ETV Bharat / state

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ ! নৈহাটিতে চাঞ্চল্য - NAIHATI MOB LYNCHING INCIDENT

গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ ৷ এই ঘটনায় উপনির্বাচনের আগে উত্তপ্ত নৈহাটি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

NAIHATI MOB LYNCHING INCIDENT
গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 8:50 AM IST

নৈহাটি, 12 নভেম্বর: বিধানসভা উপনির্বাচনের আগে উত্তপ্ত নৈহাটি ৷ চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল নৈহাটির কাঁপা এলাকায় ৷ মৃতের নাম সূরজ চৌধুরী ৷ মৃতের পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, এলাকার একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে দেখাশোনার কাজ করতেন বছর সাতাশের সূরজ ৷ সোমবার বিকেলে বিল্ডিংয়ের বেশ কিছু নির্মাণ সামগ্রি চুরি হয়ে যায় বলে অভিযোগ ৷ পরিবারের অভিযোগ, পর্যাপ্ত কোনও প্রমাণ ছাড়াই সূরজকে চোর হিসেবে ধরে নেন বিল্ডিংয়ের মালিক ৷ এরপর সেই মালিকের মদতে নির্মাণ শ্রমিকরা একজোট হয়ে তাঁকে বাড়ি থেকে তুলে এনে হাত-পা বেঁধে পাইপ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেও সূরজের কথায় কেউ কান দেয়নি ৷ উল্টে ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তাঁর রক্তাক্ত শরীরে ৷ এমনটাই অভিযোগ মৃত যুবকের পরিবারের ৷

'চোর' সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ (ইটিভি ভারত)

এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ উত্তেজিত শ্রমিকদের হাত থেকে উদ্ধার করে সূরজকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে মৃত্যু হয় তাঁর ৷ পরিবারের অভিযোগ, গণপিটুনির জেরেই মৃত্যু হয়েছে সূরজের ৷ ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ৷

ঘটনা প্রসঙ্গে মৃত যুবকের এক আত্মীয় বলেন, "আসল দোষী কে ? তা না জেনেই সন্দেহের কারণে সূরজকে মেরে ফেলা হয়েছে । সামান্য বিষয়কে বড় করে দেখিয়ে বলা হয়, 10 লক্ষ টাকার নির্মাণ সামগ্রী চুরি হয়েছে । 20 হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পরও ওরা সুরজকে ছেড়ে দেয়নি । উল্টে আরও টাকার দাবি করতে শুরু করে । দোষীদের উপযুক্ত শাস্তি চাই আমরা ।"

(গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও।)

পড়ুন: গণপিটুনির হাত থেকে যুবককে রক্ষা করল পুলিশ

নৈহাটি, 12 নভেম্বর: বিধানসভা উপনির্বাচনের আগে উত্তপ্ত নৈহাটি ৷ চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল নৈহাটির কাঁপা এলাকায় ৷ মৃতের নাম সূরজ চৌধুরী ৷ মৃতের পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, এলাকার একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে দেখাশোনার কাজ করতেন বছর সাতাশের সূরজ ৷ সোমবার বিকেলে বিল্ডিংয়ের বেশ কিছু নির্মাণ সামগ্রি চুরি হয়ে যায় বলে অভিযোগ ৷ পরিবারের অভিযোগ, পর্যাপ্ত কোনও প্রমাণ ছাড়াই সূরজকে চোর হিসেবে ধরে নেন বিল্ডিংয়ের মালিক ৷ এরপর সেই মালিকের মদতে নির্মাণ শ্রমিকরা একজোট হয়ে তাঁকে বাড়ি থেকে তুলে এনে হাত-পা বেঁধে পাইপ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেও সূরজের কথায় কেউ কান দেয়নি ৷ উল্টে ঠান্ডা জল ঢেলে দেওয়া হয় তাঁর রক্তাক্ত শরীরে ৷ এমনটাই অভিযোগ মৃত যুবকের পরিবারের ৷

'চোর' সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ (ইটিভি ভারত)

এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ উত্তেজিত শ্রমিকদের হাত থেকে উদ্ধার করে সূরজকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে মৃত্যু হয় তাঁর ৷ পরিবারের অভিযোগ, গণপিটুনির জেরেই মৃত্যু হয়েছে সূরজের ৷ ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ৷

ঘটনা প্রসঙ্গে মৃত যুবকের এক আত্মীয় বলেন, "আসল দোষী কে ? তা না জেনেই সন্দেহের কারণে সূরজকে মেরে ফেলা হয়েছে । সামান্য বিষয়কে বড় করে দেখিয়ে বলা হয়, 10 লক্ষ টাকার নির্মাণ সামগ্রী চুরি হয়েছে । 20 হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পরও ওরা সুরজকে ছেড়ে দেয়নি । উল্টে আরও টাকার দাবি করতে শুরু করে । দোষীদের উপযুক্ত শাস্তি চাই আমরা ।"

(গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও।)

পড়ুন: গণপিটুনির হাত থেকে যুবককে রক্ষা করল পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.