ETV Bharat / state

রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে মেঘালয় থেকে গ্রেফতার আরও 1 দুষ্কৃতী - Raniganj jewellery heist

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 12:30 PM IST

Raniganj Gold Shop Robbery Case: রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মেঘালয় থেকে গ্রেফতার করা হল আরও এক দুষ্কৃতীকে ৷ বিহারের সিওয়ানের বাসিন্দা বিবেক চৌধুরিকে মেঘালয় থেকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৷

ETV BHARAT
রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে মেঘালয় থেকে গ্রেফতার আরও 1 দুষ্কৃতী ৷ (ছবি- সিসিটিভি ফুটেজ)

আসানসোল, 22 জুন: মেঘালয়ে গা-ঢাকা দিয়েও নিস্তার পেল না রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে জড়িত বিহারের দুষ্কৃতী ৷ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ গ্রেফতার করল অভিযুক্তকে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম বিবেক চৌধুরি ৷ তার বাড়িও বিহারের সিওয়ান জেলায় ৷ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তাকে মেঘালয় থেকে গ্রেফতার করেছে ৷ আজই ট্রানজিট রিমান্ড নিয়ে ধৃত বিবেককে আসানসোলে নিয়ে আসছে ৷ এখানে আসানসোল আদালতে তোলা হবে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত দুষ্কৃতীকে ৷ এই নিয়ে রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে এখনও পর্যন্ত 5 জন গ্রেফতার করা হয়েছে ৷

বিহারের সিওয়ান জেলার কুখ্যাত ডাকাত দলের দুষ্কৃতী বিবেক, রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে হাতে বন্দুক নিয়ে সোনার দোকানে ঢুকেছিল ৷ বিহারের নানান জায়গায় তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি তাকে ৷ কিন্তু, আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের গোপন এক সূত্র চিহ্নিত করে, বিবেক মেঘালয়ে গা-ঢাকা দিয়ে আছে ৷ শুক্রবার রাতে তাকে মেঘালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

গত 9 জুন রবিবার বেলা সাড়ে বারোটায় রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয় ৷ 7 জন সশস্ত্র দুষ্কৃতী ওই সোনার দোকানে হানা দেয় ৷ কিন্তু, বাধা হয়ে দাঁড়ান জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল ৷ তাঁর অভ্রান্ত নিশানায় গুলিবিদ্ধ হয় ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড সোনু সিং ৷ তাঁকে নিয়ে দুই দুষ্কৃতী মোটর সাইকেল নিয়ে পালায় ৷ পরে আসানসোলের মহিশীলায় এক গাড়ি চালককে গুলি করে দুষ্কৃতীরা এবং গাড়ি চুরি করে পালায় তারা ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গাড়ির জিপিএস ট্র‍্যাক করে ওই দিন রাতেই ঝাড়খণ্ডের গিরিডির কাছে জঙ্গল থেকে গ্রেফতার করা হয় ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতী সুরজ সিংকে ৷

আর তাদের সঙ্গে থাকা গুলিবিদ্ধ সোনু সিংকে দুই সঙ্গী ঝাড়খণ্ডের কৈরিডিহি জঙ্গলে ফেলে চলে গিয়েছিল ৷ ঝাড়খণ্ড পুলিশ পরে তাকে গ্রেফতার করে ধানবাদের হাসপাতালে ভরতি করে ৷ পরবর্তীকালে তাকে আসানসোল আনা হয় ৷ বর্তমানে সেও পুলিশি হেফাজতে রয়েছে ৷ এরপর পুলিশ অন্ডাল থেকে শশী মালি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ৷ এই শশী মালি খবরাখবর সরবরাহ করেছিল ডাকাত দলকে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ডাকাতির ঘটনায় যুক্ত আরেক দুষ্কৃতী নগেন্দ্র যাদবের নাম পায় পুলিশ ৷ নগেন্দ্র যাদবকে বিহারের ছাপড়া জেলার মোবারকপুর গ্রামে পিসির বাড়ি থেকে রোমহষর্ক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৷

আসানসোল, 22 জুন: মেঘালয়ে গা-ঢাকা দিয়েও নিস্তার পেল না রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে জড়িত বিহারের দুষ্কৃতী ৷ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ গ্রেফতার করল অভিযুক্তকে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম বিবেক চৌধুরি ৷ তার বাড়িও বিহারের সিওয়ান জেলায় ৷ আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তাকে মেঘালয় থেকে গ্রেফতার করেছে ৷ আজই ট্রানজিট রিমান্ড নিয়ে ধৃত বিবেককে আসানসোলে নিয়ে আসছে ৷ এখানে আসানসোল আদালতে তোলা হবে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত দুষ্কৃতীকে ৷ এই নিয়ে রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে এখনও পর্যন্ত 5 জন গ্রেফতার করা হয়েছে ৷

বিহারের সিওয়ান জেলার কুখ্যাত ডাকাত দলের দুষ্কৃতী বিবেক, রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে হাতে বন্দুক নিয়ে সোনার দোকানে ঢুকেছিল ৷ বিহারের নানান জায়গায় তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি তাকে ৷ কিন্তু, আসানসোল-দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের গোপন এক সূত্র চিহ্নিত করে, বিবেক মেঘালয়ে গা-ঢাকা দিয়ে আছে ৷ শুক্রবার রাতে তাকে মেঘালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে ৷

গত 9 জুন রবিবার বেলা সাড়ে বারোটায় রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয় ৷ 7 জন সশস্ত্র দুষ্কৃতী ওই সোনার দোকানে হানা দেয় ৷ কিন্তু, বাধা হয়ে দাঁড়ান জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল ৷ তাঁর অভ্রান্ত নিশানায় গুলিবিদ্ধ হয় ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড সোনু সিং ৷ তাঁকে নিয়ে দুই দুষ্কৃতী মোটর সাইকেল নিয়ে পালায় ৷ পরে আসানসোলের মহিশীলায় এক গাড়ি চালককে গুলি করে দুষ্কৃতীরা এবং গাড়ি চুরি করে পালায় তারা ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ গাড়ির জিপিএস ট্র‍্যাক করে ওই দিন রাতেই ঝাড়খণ্ডের গিরিডির কাছে জঙ্গল থেকে গ্রেফতার করা হয় ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতী সুরজ সিংকে ৷

আর তাদের সঙ্গে থাকা গুলিবিদ্ধ সোনু সিংকে দুই সঙ্গী ঝাড়খণ্ডের কৈরিডিহি জঙ্গলে ফেলে চলে গিয়েছিল ৷ ঝাড়খণ্ড পুলিশ পরে তাকে গ্রেফতার করে ধানবাদের হাসপাতালে ভরতি করে ৷ পরবর্তীকালে তাকে আসানসোল আনা হয় ৷ বর্তমানে সেও পুলিশি হেফাজতে রয়েছে ৷ এরপর পুলিশ অন্ডাল থেকে শশী মালি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ৷ এই শশী মালি খবরাখবর সরবরাহ করেছিল ডাকাত দলকে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ডাকাতির ঘটনায় যুক্ত আরেক দুষ্কৃতী নগেন্দ্র যাদবের নাম পায় পুলিশ ৷ নগেন্দ্র যাদবকে বিহারের ছাপড়া জেলার মোবারকপুর গ্রামে পিসির বাড়ি থেকে রোমহষর্ক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.