ETV Bharat / state

রাজ্যপালের বিরুদ্ধে এবার নৃত্যশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্ত রিপোর্ট পেশ নবান্নে - Molestation allegation against Guv - MOLESTATION ALLEGATION AGAINST GUV

Molestation allegation against Guv: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এক নৃত্যশিল্পীর শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ সামনে এল ৷ কলকাতা পুলিশের তরফে এই অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরে জমা দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 2:41 PM IST

Updated : May 14, 2024, 2:51 PM IST

কলকাতা, 14 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এ বার এক নৃত্যশিল্পীর শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ সামনে এল ৷ কলকাতা পুলিশের তরফে এই অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি রাজভবনে কর্মরত মহিলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন । এর আগেও, কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে আরও একটা এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল বলে জানা গিয়েছে । বছরখানেক আগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছিলেন ওড়িশার এক নৃত্যশিল্পী । সে সময় তাঁর অভিযোগ ছিল, দিল্লির একটি হোটেলে তাঁর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । গত অক্টোবর মাসে সরাসরি নাম না-করলেও এই অভিযোগটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে এনে একটা ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ । এ দিন জানা গেল, কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়টি তদন্ত করে তদন্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরে জমা পড়েছে ।

সূত্র মারফত জানা যাচ্ছে, গত বছর 5 ও 6 জুন একটি অনুষ্ঠানে ওই নৃত্যশিল্পীকে দিল্লি নিয়ে যান রাজ্যপাল । তাঁকে একটি পাঁচতারা হোটেলে রাখার ব্যবস্থা করা হয় । রাজ্যপালের বেঙ্গালুরুর এক আত্মীয় হোটেলের রুম বুক করেন । সেই হোটেলেই ওই নৃত্যশিল্পীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ।

ঘটনাটি জুন মাসে ঘটলেও বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ ৷ গত 15 অক্টোবর তিনি একটি টুইট বার্তায় জানান, "রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন, তিনি একজন কৃতী মহিলা, ওড়িশি নৃত্যের বিশিষ্ট শিল্পী । মালয়লম ভাষাতেও পারদর্শী । অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিকভাবে সুরক্ষিত । তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা ।"

যদিও সে সময় জল বেশি দূর গড়ায়নি । 16 অক্টোবর রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ । সে দিন রাজভবনের বাইরে তাঁকে এই বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয়েছিল ৷ তাঁকে জিজ্ঞেস করা হয়, "গতকাল একটি বিষয় নিয়ে আপনি টুইট করেছিলেন ৷ আজ রাজ্যপালের সঙ্গে আপনি দেখা করলেন ৷ এই নিয়ে আপনার কী মতামত ?" কুণাল ঘোষ জবাবে বলেন, "এই নিয়ে আমার কোনও মন্তব্য নেই ।" যদিও এরপর এই বিষয়টি নিয়ে আর নাড়াচাড়া হয়নি । এ বার রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় আবার ওই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে ।

প্রসঙ্গত, নৃত্যশিল্পীর এই অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত করে নবান্নকে রিপোর্ট জমা দেয় বলে সূত্রের খবর । নবান্নকে যে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সে সম্পর্কেও কলকাতা পুলিশের তরফ থেকে নিশ্চয়তা পাওয়া গিয়েছে । সূত্র মারফত যা জানা গিয়েছে, ওই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতেই ঘটনার অনুসন্ধান চালায় ডিসি পদমর্যদার এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি টিম । সেই মামলার অনুসন্ধান রিপোর্টই ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে । বিষয়টি হল, রাজভবনের কর্মীর শ্লীলতাহানির ঘটনায় বড় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে । রাজ্যপালের বিরুদ্ধে এই দুটি অভিযোগ নিয়েই এখন চর্চা তুঙ্গে । এই অভিযোগ নিয়ে রাজভবন কী জবাব দেয় সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. রাজভবনে মহিলাকর্মীর শ্লীলতাহানি ! রিপোর্ট জমা পড়ল লালবাজারে
  2. 'রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাব না, রুচিতে বাধবে', তোপ মমতার
  3. আপনি রাজ্যপাল নামের কলঙ্ক; সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ অভিষেকের

কলকাতা, 14 মে: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এ বার এক নৃত্যশিল্পীর শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ সামনে এল ৷ কলকাতা পুলিশের তরফে এই অভিযোগের তদন্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

সম্প্রতি রাজভবনে কর্মরত মহিলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন । এর আগেও, কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে আরও একটা এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল বলে জানা গিয়েছে । বছরখানেক আগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছিলেন ওড়িশার এক নৃত্যশিল্পী । সে সময় তাঁর অভিযোগ ছিল, দিল্লির একটি হোটেলে তাঁর শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । গত অক্টোবর মাসে সরাসরি নাম না-করলেও এই অভিযোগটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে এনে একটা ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ । এ দিন জানা গেল, কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়টি তদন্ত করে তদন্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরে জমা পড়েছে ।

সূত্র মারফত জানা যাচ্ছে, গত বছর 5 ও 6 জুন একটি অনুষ্ঠানে ওই নৃত্যশিল্পীকে দিল্লি নিয়ে যান রাজ্যপাল । তাঁকে একটি পাঁচতারা হোটেলে রাখার ব্যবস্থা করা হয় । রাজ্যপালের বেঙ্গালুরুর এক আত্মীয় হোটেলের রুম বুক করেন । সেই হোটেলেই ওই নৃত্যশিল্পীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ।

ঘটনাটি জুন মাসে ঘটলেও বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ ৷ গত 15 অক্টোবর তিনি একটি টুইট বার্তায় জানান, "রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন, তিনি একজন কৃতী মহিলা, ওড়িশি নৃত্যের বিশিষ্ট শিল্পী । মালয়লম ভাষাতেও পারদর্শী । অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিকভাবে সুরক্ষিত । তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা ।"

যদিও সে সময় জল বেশি দূর গড়ায়নি । 16 অক্টোবর রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ । সে দিন রাজভবনের বাইরে তাঁকে এই বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয়েছিল ৷ তাঁকে জিজ্ঞেস করা হয়, "গতকাল একটি বিষয় নিয়ে আপনি টুইট করেছিলেন ৷ আজ রাজ্যপালের সঙ্গে আপনি দেখা করলেন ৷ এই নিয়ে আপনার কী মতামত ?" কুণাল ঘোষ জবাবে বলেন, "এই নিয়ে আমার কোনও মন্তব্য নেই ।" যদিও এরপর এই বিষয়টি নিয়ে আর নাড়াচাড়া হয়নি । এ বার রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় আবার ওই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে ।

প্রসঙ্গত, নৃত্যশিল্পীর এই অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত করে নবান্নকে রিপোর্ট জমা দেয় বলে সূত্রের খবর । নবান্নকে যে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সে সম্পর্কেও কলকাতা পুলিশের তরফ থেকে নিশ্চয়তা পাওয়া গিয়েছে । সূত্র মারফত যা জানা গিয়েছে, ওই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতেই ঘটনার অনুসন্ধান চালায় ডিসি পদমর্যদার এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি টিম । সেই মামলার অনুসন্ধান রিপোর্টই ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে । বিষয়টি হল, রাজভবনের কর্মীর শ্লীলতাহানির ঘটনায় বড় একটি তদন্ত কমিটি গঠন হয়েছে । রাজ্যপালের বিরুদ্ধে এই দুটি অভিযোগ নিয়েই এখন চর্চা তুঙ্গে । এই অভিযোগ নিয়ে রাজভবন কী জবাব দেয় সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. রাজভবনে মহিলাকর্মীর শ্লীলতাহানি ! রিপোর্ট জমা পড়ল লালবাজারে
  2. 'রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাব না, রুচিতে বাধবে', তোপ মমতার
  3. আপনি রাজ্যপাল নামের কলঙ্ক; সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ অভিষেকের
Last Updated : May 14, 2024, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.