রামপুরহাট, 15 ডিসেম্বর: কোর কমিটির দ্বিতীয় বৈঠকেও মধ্যমণি সেই অনুব্রতই। অনুব্রত মণ্ডলের হাতেই থাকছে বীরভূমের 11টি বিধানসভা-সহ আউসগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভার রাশ।
বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান কি অনুব্রত? এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তা কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ আর রবিবার তা একেবারে পরিষ্কার হয়ে গেল ৷ অনুব্রতর তত্ত্বাবধানেই চলবে কোর কমিটি ও জেলা তৃণমূল-কংগ্রেস ৷
- কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের জেলা সভাপতি, তিনিই কোর কমিটির চেয়ারম্যান। তাঁর তত্ত্বাবধানেই কোর কমিটির বৈঠক হল ৷ 2026 সালের বিধানসভা নির্বাচনে বীরভূমের 11টি আসন ছাড়াও অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আউসগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভায় জয়লাভ করবে তৃণমূল ৷"
গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল । সেই তখন থেকেই জেলার রাশ কার হাতে থাকবে তা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ অনুব্রতর অনুপস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সাংগঠনিক হাল ধরার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছিলেন ৷ অনুব্রত ফেরার পরেও রয়েছে সেই কোর কমিটি ৷ গত 16 নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে অনুব্রতকে মধ্যমণি করেই 6 সদস্যের কোর কমিটির বৈঠক হয়েছিল ৷
সেই বৈঠকে অনুব্রতকেও কোর কমিটিতে যুক্ত করা হয়েছিল ৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রতকে কোর কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি জানিয়েছিলেন, অনুব্রত কোর কমিটির চেয়ারম্যান-এই সংক্রান্ত কোনও আলোচনাই হয়নি ৷
তবে এই বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে। বৈঠক শেষে দলনেত্রী কেষ্টকেই কোর কমিটির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। এমনই দাবি করেছিলেন অনুব্রত ৷
- এদিন রামপুরহাটে কোর কমিটির দ্বিতীয় বৈঠক হল ৷ দেখা গেল সেখানেও মধ্যমণি সেই অনুব্রত মণ্ডল। সেখানে উপস্থিত ছিলেন, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ।
- বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি জানান, কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানেই বৈঠক হল ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 29 ডিসেম্বর বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হবে ৷ জানুয়ারি মাসজুড়ে একাধিক দলীয় কর্মসূচি রয়েছে । ওই বৈঠকে সেগুলি জানানো হবে ব্লক থেকে শুরু করে অঞ্চল সভাপতিদের ৷
সূত্রের খবর, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, মহাত্মা গান্ধির প্রয়াণ দিবস প্রভৃতি উদযাপন নিয়েও কর্মসূচি গ্রহণ করা হয় দলের তরফে ৷ আবাস যোজনার দুর্নীতি রুখতে হবে, এই সংক্রান্ত আলোচনা হয় বৈঠকে ৷