কলকাতা, 5 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের পর এ বার লালবাজারের মধ্যেই অন্য আরেকটি বিভাগের পুলিশ স্টেশন বা থানা চালু হতে চলেছে । আর সেটি হল অ্যান্টি ব্যাংক ফ্রড থানা ৷ ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপালের টেবিল থেকে সেই আরজি চলে গিয়েছে নবান্নে ।
লালবাজার সূত্রের খবর, গত 2021 থেকে 2023 সাল পর্যন্ত কলকাতা শহরের বুকে এতগুলি ব্যাংক জালিয়াতির মতো ঘটনা ঘটেছে, তার গুরুত্ব বুঝেই আরও বেশি করে এই পদক্ষেপ করা হয়েছে । আলাদা একটি থানা পেলে সেখানে পুলিশ কর্মীরা ভালোভাবে এই সব জালিয়াতির ঘটনার তদন্ত করতে পারবে ।
বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার যখন কলকাতা পুলিশের নগরপাল ছিলেন, সেই সময় এই উদ্যোগটি নেওয়া হয়েছিল । পরে তিনি চলে যাওয়ার পর কলকাতা পুলিশের নগরপাল হন সৌমেন মিত্র । কিন্তু এই উদ্যোগটি আর বাস্তবায়িত হয়নি । তবে বর্তমানে ব্যাংক জালিয়াতির এত ঘটনা সামনে আসছে এবং তা তদন্ত করতে কার্যত হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশন, ফলে একটি নতুন থানা গড়ে তোলার জন্য ইতিমধ্যেই জোরকদমে উদ্যোগ নেওয়া হয়েছে ।
বর্তমানে ব্যাংক জালিয়াতের যে বিভাগটি রয়েছে, সেটি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনে রয়েছে । যদি লালবাজারের মধ্যেই অ্যান্টি ব্যাংক ফ্রড থানা তৈরি হয়, তবে সেক্ষেত্রে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের ভিতরে মোট তিনটি থানা হবে । প্রথমটি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা, দ্বিতীয়টি হল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, আর তৃতীয়টি হতে চলেছে কলকাতা পুলিশের অ্যান্টি ব্যাংক ফ্রড থানা ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, পুলিশের তরফ থেকে বারবার সচেতনতা মূলক প্রচার অভিযান করা হলেও কিছু মানুষ এখনও সাইবার দস্যু থেকে শুরু করে ব্যাংক জালিয়াতির খপ্পরে পড়েন । এছাড়াও এই তদন্ত প্রক্রিয়া আর পাঁচটা তদন্ত প্রক্রিয়ার থেকে অনেক গুণে আলাদা । ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে ব্যাংক সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত আপডেট থাকা প্রয়োজন তদন্তকারীদের । সেই ক্ষেত্রে কলকাতা পুলিশে একটি আলাদা থানা শুধুমাত্র অ্যান্টি ব্যাংক ফ্রডের জন্য হয়, তাহলে কলকাতা পুলিশের তদন্তকারীরা অত্যন্ত উপকৃত হবেন ।
লালবাজার সূত্রের খবর, এর ফলে কাজে সরলীকরণ হবে । বর্তমানে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা গোয়েন্দা বিল্ডিংয়ের একটি ঘরে কোনওভাবে অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশনের আধিকারিকরা কাজ করেন । এ ক্ষেত্রে একটি নতুন থানা হলে সেখানে আরও ভালোভাবে মনঃসংযোগ দিয়ে কাজ করা সম্ভব হবে ।
আরও পড়ুন: