো লাগে। গ্রামের ছেলে বলে কথা ৷ দু'বছর কিছুই ছিল না ৷ এবার আবার আনন্দ ফিরবে।"