কুলতলি, 1 জুন: দেশজুড়ে চলছে সপ্তম দফার নির্বাচন ৷ বাংলার 9টি কেন্দ্রে আজ ভোট হচ্ছে ৷ কেন্দ্রগুলি হল যথাক্রমে- দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, জয়নগর, যাদবপুর ৷ জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি বিধানসভার মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলে গণ্ডগোলের অভিযোগ উঠল ৷ সেখানের 40 ও 41 নম্বর বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। যার জেরে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ইভিএম জলে ফেলে দিল ৷
পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে তাদের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ চলতে থাকে। গতকাল রাত থেকে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল এমনটাও অভিযোগ উঠেছে ৷ সেইসঙ্গে আজ বুথে বিরোধী এজেন্টরা যাওয়ার চেষ্টা করলে 100 মিটার দূরে থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয় ৷ পাশাপাশি তাঁদের মারধর করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এর জেরে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ইভিএম জলে ফেলে দেয় ৷ ঘটনার খবর পাওয়া মাত্র তড়িঘড়ি পৌঁছন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী। যান কমিশনের প্রতিনিধিরাও। তদন্ত শুরু করেছেন তাঁরা। কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে কমিশন। তবে বিকল্প ইভিএম এনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷
যদিও ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে নির্বাচন শুরু হওয়ার একঘণ্টা পরও ভোট শুরু হয়নি ৷ নতুন ইভিএম আনা হয়েছে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, অতিরিক্ত ইভিএম ফেলা হয়েছে পুকুরে। তাই ভোটপর্বে কোনও ব্যাঘাত ঘটেনি। এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে শুরু করে। অন্যদিকে, সকাল থেকে উত্তপ্ত হয়েছে ভাঙড় ৷ শুক্রবার রাত থেকে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। শনিবার ভোট শুরুর কিছু পরেই নতুন করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হয়েছে ভাঙড়ে। গুলি চলেছে, উদ্ধার হয়েছে বোমাও।