ETV Bharat / state

ভরি ভরি সোনায় সাজল অনুব্রতর প্রতিমা, 52 ফুটের কালীপুজো নিয়ে তর্জা কাজল-কেষ্টর - ANUBRATA KALI PUJA

ভরি ভরি সোনার গয়নায় সাজল অনুব্রত মণ্ডলের প্রতিমা ৷ এদিকে, বোলপুরে বাড়িপুকুর সম্মিলনীর 52 ফুট কালীপুজো নিয়ে তর্জায় কাজল-কেষ্ট ৷

ETV BHARAT
কেষ্টর গড়ে কালীপুজো (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 4:58 PM IST

Updated : Oct 31, 2024, 6:15 PM IST

বোলপুর, 31 অক্টোবর: বোলপুরে বাড়িপুকুর সম্মিলনীর 52 ফুট লম্বা কালী প্রতিমা নজর কেড়েছে সকলের । তবে এই পুজো নিয়েও কেষ্ট-কাজল তর্জা তুঙ্গে ৷ এই পুজোর সূচনা করেছিলেন অনুব্রত মণ্ডল । তাই 'কেষ্ট কালী' নামে পরিচিত পুজোটি ৷ তবে অনুব্রত মণ্ডল তিহাড়ে বন্দি থাকাকালীন যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ পুজোর উদ্বোধনে অংশ নিয়েছিলেন ৷ তাই এবার পুজোর বিষয়ে বিতর্ক এড়াতে মুখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তারা ৷

অন্যদিকে, বোলপুরে তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের কালী প্রতিমা সেজেছে ভরি ভরি সোনার গয়নায় ৷ 2 বছর পর বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা এই পুজোয় অংশ নিচ্ছেন ৷

ভরি ভরি সোনায় সাজল অনুব্রতর প্রতিমা (ইটিভি ভারত)

বোলপুরে বাড়িপুকুর সম্মিলনীর পুজো এবার 62 বছরে পা দিল ৷ তবে 12 বছর ধরে বৃহৎ আকারের কালী প্রতিমা নির্মাণ করে নজর কাড়ছে এই পুজো ৷ এবারও তারা 52 ফুটের বৃহৎ কালী প্রতিমা নির্মাণ করে নজর কেড়েছেন সকলের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পুজোর সূচনা করেছিলেন অনুব্রত মণ্ডল । তাই বাড়িপুকুর সম্মিলনীর এই পুজো 'কেষ্ট কালী' পুজো নামেই সর্বজনবিদিত ।

ETV BHARAT
বোলপুরে বাড়িপুকুর সম্মিলনীর পুজোর এবার 62 বছর (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত । অনুব্রত তিহাড়ে বন্দি থাকাকালীন কাজল শেখ এই পুজোর উদ্বোধনে অংশ নিয়েছিলেন ৷ এবার অনুব্রত মণ্ডল জেলায় ৷ তাই কাজল-কেষ্ট বিতর্ক এড়াতে মুখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তারা ৷ পুজো সংক্রান্ত কোনও বিষয়ে তাঁরা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ ৷

ETV BHARAT
অনুব্রতর প্রতিমা সাজল সোনার গয়নায় (নিজস্ব চিত্র)

অন্যদিকে, বোলপুরে তৃণমূল-কংগ্রেস কার্যালয়ে কালী প্রতিমা সেজেছে ভরি ভরি সোনার গয়নায় ৷ প্রতি বছর নিজে হাতে প্রতিমাকে গয়না পরাতেন অনুব্রত ৷ 2 বছর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় তিহাড়ে বন্দি ছিলেন তিনি ৷ এবার জেলমুক্ত অনুব্রত পুজোয় অংশ নিচ্ছেন ৷ তবে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন এবার প্রতিমার গয়না তিনি পরাবেন না ৷ কারণ, তাঁর কাকা প্রয়াত হয়েছেন ৷

ETV BHARAT
ভরি ভরি সোনায় সাজল অনুব্রতর প্রতিমা (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, অনুব্রতর জেল যাত্রার সময় এই কালী প্রতিমার ভরি ভরি সোনার গয়না নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল ৷

বোলপুর, 31 অক্টোবর: বোলপুরে বাড়িপুকুর সম্মিলনীর 52 ফুট লম্বা কালী প্রতিমা নজর কেড়েছে সকলের । তবে এই পুজো নিয়েও কেষ্ট-কাজল তর্জা তুঙ্গে ৷ এই পুজোর সূচনা করেছিলেন অনুব্রত মণ্ডল । তাই 'কেষ্ট কালী' নামে পরিচিত পুজোটি ৷ তবে অনুব্রত মণ্ডল তিহাড়ে বন্দি থাকাকালীন যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ পুজোর উদ্বোধনে অংশ নিয়েছিলেন ৷ তাই এবার পুজোর বিষয়ে বিতর্ক এড়াতে মুখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তারা ৷

অন্যদিকে, বোলপুরে তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের কালী প্রতিমা সেজেছে ভরি ভরি সোনার গয়নায় ৷ 2 বছর পর বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা এই পুজোয় অংশ নিচ্ছেন ৷

ভরি ভরি সোনায় সাজল অনুব্রতর প্রতিমা (ইটিভি ভারত)

বোলপুরে বাড়িপুকুর সম্মিলনীর পুজো এবার 62 বছরে পা দিল ৷ তবে 12 বছর ধরে বৃহৎ আকারের কালী প্রতিমা নির্মাণ করে নজর কাড়ছে এই পুজো ৷ এবারও তারা 52 ফুটের বৃহৎ কালী প্রতিমা নির্মাণ করে নজর কেড়েছেন সকলের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পুজোর সূচনা করেছিলেন অনুব্রত মণ্ডল । তাই বাড়িপুকুর সম্মিলনীর এই পুজো 'কেষ্ট কালী' পুজো নামেই সর্বজনবিদিত ।

ETV BHARAT
বোলপুরে বাড়িপুকুর সম্মিলনীর পুজোর এবার 62 বছর (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত । অনুব্রত তিহাড়ে বন্দি থাকাকালীন কাজল শেখ এই পুজোর উদ্বোধনে অংশ নিয়েছিলেন ৷ এবার অনুব্রত মণ্ডল জেলায় ৷ তাই কাজল-কেষ্ট বিতর্ক এড়াতে মুখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তারা ৷ পুজো সংক্রান্ত কোনও বিষয়ে তাঁরা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ ৷

ETV BHARAT
অনুব্রতর প্রতিমা সাজল সোনার গয়নায় (নিজস্ব চিত্র)

অন্যদিকে, বোলপুরে তৃণমূল-কংগ্রেস কার্যালয়ে কালী প্রতিমা সেজেছে ভরি ভরি সোনার গয়নায় ৷ প্রতি বছর নিজে হাতে প্রতিমাকে গয়না পরাতেন অনুব্রত ৷ 2 বছর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় তিহাড়ে বন্দি ছিলেন তিনি ৷ এবার জেলমুক্ত অনুব্রত পুজোয় অংশ নিচ্ছেন ৷ তবে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন এবার প্রতিমার গয়না তিনি পরাবেন না ৷ কারণ, তাঁর কাকা প্রয়াত হয়েছেন ৷

ETV BHARAT
ভরি ভরি সোনায় সাজল অনুব্রতর প্রতিমা (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, অনুব্রতর জেল যাত্রার সময় এই কালী প্রতিমার ভরি ভরি সোনার গয়না নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল ৷

Last Updated : Oct 31, 2024, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.