ETV Bharat / state

বউবাজারের ঘটনার পুনরাবৃত্তি! পাথুরিয়াঘাটায় ভেঙে পড়ল বাড়ি; উদ্ধার দুই - Pathuriaghata Building Collapse

Pathuriaghata House collapse: গার্ডেনরিচ, বউবাজারের পর এবার পাথুরিয়াঘাটায় ভেঙে পড়ল বাড়ি ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলার দল ৷ বাড়ির একাংশ ভেঙে পড়ে দুই বাসিন্দা ধ্বংসস্তূপে আটকে পড়েন। দমকল গিয়ে তাঁদের উদ্ধার করে। জানা গিয়ছে ওই এলাকায় প্রোমোটিংয়ের কাজ চলছিল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 7:08 AM IST

কলকাতা, 6 এপ্রিল: বউবাজার এলাকার রামকানাই অধিকারী লেনে নির্মাণ কাজ চলায় পাশে থাকা বাড়ির দেওয়াল একাংশ ভেঙে পড়েছিল । তেমনই ঘটনার পুনরাবৃত্তি হল শুক্রবার পাথুরিয়া ঘাটায় ৷ বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ল এদিন রাত 8টা নাগাদ। ঘটনার জেরে বাড়ির ভিতরেই দুই বাসিন্দা সাময়িক সময় আটকে পড়েন ৷ দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা এবং কলকাতা কর্পোরেশনের কর্মীরা এসে তাঁদের দু'জনকে উদ্ধার করে।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পাথুরিয়াঘাটায় 80/2 ও 80 নম্বর দু'টোই বহু পুরনো বাড়ি ৷ যা বিপজ্জনক অবস্থায় ছিল। একাংশ প্রোমোটিং করার জন্য ভাঙা হয় ৷ আর আরেক অংশে সেখানকার বেশ কয়েকটি পরিবারকে শিফটিং দেওয়া হয় ৷ সেই অংশ পরে ভাঙা হবে বলে ঠিক হয়েছিল প্রাথমিকভাবে। সেইমতো বিপদজনক বাড়ির দোতলার সিমেন্টের ঢালাই করে কিছুটা অংশ নিয়ে ঘর তৈরি করা হয় ৷ যেখানে নির্মাণ কর্মীরা থাকবেন এবং অন্যান্য অংশে কয়েকটি পরিবার থাকবে।

জরাজীর্ণ বাড়ি, সেই ভার না-নিতে পারায় আচমকায় একাংশ ভেঙে পড়ে ৷ যদিও ভেঙে পড়ার সময় ওই বাড়িতে দু'জন বাদে আর কেউ ছিলেন না ৷ তাই দু'জন সাময়িকভাবে আটকে পড়েন ৷ এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় লালবাজারে বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দমকল ৷ তারা এসে ঘটনাস্থলে আটকে পড়া দু'জনকে উদ্ধার করে নিয়ে যায়। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে সাময়িক আতঙ্ক ছড়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে ৷ এলাকা পরিদর্শন করেন স্থানীয় 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীরা হাজরা এবং বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

প্রসঙ্গত, গত 2 এপ্রিল বউবাজার লাগোয়া দু'টি বাড়ির একটি অংশ ভেঙে নির্মাণ কাজ চলছিল। আর সেই কাজের ধাক্কাতেই পাশের বাড়ির দেওয়ালের একটি বড় অংশ ভেঙে পড়ে ৷ যদিও সেই ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার কোনও ঘটনা না-ঘটলেও ভেঙে পড়া বাড়ি দোতলা ও তিনতলায় গুরুতর ফাটল ধরে। ওই ঘটনায় বাড়ি নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রোমোটার ও মালিককে নোটিশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি শো-কজ করা হয়েছে এলবিএস ও ইএসই'কে। তার আগে গত 17 মার্চ গার্ডেনরিচে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। তাতে মোট 13 জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই বউবাজারের ঘটনা ৷ এরপর ফের গতকাল পাথুরিয়াঘাটায় ভেঙে পড়ল বাড়ি ৷

আরও পড়ুন:

  1. বেআইনি নির্মাণে নাজেহাল ফিরহাদের রক্ষাকবচ বাম আমলের 'গার্ড পোস্ট'
  2. প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের
  3. মেয়রের 'চোর-অপদার্থ' মন্তব্যের প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের

কলকাতা, 6 এপ্রিল: বউবাজার এলাকার রামকানাই অধিকারী লেনে নির্মাণ কাজ চলায় পাশে থাকা বাড়ির দেওয়াল একাংশ ভেঙে পড়েছিল । তেমনই ঘটনার পুনরাবৃত্তি হল শুক্রবার পাথুরিয়া ঘাটায় ৷ বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ল এদিন রাত 8টা নাগাদ। ঘটনার জেরে বাড়ির ভিতরেই দুই বাসিন্দা সাময়িক সময় আটকে পড়েন ৷ দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা এবং কলকাতা কর্পোরেশনের কর্মীরা এসে তাঁদের দু'জনকে উদ্ধার করে।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পাথুরিয়াঘাটায় 80/2 ও 80 নম্বর দু'টোই বহু পুরনো বাড়ি ৷ যা বিপজ্জনক অবস্থায় ছিল। একাংশ প্রোমোটিং করার জন্য ভাঙা হয় ৷ আর আরেক অংশে সেখানকার বেশ কয়েকটি পরিবারকে শিফটিং দেওয়া হয় ৷ সেই অংশ পরে ভাঙা হবে বলে ঠিক হয়েছিল প্রাথমিকভাবে। সেইমতো বিপদজনক বাড়ির দোতলার সিমেন্টের ঢালাই করে কিছুটা অংশ নিয়ে ঘর তৈরি করা হয় ৷ যেখানে নির্মাণ কর্মীরা থাকবেন এবং অন্যান্য অংশে কয়েকটি পরিবার থাকবে।

জরাজীর্ণ বাড়ি, সেই ভার না-নিতে পারায় আচমকায় একাংশ ভেঙে পড়ে ৷ যদিও ভেঙে পড়ার সময় ওই বাড়িতে দু'জন বাদে আর কেউ ছিলেন না ৷ তাই দু'জন সাময়িকভাবে আটকে পড়েন ৷ এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় লালবাজারে বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দমকল ৷ তারা এসে ঘটনাস্থলে আটকে পড়া দু'জনকে উদ্ধার করে নিয়ে যায়। স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে সাময়িক আতঙ্ক ছড়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে ৷ এলাকা পরিদর্শন করেন স্থানীয় 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীরা হাজরা এবং বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

প্রসঙ্গত, গত 2 এপ্রিল বউবাজার লাগোয়া দু'টি বাড়ির একটি অংশ ভেঙে নির্মাণ কাজ চলছিল। আর সেই কাজের ধাক্কাতেই পাশের বাড়ির দেওয়ালের একটি বড় অংশ ভেঙে পড়ে ৷ যদিও সেই ঘটনায় প্রাণহানি বা আহত হওয়ার কোনও ঘটনা না-ঘটলেও ভেঙে পড়া বাড়ি দোতলা ও তিনতলায় গুরুতর ফাটল ধরে। ওই ঘটনায় বাড়ি নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রোমোটার ও মালিককে নোটিশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি শো-কজ করা হয়েছে এলবিএস ও ইএসই'কে। তার আগে গত 17 মার্চ গার্ডেনরিচে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল। তাতে মোট 13 জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই বউবাজারের ঘটনা ৷ এরপর ফের গতকাল পাথুরিয়াঘাটায় ভেঙে পড়ল বাড়ি ৷

আরও পড়ুন:

  1. বেআইনি নির্মাণে নাজেহাল ফিরহাদের রক্ষাকবচ বাম আমলের 'গার্ড পোস্ট'
  2. প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের
  3. মেয়রের 'চোর-অপদার্থ' মন্তব্যের প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.