ETV Bharat / state

10 বছরের হিসেব দিয়ে বঞ্চনার অভিযোগ খারিজ শাহের, অনুপ্রবেশ নিয়ে খোঁচা তৃণমূলকে - AMIT SHAH

বঙ্গে এসে রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগের হিসেব দিলেন অমিত শাহ ৷ পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানের মঞ্চেই মমতার সরকারকে জবাব দেন তিনি ৷

AMIT SHAH
অমিত শাহ ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 1:18 PM IST

Updated : Oct 27, 2024, 2:23 PM IST

বনগাঁ, 27 অক্টোবর: কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ আনে রাজ্য সরকার ৷ এবার বঙ্গে এসে গত 10 বছরের হিসেব দিয়ে সেই অভিযোগ খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নরেন্দ্র মোদির সরকার 2014 থেকে 10 বছরে পশ্চিমবঙ্গের উন্নয়নে কত টাকা পাঠিয়েছে, তার পুনঙ্খনাপুঙ্খ হিসেব দিলেন তিনি ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, সীমান্তে অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার তৈরি হলে সেই সমস্যা সমূলে উৎখাতের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে এদিন রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করেন অমিত শাহ ৷ তিনি বলেন, "পেট্রাপোল সীমান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক দ্বার ৷ বাংলার সীমান্তবর্তী এলাকার মানুষের রোজগারের অন্যতম বড় মাধ্যম ৷ কিন্তু, বেআইনি অনুপ্রবেশকারীরা এখানকার নাগরিকদের, তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ৷ আর এর পিছনে পূর্ণ মদত দিচ্ছে তৃণমূল ৷ 2026-এর ভোটের পর বিজেপির সরকার তৈরি হবে ৷ আর এই অনুপ্রবেশের সমস্যাকে সমূলে উৎখাত করা হবে ৷ সীমান্তবর্তী এলাকার উন্নয়ন ও এখানকার মানুষজনকে তাঁদের অধিকার পাইয়ে দেবে বিজেপি ৷"

আজ পেট্রাপোল সীমান্তে মৈত্রী দ্বারের উদ্বোধন মঞ্চ থেকে অমিত শাহ অভিযোগ করেন, বাংলার সরকার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না ৷ সেই সুবিধা পেতে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর আশ্বাস, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের 5 লাখ টাকা বাংলার মানুষ খুব দ্রুত পেয়ে যাবেন ৷

এর পাশাপাশি এদিন বঙ্গে দাঁড়িয়েই একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের জবাব দেন অমিত শাহ ৷ তিনি রীতিমতো হিসেব দিয়ে বলেন, "ইন্ডি জোটের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইউপিএ সরকারের মন্ত্রীও ছিলেন তিনি ৷ সেই সময় 10 বছরে ইউপিএ সরকার পশ্চিমবঙ্গকে মোট 2 লক্ষ 9 হাজার কোটি টাকা দিয়েছিল ৷ আর 2014 সাল থেকে 2024 পর্যন্ত নরেন্দ্র মোদির এনডিএ সরকার পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নে মোট 7 লক্ষ 74 হাজার কোটি দিয়েছে ৷ কিন্তু, বিষয়টা হল, মোদিজি যে টাকা বাংলার মানুষের উন্নয়নের জন্য দিচ্ছেন, তা দুর্নীতির বলি চড়ছে ৷"

এ প্রসঙ্গে এনডিএ সরকারের নাম্বার টু দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে বলেন, "মমতা দিদি আর তাঁর দলের লোকেরা বলেন, মোদিজি বাংলার মনরেগার টাকা আটকে দিয়েছেন ৷ ইউপিএ সরকার 10 বছরে মাত্র 15 হাজার কোটি টাকা দিয়েছিল ৷ সেখানে নরেন্দ্র মোদির সরকার বাংলার জন্য মনরেগায় 54 হাজার কোটি টাকা পাঠিয়েছে ৷ কিন্তু, সেই টাকা মনরেগার শ্রমিকদের কাছে যাচ্ছে, নাকি আপনার তৃণমূলের লোকজনের কাছে ? সেই হিসেবটা তৈরি রাখুন ৷"

বনগাঁ, 27 অক্টোবর: কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ আনে রাজ্য সরকার ৷ এবার বঙ্গে এসে গত 10 বছরের হিসেব দিয়ে সেই অভিযোগ খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ নরেন্দ্র মোদির সরকার 2014 থেকে 10 বছরে পশ্চিমবঙ্গের উন্নয়নে কত টাকা পাঠিয়েছে, তার পুনঙ্খনাপুঙ্খ হিসেব দিলেন তিনি ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, সীমান্তে অনুপ্রবেশে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সরকার তৈরি হলে সেই সমস্যা সমূলে উৎখাতের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে এদিন রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করেন অমিত শাহ ৷ তিনি বলেন, "পেট্রাপোল সীমান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক দ্বার ৷ বাংলার সীমান্তবর্তী এলাকার মানুষের রোজগারের অন্যতম বড় মাধ্যম ৷ কিন্তু, বেআইনি অনুপ্রবেশকারীরা এখানকার নাগরিকদের, তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ৷ আর এর পিছনে পূর্ণ মদত দিচ্ছে তৃণমূল ৷ 2026-এর ভোটের পর বিজেপির সরকার তৈরি হবে ৷ আর এই অনুপ্রবেশের সমস্যাকে সমূলে উৎখাত করা হবে ৷ সীমান্তবর্তী এলাকার উন্নয়ন ও এখানকার মানুষজনকে তাঁদের অধিকার পাইয়ে দেবে বিজেপি ৷"

আজ পেট্রাপোল সীমান্তে মৈত্রী দ্বারের উদ্বোধন মঞ্চ থেকে অমিত শাহ অভিযোগ করেন, বাংলার সরকার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না ৷ সেই সুবিধা পেতে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর আশ্বাস, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের 5 লাখ টাকা বাংলার মানুষ খুব দ্রুত পেয়ে যাবেন ৷

এর পাশাপাশি এদিন বঙ্গে দাঁড়িয়েই একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের জবাব দেন অমিত শাহ ৷ তিনি রীতিমতো হিসেব দিয়ে বলেন, "ইন্ডি জোটের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইউপিএ সরকারের মন্ত্রীও ছিলেন তিনি ৷ সেই সময় 10 বছরে ইউপিএ সরকার পশ্চিমবঙ্গকে মোট 2 লক্ষ 9 হাজার কোটি টাকা দিয়েছিল ৷ আর 2014 সাল থেকে 2024 পর্যন্ত নরেন্দ্র মোদির এনডিএ সরকার পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নে মোট 7 লক্ষ 74 হাজার কোটি দিয়েছে ৷ কিন্তু, বিষয়টা হল, মোদিজি যে টাকা বাংলার মানুষের উন্নয়নের জন্য দিচ্ছেন, তা দুর্নীতির বলি চড়ছে ৷"

এ প্রসঙ্গে এনডিএ সরকারের নাম্বার টু দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে বলেন, "মমতা দিদি আর তাঁর দলের লোকেরা বলেন, মোদিজি বাংলার মনরেগার টাকা আটকে দিয়েছেন ৷ ইউপিএ সরকার 10 বছরে মাত্র 15 হাজার কোটি টাকা দিয়েছিল ৷ সেখানে নরেন্দ্র মোদির সরকার বাংলার জন্য মনরেগায় 54 হাজার কোটি টাকা পাঠিয়েছে ৷ কিন্তু, সেই টাকা মনরেগার শ্রমিকদের কাছে যাচ্ছে, নাকি আপনার তৃণমূলের লোকজনের কাছে ? সেই হিসেবটা তৈরি রাখুন ৷"

Last Updated : Oct 27, 2024, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.