ETV Bharat / state

বিজয়া সম্মেলনীতে না-যাওয়ায় শিশু-মহিলাদের মারধরের অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে - ANUBRATA MONDAL

কাজল শেখের বিজয়া সম্মেলনীর মঞ্চে অনুব্রতর চেয়ার ফাঁকা থাকল ৷ তবে বিজয়া সম্মেলনীতে না-যাওয়ায় শিশু-মহিলাদের মারধর করার অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে ৷

ANUBRATA MONDAL
বিজয়া সম্মেলনীর মঞ্চে অনুব্রতর চেয়ার ফাঁকা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 9:33 PM IST

বোলপুর, 19 অক্টোবর: বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে না-যাওয়ায় মহিলা-শিশুদের বেধরক মারধর করা হল নানুরে ৷ মেরে শিশু-সহ মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ অভিযোগের তীর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে ৷ এদিকে কাজল শেখের বিজয়া সম্মেলনীতে ফাঁকা রইল অনুব্রত মণ্ডলের চেয়ার ৷

বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন ৷ তাদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহতের পরিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছে বলেও জানা গিয়েছে । সুতরাং ফের নানুরে অনুব্রত ঘনিষ্ট আব্দুল করিম খানের অনুগামীদের সঙ্গে কাজল শেখ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে ৷

বিজয়া সম্মেলনীর মঞ্চে অনুব্রতর চেয়ার ফাঁকা (ইটিভি ভারত)

এদিন নানুরের পঞ্চায়েত সমিতির মাঠে বিজয়া সম্মীলনী করেন কাজল। নানুরে কাজল শেখ যখন বিজয়া সম্মেলনী করলেন তখন ময়ূরেশ্বরে বিজয়া সম্মেলনিতে উপস্থিত থাকতে দেখা গেল অনুব্রতকে ৷ কাজল-কেষ্টকে এখনও পর্যন্ত এক মঞ্চে দেখা না-যাওয়ায় দলের অন্দরে চর্চা তুঙ্গে ৷ যদিও, এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছন, "একই সময় বিজয়া সম্মেলনী হলে কীভাবে যাব ? তাই যাওয়া হয়নি।"

কাজল শেখ বলেন, "অনুব্রত মণ্ডলের শরীর খুব একটা ভালো নয় ৷ উনি ময়ূরেশ্বরে বিজয়া সম্মেলনীতে ছিলেন ৷ সেখানে দুটো সভা সেরে নানুরে আসা তাঁর পক্ষে সম্ভব নয় ৷ আর বীরভূম জেলায় তৃণমূলের কোনও গোষ্ঠী নেই ৷ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির আমাদের অভিভাবক বিকাশ রায়চৌধুরী উপস্থিত ছিলেন ৷"

এদিন, নানুরের বিজয়া সম্মেলনিতে উপস্থিত ছিলেন, বিধায়ক তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধান মাঝি-সহ অন্যান্য নেতৃত্ব। অভিযোগ, এই সভায় না যাওয়ার জন্য নানুর থানার পালুন্দি গ্রামে আব্দুল করিম খানের অনুগামীদের বাড়িতে ঢুকে রীতিমতো ভাঙচুর চালায় কাজল শেখ অনুগামীরা ৷ এমনকী, মেরে বাড়ির শিশু ও মহিলাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ রান্না করা খাবার ফেলে দেওয়া হয়। যদিও নানুর থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে, দাবি আহতদের ৷ পরে তারা বোলপুরে এসডিপিও অফিসে এসে অভিযোগ দায়ের করে ৷

বোলপুর, 19 অক্টোবর: বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে না-যাওয়ায় মহিলা-শিশুদের বেধরক মারধর করা হল নানুরে ৷ মেরে শিশু-সহ মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ অভিযোগের তীর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে ৷ এদিকে কাজল শেখের বিজয়া সম্মেলনীতে ফাঁকা রইল অনুব্রত মণ্ডলের চেয়ার ৷

বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন ৷ তাদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আহতের পরিবার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছে বলেও জানা গিয়েছে । সুতরাং ফের নানুরে অনুব্রত ঘনিষ্ট আব্দুল করিম খানের অনুগামীদের সঙ্গে কাজল শেখ অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে ৷

বিজয়া সম্মেলনীর মঞ্চে অনুব্রতর চেয়ার ফাঁকা (ইটিভি ভারত)

এদিন নানুরের পঞ্চায়েত সমিতির মাঠে বিজয়া সম্মীলনী করেন কাজল। নানুরে কাজল শেখ যখন বিজয়া সম্মেলনী করলেন তখন ময়ূরেশ্বরে বিজয়া সম্মেলনিতে উপস্থিত থাকতে দেখা গেল অনুব্রতকে ৷ কাজল-কেষ্টকে এখনও পর্যন্ত এক মঞ্চে দেখা না-যাওয়ায় দলের অন্দরে চর্চা তুঙ্গে ৷ যদিও, এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছন, "একই সময় বিজয়া সম্মেলনী হলে কীভাবে যাব ? তাই যাওয়া হয়নি।"

কাজল শেখ বলেন, "অনুব্রত মণ্ডলের শরীর খুব একটা ভালো নয় ৷ উনি ময়ূরেশ্বরে বিজয়া সম্মেলনীতে ছিলেন ৷ সেখানে দুটো সভা সেরে নানুরে আসা তাঁর পক্ষে সম্ভব নয় ৷ আর বীরভূম জেলায় তৃণমূলের কোনও গোষ্ঠী নেই ৷ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির আমাদের অভিভাবক বিকাশ রায়চৌধুরী উপস্থিত ছিলেন ৷"

এদিন, নানুরের বিজয়া সম্মেলনিতে উপস্থিত ছিলেন, বিধায়ক তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বিধান মাঝি-সহ অন্যান্য নেতৃত্ব। অভিযোগ, এই সভায় না যাওয়ার জন্য নানুর থানার পালুন্দি গ্রামে আব্দুল করিম খানের অনুগামীদের বাড়িতে ঢুকে রীতিমতো ভাঙচুর চালায় কাজল শেখ অনুগামীরা ৷ এমনকী, মেরে বাড়ির শিশু ও মহিলাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ রান্না করা খাবার ফেলে দেওয়া হয়। যদিও নানুর থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে, দাবি আহতদের ৷ পরে তারা বোলপুরে এসডিপিও অফিসে এসে অভিযোগ দায়ের করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.