ETV Bharat / state

বঙ্গে 'শাহি' সফর, পেট্রাপোল বন্দরে জোড়া কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর - AMIT SHAH IN BENGAL

বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পেট্রাপোল বন্দরে নয়া প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন তিনি ৷

AMIT SHAH IN BENGAL
বঙ্গে 'শাহি' সফর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 7:00 AM IST

Updated : Oct 27, 2024, 7:16 AM IST

বনগাঁ, 27 অক্টোবর: একাধিক কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ রবিবার উত্তর 24 পরগনার পেট্রাপোল বন্দরের অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন তিনি । একই সঙ্গে, তিনি উদ্বোধন করবেন মৈত্রী গেটেরও । স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেজে উঠেছে পেট্রাপোল বন্দর । আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ।

শনিবার রাতে রাজারহাটের একটি হোটেলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পেট্রাপোলের উদ্দেশে রওনা হয়েছেন অমিত শাহ ৷ রবিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ প্রশাসন সূত্রে খবর, রবিবার সকাল 11টা 15 মিনিট নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ানি বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামবেন । সেখান থেকে পেট্রাপোল বন্দরে আসবেন । দুপুর 12টা 10 মিনিটে আবার তিনি পেট্রাপোল ছাড়বেন । এই 55 মিনিটে শাহের একাধিক কর্মসূচি রয়েছে । সারা দেশে সদস্য সংগ্রহের এই কর্মসূচির সূচনাও করার কথা রয়েছে তাঁর ৷

পেট্রাপোল ল্যান্ড পোর্টের চেয়ারম্যান (ইটিভি ভারত)

পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র জানিয়েছেন, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বন্দরের নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন । এরপর তিনি পেট্রাপোল বন্দরে নতুন আরও একটি মৈত্রী গেটের উদ্বোধন করবেন । উদ্বোধন পর্ব শেষে বন্দরে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ।

Amit Shah in Bengal
পেট্রাপোল বন্দরে জোড়া কর্মসূচি শাহের (নিজস্ব চিত্র)

আদিত্য মিশ্র বলেন, "এই টার্মিনাল উদ্বোধনের পরে যাত্রীদের অনেকটা সুবিধা হবে । এতদিন যাত্রীদের রোদ জলে দাঁড়িয়ে থাকতে হতো । কিন্তু, এরপরে তাদের সেই সমস্যা মিটবে । শীততাপ নিয়ন্ত্রিত এই টার্মিনালে রয়েছে অত্যাধুনিক পরিষেবা ।" সেই সঙ্গে তিনি বলেন, "এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মৈত্রী গেটের শিলান্যাস করেছিলেন । এবার তারই উদ্বোধন করবেন তিনি । পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে কথা বলে মৈত্রীগেট চালু করা হবে । মৈত্রী গেট চালু হলে একই সঙ্গে আমদানি ও রফতানি করা যাবে । এর ফলে বন্দরের ব্যবসা বাড়বে ।"

পড়ুন: রবিতে বঙ্গে আসছেন অমিত শাহ, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা হবে ?

বনগাঁ, 27 অক্টোবর: একাধিক কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ রবিবার উত্তর 24 পরগনার পেট্রাপোল বন্দরের অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন তিনি । একই সঙ্গে, তিনি উদ্বোধন করবেন মৈত্রী গেটেরও । স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেজে উঠেছে পেট্রাপোল বন্দর । আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ।

শনিবার রাতে রাজারহাটের একটি হোটেলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পেট্রাপোলের উদ্দেশে রওনা হয়েছেন অমিত শাহ ৷ রবিবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ প্রশাসন সূত্রে খবর, রবিবার সকাল 11টা 15 মিনিট নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ানি বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামবেন । সেখান থেকে পেট্রাপোল বন্দরে আসবেন । দুপুর 12টা 10 মিনিটে আবার তিনি পেট্রাপোল ছাড়বেন । এই 55 মিনিটে শাহের একাধিক কর্মসূচি রয়েছে । সারা দেশে সদস্য সংগ্রহের এই কর্মসূচির সূচনাও করার কথা রয়েছে তাঁর ৷

পেট্রাপোল ল্যান্ড পোর্টের চেয়ারম্যান (ইটিভি ভারত)

পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র জানিয়েছেন, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বন্দরের নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন । এরপর তিনি পেট্রাপোল বন্দরে নতুন আরও একটি মৈত্রী গেটের উদ্বোধন করবেন । উদ্বোধন পর্ব শেষে বন্দরে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ।

Amit Shah in Bengal
পেট্রাপোল বন্দরে জোড়া কর্মসূচি শাহের (নিজস্ব চিত্র)

আদিত্য মিশ্র বলেন, "এই টার্মিনাল উদ্বোধনের পরে যাত্রীদের অনেকটা সুবিধা হবে । এতদিন যাত্রীদের রোদ জলে দাঁড়িয়ে থাকতে হতো । কিন্তু, এরপরে তাদের সেই সমস্যা মিটবে । শীততাপ নিয়ন্ত্রিত এই টার্মিনালে রয়েছে অত্যাধুনিক পরিষেবা ।" সেই সঙ্গে তিনি বলেন, "এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মৈত্রী গেটের শিলান্যাস করেছিলেন । এবার তারই উদ্বোধন করবেন তিনি । পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে কথা বলে মৈত্রীগেট চালু করা হবে । মৈত্রী গেট চালু হলে একই সঙ্গে আমদানি ও রফতানি করা যাবে । এর ফলে বন্দরের ব্যবসা বাড়বে ।"

পড়ুন: রবিতে বঙ্গে আসছেন অমিত শাহ, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা হবে ?
Last Updated : Oct 27, 2024, 7:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.